দেবহাটার আরো খবর...
দেবহাটা প্রেসক্লাবে ইউএনও আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা


দেবহাটা প্রতিনিধি: উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে পদোন্নতি জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেছে দেবহাটা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবে সভাপতি মীর খায়রুল আলম, সহ-সভাপতি সুমন পারভেজ বাবু, সাধারণ সম্পাদক বায়েজিদ বোস্তামি উজ্বল, যুগ্ম সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এসকে ওভি, দপ্তর সম্পাদক এমএ মামুন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রব লিটু, উপদেষ্টা আব্দুল ওহাব, দৈনিক দৃষ্টিপাতের উত্তম রায় প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার দেবহাটায় দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন। সেই সাথে দেবহাটার উন্নয়নের তার এই অবদান স্মরনীয় হয়ে থাকবে বলে জানানো হয়।
দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় ও সভাপতিত্বে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, সরকারি কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জি, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ চন্দ্র মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্বল, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রভাষক ইয়াসিন আলী, বীরমুক্তিযোদ্ধা জামসেদ আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি আবিদ হাসান তানভীর প্রমুখ।
এসময় মাদক, চোরাচালান, বাল্যবিববাহ, ইফটিজিং প্রতিরোধে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করা হয়। একই সাথে দেবহাটা বাজারে গভীর রাত পর্যন্ত রশিদের চায়ের দোকানে মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের উপস্থিতির বিষয়ে তোলপাড় হয়। এছাড়া ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছে বলেও মিটিং আলোচিত হয়।
দেবহাটার ইউএনওকে চেয়ারম্যানদ্বয়ের বিদায়ী সংবর্ধনা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সকল ইউপি চেয়ারম্যানের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মইনুল ইসলাম, জেলা বিএনপির সদস্য মহিউদ্দীন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, কুলিয়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষ চন্দ্র মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোনায়েম হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক বায়জিদ বোস্তামি উজ্বল, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল, প্রভাষক ইয়াসিন আলী, বীরমুক্তিযোদ্ধা জামসেদ আলী, বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি আবিদ হাসান তানভীর, বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, পরিসংখ্যান অফিসার কাজী সিদরাতুল মুনতাহা, সমবায় কর্মকর্তা মনোজিত মন্ডল, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
দেবহাটায় ইন্টারফেস মিটিং
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা থানা পুলিশ ও সিভিএ সদস্যদের সাথে ইন্টারফেইস মিটিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে দেবহাটা এরিয়া প্রোগ্রাম, সুশীলনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপস্থিত থেকে বক্তব্য দেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী, দেবহাটা থানার এসআই তাজুল ইসলাম, ইয়াসমিন সুলতানা, সুশীলনের সিডিও মিজানুর রহমান ও আসাদুজ্জামান রিপন প্রমুখ। ইন্টারফেইস মিটিং এ থানার পুলিশের কর্মকর্তা, সিভিএ সদস্য সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় দেবহাটা থানায় নারী ও শিশুদের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি থানাতে হাজতিদের শিশুদের জন্য খেলা সামগ্রী, ব্রেস্ট ফিডিং কর্ণার, সুপেও পানি সরবার, ফাস্ট এইড বক্স স্থাপন, নারী ও শিশু অপরাধী বা অভিযুক্তদের জন্য একটি যানবহন ব্যবস্থা করার সহ বিভিন্ন সামগ্রী সরবাহের দাবি জানিয়ে অ্যাকশন প্ল্যান তৈরি হয়। সেটি কে বিভাবে এটি বাস্তবায়ণ করবে সেবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

দেবহাটায় হাদিপুর মাদ্রাসার কমিটির সভাপতি হলেন হাবিবুল্লাহ বাশার
দেবহাটা প্রতিনিধি: দেবহাটার হাদিপুর জগন্নাথপুর আহছানিয়া আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মনোনীতবিস্তারিত পড়ুন

দেবহাটার খলিশাখালি এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি
দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটার খলিশাখালি সহ আশেপাশের এলাকায় অপরাধ দমনের লক্ষে স্থায়ীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার পারুলিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সভা
জি.এম আবুল হোসাইন: সাতক্ষীরার জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের মাছ পারুলিয়া জেলিয়াপাড়াবিস্তারিত পড়ুন