শনিবার, মে ৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে সকল উন্নয়ন সম্পন্ন করা হবে: এমপি শাহীন চাকলাদার

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে নব-নির্বাচিত সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, সন্ত্রাসীদের কোন জায়গা কেশবপুরে হবে না। কেশবপুর হবে স্বস্তি আর শান্তির শহর। কেশবপুরে অগ্রাধিকার ভিত্তিতে সকল উন্নয়ন সম্পন্ন করা হবে। সকল উন্নয়ন কাজে আওয়ামী লীগর ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের সম্পৃক্ত করা হবে। সংগঠনকেও শক্তিশালী করা হবে। দলের মধ্যে চেইন অব কমান্ড বজায় থাকবে। কেশবপুর উপজেলাকে সকল ক্ষেত্রে মডেল উপজেলায় রূপান্তর করা হবে।

গতকাল কেশবপুর উপজেলা, পৌর ও ১১ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের সাথে উন্নয়ন প্রকল্প গ্রহণ বিষয়ে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় পৌরসভার কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগ নেতা রেজাউল ইসলাম, জিয়াউল হাসান হ্যাপী, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, এ্যাড. রফিকুল ইসলাম পিটু, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক সাবেক চেয়ারম্যান ইয়ার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সুফলাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মনি, ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বাবুল বিশ্বাস, যুগ্ম-আহ্বায়ক আব্দুল জব্বার, সাগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরো, সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক বি এম ইব্রাহীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক রফিকুল ইসলাম, মঙ্গলকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মনিমোহন, সাধারণ সম্পাদক কবীর হোসেন, পাজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার, গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ অরুণ কুমার দে, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক জি এম হোচেন, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ওবায়দুর রহমান ওহাব, যুগ্ম-আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত প্রমুখ।

মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের বিরুদ্ধে অভিযোগ

যশোরের কেশবপুর হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ উঠেছে।
জানা গেছে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের অতিরিক্ত দায়িত্ব হিসাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে ৩দিন কর্মরত থাকার কথা। কিন্ত প্রতিদিনই সকাল ৯ টায় তার কক্ষ তালাবদ্ধ থাকে। কখন তিনি আসে এবং কখন তিনি চলে যায় তা সুনিদ্রিষ্টভাবে কেউ বলতে পারেননি। এমনকি তার তত্ত্বাবধায়ক ও তার কোন খবর রাখেন না। যার ফলে ডাক্তার সাদিয়া রায়হানের বিরুদ্ধে অফিস ফাকি দেওয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের যশোরের উপ-পরিচালক ডাক্তার মনোয়ার হোসেনের সাথে তার ০১৭১২-০৭৫৮৬১ নং মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের অতিরিক্ত দায়িত্ব হিসাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে ৩দিন কর্মরত থাকার কথা শিকার করেন। তবে সপ্তাহে কোন ৩ দিন ডাক্তার সাদিয়া রায়হানের কেশবপুরে কর্মরত থাকার কথা তা তিনি সুনির্দিষ্ট ভাবে বলতে পারেননি। এব্যাপারে ডাক্তার সাদিয়া রায়হানের বক্তব্য নেওয়ার জন্য তার ব্যবহৃত ০১৯৮৫-১১৩৪৩৩ এবং ০১৯৯৪-৬৬৯৬২২ নং মোবাইলে কল করলেও তিনি রিসিভ করেননি।

গোলাঘাটা বায়তুন-নূর হাফিজিয়া মদ্রাসায় এ্যাড. মিলন মিত্রের আর্থিক অনুদান প্রদান

যশোরের কেশবপুর পৌরসভার গোলাঘাটা বায়তুন-নূর হাফিজিয়া মাদ্রাসায় পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক এ্যাড. মিলন মিত্র নগদ ১০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন। শুক্রবার সন্ধ্যায় আর্থিক অনুদান প্রদান উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলহাজ্ব মাওঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক এ্যাড. মিলন মিত্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী খন্দকার শফিউর রহমান, সুবোধমিত্র মেমোরিয়াল অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, কেশবপুর কওমী ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাবিবুল্লাহ, স্থানীয় আওয়ামীলীগ নেতা রুহুল কুদ্দুস, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাসার খান, স্বপন বিশ্বাস, হাসিব রায়হান, নারায়ণ চন্দ্র দাস, আসাদুজ্জামান, সোহেল রানা প্রমুখ।

