রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামায়াতে ইসলামীর আনন্দ র‌্যালি ও শান্তি সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায় জামায়াতের কাছে আমানত

রফিকুল আলম, বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের পরপর চার বারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করে ভারতে অবস্থান নিয়েছেন। এই সরকারের ক্ষমতাধীন সময়ে প্রকাশ্যে কোন কর্মসূচি করতে পারেনি বাংলাদেশ জামায়াতে ইসলামী।

গত সোমবার শেখ হাসিনার দেশত্যাগের ঘটনায় সাতক্ষীরার কদমতলা বাজারে বৃহষ্পতিবার (৮ আগষ্ট) আসরের নামাজের পর আনন্দ র‌্যালি এবং শান্তি সমাবেশ করে জামায়াতে ইসলামী ইসলামী ছাত্র শিবির। দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত এই সমাবেশে বাঁধভাঙ্গা উল্লাস নিয়ে অংশ নেন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী ছাড়াও সাধারণ মানুষ।

কদমতলা বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাওঃ মিজানুর রহমান। সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আবদুল খালেক।

এছাড়াও বক্তব্য রাখেন ৩নং বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শহীদ হাসান , ১০ নং আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন, ক্বারী আকরামুজ্জামান, মাওঃ মনোয়ার হোসেন মোমিন, মাওঃ মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দসহ প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথি মুহাদ্দিস মাওঃ আবদুল খালেক বলেন, বিজয়ের এই আনন্দে অতিউৎসাহী হয়ে কেউ যেন আইনকে হাতে তুলে নিতে না পারে, সে জন্য সকলকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম কায়েমের জন্য, জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়বিচার কায়েমের জন্য, জামায়াত প্রতিষ্ঠিত হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য।

আমরা আওয়ামী শাসনের ১৬ বছরে আল্লামা সাঈদী, মাওলানা নিজামী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদসহ অসংখ্য নেতা-কর্মীকে হারিয়েছি। আমরা ১৬ বছরের এই নিষ্ঠুর অত্যাচার ভুলে যেতে চাই। কিন্তু মনে রাখবেন ২০০৯ সাল আর ২০২৪ সাল এক নয়। আর কোনো জামায়াত কর্মীর ওপর হাত তুলতে আসলে গোড়াসহ উপড়ে ফেলা হবে। আর কোনো পুলিশকে অত্যাচার করার সুযোগ দেয়া হবে না। কোনো অফিস-আদালতে দুর্নীতি করার সুযোগ দেয়া হবে না।

আপনারা সবাই যার যার অবস্থান থেকে দেশের জন্য দ্বীনের জন্য এগিয়ে আসুন। জামায়াতে ইসলামী বাংলাদেশ এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে চায়। আগামীতে সুযোগ আসছে, এ সুযোগের সদ্বব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, এ দেশের মাটি, এ দেশের মানুষ, এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় জামায়াতে ইসলামীর কাছে আমানত। জামায়াত এ আমানত শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রক্ষা করবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয় বার স্বাধীনতা অর্জন করেছে। তিনি আন্দোলনে নেতৃত্বদানকারীসহ সকলকে ধন্যবাদ জানান, যারা শাহাদত বরন করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। আহতদের সুস্থতা কামনা করেন। তিনি বলেন, এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। তিনি সকলকে হানাহানি লুটপাট এবং আগুন সন্ত্রাস বন্ধ করতে বলেন।

একই রকম সংবাদ সমূহ

কদমতলা বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে আইয়ুব সভাপতি, রফিকুল সম্পাদক

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : দীর্ঘ ১৫ বছর পর ব্যাপক- উৎসাহ উদ্দীপনার মধ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আবু জাফর সাতক্ষীরা: শনিবার ২৩ নভেম্বর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জমি না দেওয়ায় মিথ্যে মামলায় জড়িয়ে হয়রানি প্রতিবাদের সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটায় রেকর্ডীয় সম্পত্তির উপর দিয়ে চলাচলের রাস্তা দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সার্বিক গ্রাম উন্নয়ন সেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে ও আবু সাঈদ এর অর্থায়নে টিউবওয়েল প্রদান
  • কলারোয়ার মডেল মসজিদটি উদ্বোধনের আড়াই বছর পরও প্রস্তত হয়নি নামাজের জন্য
  • এমপি হয়ে অঢেল সম্পদের মালিক খুলনা-৬ আসনের বাবু
  • সাতক্ষীরা জেলা স্কাউটস’র কমিটি গঠন জেলা প্রশাসক সভাপতি, সম্পাদক জাহাঙ্গীর হোসেন
  • কামালনগর ঈদগাহ বাজার কমিটির দ্বি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত সভাপতি হাবিবুর – সম্পাদক – মিজানুর
  • তালায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় দেবু সরকার ক্লাব বিজয়ী
  • যশোরের শার্শায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময় সভা
  • তালায় কপোতাক্ষ নদী থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
  • কেশবপুরে পিএইচডি- ডিগ্রী অর্জনকারী প্রভাষক ডক্টর হাদীউজ্জামান সোহাগকে সংবর্ধনা প্রদান
  • নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার -১
  • সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শাহ আলম সভাপতি, ইমদাদুল সম্পাদক
  • চট্টগ্রাম পলিটেকনিকে সিট বরাদ্দ নিয়ে ছাত্রদল-শিবির মারামারি