শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বোরো ধান কেটে-ঝেড়ে ঘরে তুলতে ব্যস্ত কৃষক, চলছে সিদ্ধ ও চাল তৈরির কাজও

সাতক্ষীরার কলারোয়ায় ইরি-বোরো ধান কাটার ধুম চলছে। ধান কাটার পাশাপাশি মাড়াই বা ঝাড়াও চলছে পুরোদমে। আবার ধান সিদ্ধ করে শুকিয়ে চালে রূপান্তর করার প্রক্রিয়াও চলমান। সব মিলিয়ে দিনরাত মহাব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষানী ও সংশ্লিষ্টরা।

চলতি বছর বোরো চাষে আবহাওয়া অনুকূলে থাকায় নির্বিঘ্নে ধান কাটা, ঝাড়া/মাড়াই ও শুকানোর কাজ করতে পারছেন কিষান-কৃষানিরা। ধান সিদ্ধ করে শুকিয়ে ধান মাড়াই করে চালও তৈরি করে ফেলেছেন অনেকে। উপজেলার বিভিন্ন এলাকার মাঠজুড়ে সোনালি ধানের ম–ম গন্ধে মনের আনন্দে কাজ করছেন তাঁরা। কথা বলার মতো যেন ফুরসত নেই তাঁদের। ভোর থেকে দিনভর, এমনকি গভীর রাতেও কাজ করতে হচ্ছে তাদের। মাঠের সোনালি ধান ঘরে তুলতে ও তৎপরবর্তী কর্মযজ্ঞতায় ব্যস্ত সময় পার করছেন কৃষকসহ ধান সংশ্লিষ্টরা।

সরেজমিনে দেখা গেছে, কৃষক ধান কেটে আঁটি বেঁধে কেউ মাথায় করে, আবার কেউ পরিবহনে করে বাড়িতে নিয়ে যাচ্ছেন। গরু গাড়ির চলন দেখা না গেলেও চলতি সময়ে গ্রামাঞ্চলে ধান পরিবহনের ক্ষেত্রে গরু গাড়ির দেখা মিলছে। কেউ আবার গরুর পরিবর্তে শ্যালো ম্যাশিন চালিত ইঞ্জিন সংযুক্ত করে পিছনে গরুর গাড়ির অংশ লাগিয়েও ধান পরিবহন করছেন। এছাড়া ভ্যান, ট্রলিসহ অন্যান্য ভাবে ধান পরিবহন করতে দেখা গেছে।
ফসলি মাঠেই কিংবা বাড়ির উঠানে চলছে ধানমাড়াইয়ের কাজ, স্থানীয়রা যেটা ধান ঝাড়া বলে থাকেন।
ধান সিদ্ধ করার কাজও চলছে পুরোদমে। অনেকেই ধান সিদ্ধ করছেন বা করেছেন। দিনের বেলা প্রখর রোদ আর গরমের কারণে অনেকেই আবার গভীর রাতে ঘুম থেকে উঠে ধান সিদ্ধ করার কাজও করছেন। সকাল থেকে সেই সিদ্ধ ধান রোদে শুকিয়ে নিচ্ছেন। আবার অনেকের ধান সিদ্ধ ও শুকানোর কাজও শেষ হয়ে গেছে। ঢেঁকির প্রচলন প্রায় উঠে যাওয়ায় অনেকে ধানভাঙানোর মিলে গিয়ে ধান মাড়াই অর্থাৎ চাল তৈরি করছেন।

সব মিলিয়ে এখন ধান নিয়ে কৃষকের যেমন ব্যস্ততা, তেমনি আনন্দও লক্ষ করা যাচ্ছে।

অনেক কৃষক জানিয়েছেন, ‘চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় বিকল্প সেচ দিয়ে ধান চাষ করা হয়েছিলো। তবে ধান কাটা বা তোলার সময় বৃষ্টি হলে সেটা কৃষকের জন্য ক্ষতির কারণ হয়। চলতি সময়ে বৃষ্টি না হওয়ায় অনেকটা নির্বিঘ্নে ধান কাটা, ঝাড়া, সিদ্ধ, শুকানো, মাড়াই ইত্যাদি কাজ চলমান বা শেষ পর্যায়ে। তবে অন্যবারের তুলনায় এবার জন বা কামলার দাম বেশি, লোকজনও তেমন পাওয়া যায় না।’

সরেজমিনে বেশ কয়েকটি মাঠ ঘুরে দেখা গেছে, ব্রি-২৮, ব্রি-৮১, ব্রি-৬৩, ব্রি-৫০ তথা সুগন্ধি, শুভলতা, মিনিগেটসহ নানান জাতের ধান কৃষকেরা কেটেছেন। এছাড়া দু’একটি মাঠে ব্রি-২৯ জাতের পাকা ধানও কাটা হচ্ছে।

উপজেলার চন্দনপুর ইউনিয়নের বিভিন্ন ফসলি মাঠে দেখা যায় কৃষক মনিরুল, রবিউলসহ আরো অনেক কৃষক বিভিন্ন জাতের ধান কাটছেন।
তাদের একজন জানান, ‘নেক ব্লাস্ট সহ বিভিন্ন রোগবালাই কম হওয়ায় এবার ধানের আশানুরূপ ফলন পেয়েছেন। বিঘা প্রতি প্রায় ২০ মণ আবার কিছু ক্ষেত্রে ২০ মণের বেশি হারেও ধান হয়েছে।’

মৌসুমের শুরুতেই ধানের দাম নিয়েও খুশি কৃষকরা। পুরোপুরি শুকনো একমণ ধান ১হাজার ৮০ থেকে সাড়ে এগারোশ টাকা দরে বেচাকেনা হচ্ছে বলে জানা গেছে।

ধান ব্যবসায়ী তরিকুল ইসলাম তরিক জানান, ‘ধানের দাম উঠানামা করে। তবে বর্তমানে মণ প্রতি শুভলতা ১হাজার থেকে ১হাজার ২০ টাকা, ২৮ধান ১হাজার ৮০ থেকে ১১’শ টাকা, মিনিগেট ১১’শ এর উপরে কেনাবেচা হচ্ছে।’

কলারোয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, ‘উপজেলায় এ বছর ১৭হাজার ৫’শ ৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। জমি ও এলাকা ভেদে ফলন হয়েছে হেক্টর প্রতি ৬টন ও বিঘা প্রতি ২৪/২৫ মণ।’

তিনি আরো জানান, ‘উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঠপর্যায়ে বিভিন্ন পরামর্শ দেয়া অব্যাহত আছে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির অঙ্গ সংগঠেনের তারুণ্যের সমাবেশের প্রস্তুতি সভা

কলারোয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠেনের নেতৃবৃন্দদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময়বিস্তারিত পড়ুন

কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা
  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