কলারোয়ায় ‘জাহাজমারি এবি পার্কে’ পতিতা-খদ্দের আটকের ঘটনায় মামলা
কলারোয়ার যুগিখালীতে সেই ‘জাহাজমারি এবি পার্কে’ পতিতা-খদ্দেরসহ ৮ ব্যক্তি আটকের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ওই পার্কটির সত্বাধিকারী ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল বাসার, ম্যানেজার শহর আলীসহ ১০জনকে আসামি করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ ১/১/২০২১ইং। এর আগেও আলোচিত-সমালোচিত ওই পার্কে ভ্রাম্যমান পতিতা ও খদ্দের আটকের একাধিক ঘটনা ঘটেছে, হয়েছে মামলাও।
আটক ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রুবেল জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার যুগিখালীর জাহাজমারী এবি পার্কে ৪জন পতিতা ও ৪জন খরিদ্দারকে আটক করা হয়েছে। অভিযানকালে পার্কের ভিতরে অনৈতিকভাবে মেলামেশার দায়ে সাতক্ষীরা সদরের বাঁশদাহ গ্রামের পতিতা ঝর্না খাতুন (২৫), একই গ্রামের আনোয়ারা খাতুন (১৮), মনিরামপুরের তাজপুর গ্রামের তানজিলা খাতুন (২১), একই এলাকার শিরিনা বেগম (২৬) ও খরিদ্দার যুগিখালির পাইকপাড়া গ্রামের আনারুল ইসলাম (৩০), মাধবকাটির ছয়ঘরিয়া গ্রামের সাগর হোসেন আলী (৩৫), মনিারামপুরের ষোলোখাদা গ্রামের মাহাবুবর রহমান (৩০) ও মনিরামপুরের লক্ষনপুর গ্রামের শাহা আলম বিশ্বাস (৩০) কে আটক করা হয়। এ ঘটনায় কলারোয়া থানায় আটক ৮জনসহ পার্কের সত্বাধিকারী আবুল বাসার (৫২) ও ম্যানেজার শহর আলী (৪৮) এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’
ওসি মীর খায়রুল কবির জানান, ‘আটককৃতরাসহ পার্কের সত্বাধিকারী ও ম্যানেজারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
উল্লেখ্য, চিত্তবিনোদনের নামে ‘জাহাজামারি এবি পার্কে’ অনৈতিক মেলামেশা, যাত্রা, নাচ, জুয়া খেলাসহ নানান অসামাজিক কর্মকান্ড চলে আসছিলো শুরু থেকে। পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী একাধিকবার অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করে দেয়, আটকও করা হয় অনেককে। মামলা হয়েছে আগে। কিছুদিন বিরতি দিয়ে পুনরায় অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড চলে আসে সেখানে।-এমনটাই জানলেন স্থানীয়রা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)