কালোমুখো হনুমানদের রক্ষার্থে নবচেতনার বৃক্ষরোপন

নবচেতনা সামাজিক ম্বেচ্ছাসেবী সংগঠন ২০১০ হতে বৃক্ষরোপন, সামাজিক কর্মকান্ড এবং বাংলাদেশের লোক সংস্কৃতি প্রসারে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। নবচেতনার একটি গাছ একটি প্রাণ ক্যাম্পেইনের মূল উদ্দেশ্যে দেশীয় বিলুপ্তিপ্রায় গাছ সম্প্রসারন এবং জৈববৈচিত্র রক্ষা করা।
কার্যক্রমের ধারাবাহিকতায় নবচেতনা শনিবার যশোর জেলার কেশবপুর উপজেলাতে বিলুপ্তিপ্রায় কালোমুখো হনুমানদের খাদ্য সঙ্কট কমিয়ে আনা এবং আশ্রয়ের জন্য কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং কেশবপুর থানাতে ১২০ টি ফলজ গাছ রোপন করে।
কার্যক্রমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,আর সাঈদ।
নবচেতনার পক্ষে উপস্থিত ছিলেন নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মনির, প্রতিষ্ঠতা ও পরিচালক তুষার চক্রবর্তী, শ্যামল অধিকারী, মোঃ জামির হোসেন, মোঃ সোহাগ হোসেন, মাষ্টার শহিদুল ইসলাম এবং পুলিশ প্রশাসনের কর্মীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামল অধিকারী।
নবচেতনার প্রতিষ্ঠতা তুষার চক্রবর্তী বলেন, ইতিমধ্যে আমরা যশোরের বিভিন্ন স্থান এবং প্রতিষ্ঠানে ৭৫০ টি বিভিন্ন দেশীয় বিলুপ্তিপ্রায় ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপন করেছি যা ভবিষ্যতে পরিবেশের জন্য যেমন সহায়ক হবে, তেমনি বিভিন্ন পশুপাখির বাসস্থান স খাদ্যের যোগান সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, কেশবপুর থানাতে যেমন হাজারো পানকৌড়ি পাখি এবং বক নিরাপদে বসবাস করে, একই ভাবে কেশবপুরের কালোমুখো হনুমানদের প্রাকৃতিক ভাবে খাদ্যের যোগান সৃষ্টি এবং বাসস্থান তৈরীর মাধ্যমে আমরা ধরে রাখতে পারি এই প্রাচীন ঐতিহ্য।
নবচেতনার সভাপতি মনিরুজ্জামান মনির সংগঠনের পক্ষে সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে হনুমানদের অভয়আশ্রম গড়ে তোলার জন্য সামাজিক আন্দোলনের আহ্বান করেন।

একই রকম সংবাদ সমূহ

শনিবারও বন্ধ থাকবে যেসব জেলার স্কুল-কলেজ

দেশব্যাপী চলমান তাপপ্রবাহের কারণে স্কুল খুলতে দ্বিধাদ্বন্দ্বে কর্তৃপক্ষ। শনিবার মাধ্যমিক স্কুল খুলছে।বিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।বিস্তারিত পড়ুন

কেশবপুরে বাস-মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা

যশোরের কেশবপুর বাস, মিনিবাস ও ট্রাক মালিক সমিতির সাধারণ সভা ২ মেবিস্তারিত পড়ুন

  • অভয়নগরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস
  • বেনাপোলে বাস চাপায় সাইকেল আরোহী নিহত
  • যশোরের অভয়নগরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত
  • ‘নির্বাচনে কোনো অনিয়ম সহ্য করা হবে না’: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার ব্রি.জে. আহসান হাবিব খান
  • মরুর উত্তাপ যশোরে, দেশের সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
  • দেশের ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান সোমবার বন্ধ ঘোষণা
  • প্রচন্ড গরমে যশোরের রাজগঞ্জে বৃদ্ধের মৃত্যু!
  • শার্শার বাগআঁচড়ায় চাঁদাবাজির সময় গণধোলাইয়ের শিকার কথিত সাংবাদিক সোহাগ
  • তাপমাত্রা আরো বাড়তে পারে মে মাসে, সর্বোচ্চ হতে পারে ৪৪ ডিগ্রি
  • যশোরের তাপমাত্রা ৪১ ডিগ্রি, রাস্তার পিচ গলছে
  • খরতাপে পুড়ছে মনিরামপুর
  • দীর্ঘ ৫ দিন ছুটি শেষে যশোরের বেনাপোল বন্দরে কর্মব্যস্ততা