শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গাছের ভেতর থেকে বের হচ্ছে নারী কণ্ঠ!

গাছ নাকি কথা বলছে— এমন অলৌকিক গল্পের পেছনে ছুটে চলছেন অসংখ্য মানুষ। আর এ ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের গর্জিনা গ্রামে।

এমন অলৌকিক ঘটনা দেখতে ও গাছের সঙ্গে কথা বলতে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ।
তবে এটি নাকি জিনের কাণ্ড হতে পারে— এমনটি জানিয়েছেন স্থানীয় মসজিদের এক ইমাম।

জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের অজপাড়াগাঁও গর্জিনা গ্রাম। এ গ্রামের সৌদি প্রবাসী সবুর মিয়া। তার রয়েছে একটি গাছের বাগান। এলাকাবাসীর ভাষায়— বেশ কয়েক দিন আগে বিকালে ওই বাগানের একটি লম্বু (স্থানীয়দের ভাষায়) গাছ কাটতে যায় ওই গ্রামেরই জুয়েল মোল্লার ছেলে নিরবসহ (১০) কয়েকজন শিশু। শোনা যায়, তারা ধারালো অস্ত্র দিয়ে গাছটির গায়ে আঘাত করলে গাছটি নাকি কথা বলে ওঠে। এ সময় ওই শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে জানালে তারা গাছটি দেখতে আসেন। এ সময় তারা গাছের গায়ে কান পেতে রাখলে গাছের ভেতর থেকে মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনতে পান বলে জানান।

এরপর থেকে অলৌকিভাবে গাছ কথা বলে— এমনটি অপ্রচার ডালপালা ছড়াতে থাকে এলাকায়। বাতাসে ভাসতে ভাসতে তা এলাকার বাইরেও বেশ আলোড়ন সৃষ্টি করে। দলে দলে লোকজন আসতে থাকে, কেউ কেউ নানা মানতও করতে শুরু করেন। আর এমন খবরে কিছু মিডিয়া বা ইউটিউবার ভিড় জমান ওই এলাকায়। লোকজনও চাঞ্চল্যকর এ সংবাদটিকে সত্য ভেবে আসতে থাকেন গর্জিনা গ্রামে গাছটিকে দেখার জন্য। গাছটি দেখতে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন এসে ভিড় করতে শুরু করেন।

গাছ কথা বলে এমনটি শোনার পর সাধারণ মানুষ আসতে শুরু করলে একটি মহল গাছটির চারপাশে বাঁশ দিয়ে বেঁধে দেয়। পরে এটি একটি ব্যবসা উল্লেখ করে সেই বাঁশ ভেঙে দেন কিছু যুবক। গাছের গায়ে গোবর লেপার কারণে এক নারী অসুস্থ হয়ে পড়েছে বলেও দাবি করেন স্থানীয়রা। তবে অনেকেই গাছ কথা বলে এ কথা অস্বীকার করে এটি জিনের কাণ্ড হতে পারে বলে জানান।

সবুর মিয়ার আত্মীয় ও ডিশ ব্যবসায়ী ফরহাদসহ তার কয়েকজন বন্ধু দাবি করে বলেন, আমরা ওই গাছের সঙ্গে কানপাতার পর একটা মেয়ের কণ্ঠ শুনতে পাই। যেন মেয়েটি আর্তনাদ করছে। আবার কেউ কেউ শব্দ শুনে বলছেন— ক্লান্ত শরীর নিয়ে কোনো রোগী গলা দিয়ে যেমন শব্দ করে- সে রকম শব্দ হচ্ছে।

স্থানীয় রাঘদী ইউপির মেম্বার সাদ্দাম হোসেন, রাঘদী গ্রামের লিয়াকত হোসেন, টেকেরহাট সোহেল মাতব্বর, গর্জিনা গ্রামের ফরিদ মোল্লাসহ আগন্তুক ও কৌতূহলী মানুষ গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, কথা শোনার চেষ্টা করে শিশুরাও। এতে অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে— এটি অলৌকিক বলে দাবি করেন।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা জানান, এ ধরনের ঘটনাকে ইসলাম সমর্থন করে না। তবে জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হয়তো হচ্ছে।

এ বিষয়ে রাঘদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুর রহমান টুটুল বলেন, ওই গাছের কথা শুনতে প্রতিদিন শত শত লোক ভিড় করছেন। আমি মনে করি যারা গাছের কথা শুনেছেন, তাদের কথা বিশ্বাস করা যায় না। কিছু লোক অতিউৎসাহী হয়ে মানুষকে অলৌকিক ঘটনা বিশ্বাস করানোর চেষ্টা চালাচ্ছেন। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুসরাত শারমিন বলেন, এমনটা হতে পারে মানুষগুলো প্রথম যখন গাছে কান পেতেছিলেন, তখন আশপাশের কোনো শব্দকে তার অবচেতন মনে গাছের সঙ্গে মিলিয়ে ফেলেছেন। এরপর সেই ভ্রান্ত ধারণা বিশ্বাস করেন। আরও যারা কান পেতেছেন তাদেরও কানে এক ধরনের ভ্রম বা বিভ্রাট তৈরি হচ্ছে। গাছটির নাম আফ্রিকান মেহগনি। স্থানীয়ভাবে এটিকে লম্বু গাছ বলেও ডাকা হয়।

একই রকম সংবাদ সমূহ

অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!

দীর্ঘ তিন মাস ধরে অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ

বিডিআর বিদ্রোহ, হেফাজতের আলেম, সাংবাদিক সাগর-রুনি ও ইলিয়াস আলীসহ বিগত ১৭ বছরবিস্তারিত পড়ুন

সাবেক আইজিপি বেনজিরের স্ত্রীর ঘের থেকে মাছ চুরি, গ্রেফতার ৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সাবেক আইজিপি বেনজির আহম্মেদের স্ত্রী জিসান মির্জা ও মেয়েবিস্তারিত পড়ুন

  • শিশুরাই হবে আসল স্মার্ট, তারাই দেশ চালাবে : প্রধানমন্ত্রী
  • টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিবের শ্রদ্ধা
  • বেনজীরের সাভানা ইকো পার্কে এখন সুনসান নীরবতা!
  • বেনজীর হাজির না হলে দুদক কী ব্যবস্থা নেবে, জানালেন কমিশনার
  • সরকারের কর্মসূচিগুলো বাস্তবায়ন হলে কেউ গরিব থাকবে না : প্রধানমন্ত্রী
  • বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • ধৈর্য ধরুন, কিসসা আভি ভি বাকি হ্যায়: বেনজীর
  • শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ না দিতে অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • পঁচাত্তরের পর এবারই সবচেয়ে অবাধ-সুষ্ঠু নির্বাচন হয়েছে: প্রধানমন্ত্রী
  • মিয়ানমারের সংঘাতে সীমান্ত পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে আছে : মহাপরিচালক