বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় জরুরী প্রস্তুতি সভা

ঘূর্ণিঝড় যশ মোকাবেলায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মে) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ওই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মিরাজ হোসেন খান এর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্যা চক্রবর্তী, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের এস ও তনময় হালদার, উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল অফিসার পঙ্কজ শিকদার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারি সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, বাংলাদেশ সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, দৈনিক দৃষ্টিপাত ব্যুরো প্রধান আশেক মেহেদী, নবযাত্রা কালিগঞ্জ ফিল্ড অফিস ম্যানেজার আশিক বিল্লাহ সহ ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিকবৃন্দ, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য উপস্থিত ছিলেন।

করোনাকালীন সময় সুরক্ষিত থেকে দুর্যোগ মোকাবেলায় সকলকে এগিয়ে আসার পাশপাশি সতর্ক থাকার আহবান জানিয়ে সভায় উপজেলার ১২টি ইউনিয়নে সাইক্লোন সেন্টার সহ ১১২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জানানো হয়- বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে এই সকল আশ্রয় কেন্দ্র গুলি জরুরী ভিত্তিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর মাধ্যমে ৪০ দিনের কর্মসূচি কাজের লোকজন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঝুঁকিপূর্ণ ভেড়িবাধ মেরামতের কাজ করবে পাশাপাশি দুর্যোগ মোকাবেলায় আশ্রায় কেন্দ্রগুলিতে প্রতিবন্ধী, গর্ভবতী, মা, শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষদেরকে নিয়ে আসার জন্য প্রচার প্রচারণা চালাতে হবে।
এজন্য জন্য মসজিদের ইমাম, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্বেচ্ছাসেবকদের ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে।
ত্রাণ সামগ্রী, মেডিকেল টিম, বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং উপজেলা ও প্রতিটি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্বেচ্ছাসেবক বৃন্দ প্রস্তুত থাকবে।
উপজেলায় ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে, দুর্যোগের আগে ও পরে যে কোন প্রয়োজনে যোগাযোগ রাখতে হবে।
প্রাথমিক পর্যায়ে শুকনো খাবার সংগ্রহ করা, রাস্তায় গাছ পড়ে গেলে দ্রুত গতিতে কাজ করানোর জন্য করাতকলের ব্যবস্থা করা।

সর্বোপরি ঘূর্ণিঝড় মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। বিশেষ করে নবযাত্রার পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে দুর্যোগ মোকাবেলায় যে সমস্ত সরঞ্জাম জিনিসপত্র দেয়া হয়েছে সেগুলি চেয়ারম্যানদের মাধ্যমে স্বেচ্ছাসেবকরা প্রস্তুত থাকবে।

সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ সড়কের পাশে মরা রুগ্ন গাছগুলো কেটে অপসারণ করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় স্কুল শিক্ষককে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে তুচ্ছ ঘটনায় শেখ আরিফুজ্জামান রাজু (৩২) নামেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে কর্মী-সমর্থক শূন্যতায় বিএনপির সম্মেলন পণ্ড

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কর্মী-সমর্থকদের উপস্থিতি শুন্যতায় সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নলতায় এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

দেবহাটা প্রতিনিধি: নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপিত
  • কালিগঞ্জের বিপ্লব রায় ও স্বপন রায়ের প্রতারণার প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা
  • কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রহিমের মৃত্যু
  • কালিগঞ্জে সন্ত্রাসীর হাতুড়ির আঘাতে বিএনপি কর্মী যখম
  • কালিগঞ্জে বড়শিমলা কারবালার হাইস্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ
  • উৎসব মুখর পরিবেশে চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কালিগঞ্জ ধলবাড়িয়ায় জামায়াতে ইসলামী’র অফিস উদ্বোধন
  • কালিগঞ্জের চৌমুহনী মাদ্রাসায় স্বরাষ্ট্র উপদেষ্টার একান্ত সচিবের মতবিনিময়
  • কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি সদস্যর আকস্মিক মৃত্যু