রবিবার, ফেব্রুয়ারি ২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মাছের ঘেরের ভেঁড়িতে ক্ষিরাই চাষে সাফল্যে আব্দুল করিম

সাতক্ষীরার কলারোয়ায় মাছ চাষের ঘেরের আইলে তথা ভেঁড়িতে ক্ষিরাই ও শষা চাষ করে সাফল্যের মুখ দেখেছেন আব্দুল করিম নামে এক কৃষক।

সে কলারোয়া উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামের মৃত.নজিবুল্লাহ ছেলে।

তিনি জানান, উপজেলার বাটরা গ্রামের পূর্বের বিলে আব্দুল করিম ১২বিঘা জমিতে সাদা মাছ চাষের জন্য ঘের করেন গত ৪বছর আগে। এর পরে তিনি ওই ঘেরের আইলের বা ভেঁড়ির কিছু অংশ ব্যবহার করে নিজ উদ্যোগে ক্ষিরাই চাষ শুরু করেন। গত বছর সেই ক্ষিরাই বিক্রয় করে তিনি ব্যাপক ভাবে লাভবান হয়েছে। সে কারণে এবছর তিনি ১২ বিঘা জমির ঘেরের আইলে এবার ৪২ হাজার টাকা খরচ করে ক্ষিরাই চাষ করেছেন। গত এক সপ্তাহে তিনি ওই ঘের থেকে ৩০হাজার টাকার ক্ষিরাই বিক্রয় করেছেন।’

কৃষক আব্দুল করিম আরো জানান, ‘তার নিজের ৩বিঘা জমি রয়েছে। বাকী ৯বিঘা জমি লিজ নিয়ে মাছ ও ক্ষিরাই চাষ শুরু করেছেন। মাছ চাষের ঘেরে ক্ষিরাই চাষ করে তিনি ব্যাপক ভাবে লাভবান হচ্ছেন। তার ঘেরে ৪২ হাজার টাকায় ক্ষিরাই চাষ করে মাত্র এক সপ্তাহে ৩০ হাজার টাকার ক্ষিরাই বিক্রয় করেছেন।’

তিনি আরো বলেন, ‘আগাসি দুই মাসের মধ্যে তিনি তার ক্ষেত থেকে ৫ থেকে ৬লাখ টাকার মতো ক্ষিরাই বিক্রয় করবেন বলে আশাবাদি। তিনি আগস্ট মাস থেকে ক্ষিরাই বিক্রয় শুরু করেছেন আর সেপ্টেম্বর ও অক্টোবর মাস পর্যন্ত এগুলো বিক্রয় করতে পারবেন। এখন প্রতিদিন ১শ ৮০ কেজি ক্ষিরাই উঠছে।’

তিনি বলেন, ‘তার এই কাজের জন্য কোন সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তারা সহযোগিতা না করলেও তার দুই ছেলে দেলোয়ার হোসেন ও জুবায়ের হোসেন সহযোগিতা করছেন। এই মাঠ থেকে সরাসরি ঢাকায় ক্ষিরাই যাচ্ছে। বর্তমানে প্রতি কেজি ১৫ থেকে ১৭ টাকায় বিক্রি করছেন। তার মাছের ঘেরের ক্ষিরাই চাষ দেখে অন্য চাষীরা এখন প্রায় ৬/৭ হাজার বিঘা মাছের ঘেরের আইলে ক্ষিরাই চাষ শুরু করেছেন। এটা তার জন্য ভালো লাগছে।’

সরেজমিন দেখা গেছে শুধু ক্ষিরাই চাষ না, বাটরার মাঠে লাভজনক ব্যবসা গ্রীষ্মকালীন টমেটোর চাষও হচ্ছে।

এলাকার কৃষকরা বলেন, ‘সরকারি ভাবে সহযোগিতা পেলে এখানকার চাষীরা মাঠের পার মাঠ সবজি চাষ করে দেশের অর্থনীতির চাকা ঘুরিয়ে দিতে পারেন।’
এজন্য চাষীরা সরকারের সহযোগিতা কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

খেলাধূলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে: তালায় সাবেক এমপি হাবিব

সেলিম হায়দার, তালা (সাতক্ষীরা): সাতক্ষীরার তালায় ৮ দলীয় চেয়ারম্যান কাপ ডাবল মোটরসাইকেলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টাইলস শ্রমিক ইউনিয়নের অফিস উদ্বোধন ও কমিটি গঠন

জাহাঙ্গীর হোসেন : কলারোয়া উপজেলা টাইলস শ্রমিক ইউনিয়ন অফিস উদ্বোধন ও কমিটিবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে একই রাতে দুই দোকানে দেয়াল ভেঙ্গে চুরি!

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া বাজারে এক রাতে ২টি দোকানেবিস্তারিত পড়ুন

  • হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন আর নেই!
  • কলারোয়ার চন্দনপুরে ক্রিকেট লীগের উদ্বোধনী ম্যাচে কলারোয়া নিউজ একাদশের জয়
  • ফেসবুকে শেয়ার হওয়া অগ্নিকাণ্ডের ভিডিওটি কলারোয়ার নয়!
  • কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে মানববন্ধন
  • কলারোয়ায় নিউজের সুবাদে মেধাবী ছাত্রী নাদিরাকে মেডিকেল ভর্তির জন্য নগদ অর্থ প্রদান
  • কলারোয়ার সিংগা হাইস্কুলে তারুণ্য উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • কলারোয়ায় জোন পর্যায়ের ক্রিকেটে চ্যাম্পিয়ন পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা চলন্ত ট্রাকের, হেলপার নিহ*ত
  • বিএনপি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিতে বিশ্বাসী : কলারোয়ায় সাবেক এমপি হাবিব
  • অপকর্মকারীদের ঠাঁই বিএনপিতে নেই : সাতক্ষীরার কর্মশালায় তারেক রহমান
  • কলারোয়ার গদখালি যুব উন্নয়ন সংঘের কমিটি গঠন।। সভাপতি রবি, সেক্রেটারি জাকির
  • কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন করেছেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব