বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে : কলারোয়ায় সাবেক এমপি হাবিব

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, নেতাকর্মীদের ধৈর্য্য সহকারে দলীয় কার্যক্রম চালিয়ে যেতে হবে। বিএনপির কোনো নেতাকর্মীর মধ্যে স্বৈরাচারী মনোভাব থাকলে চলবে না। সকলকে মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। ৩১দফা বাস্তবায়নে সকলকে দলীয় কর্মকাণ্ড নিষ্ঠার সাথে পালন করতে হবে। আগামি নিবার্চনে দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শালিশ বিচারের নামে দলবাজ, চাঁদাবাজি করা যাবে না, এমনকি কোন শালিস বৈঠক না করারও নির্দেশনা দেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় কলারোয়া পৌরসভা মিলনায়তনে কলারোয়া উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কামরুল হোসেন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিক ও শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা তোফাজ্জেল হোসেন সেন্টু, এমএ রব শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রবিউল ইসলাম, শহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুর রহমান মুকুল, ইব্রাহীম হোসেন, সাহাদাৎ হোসেন, মাফুজার রহমান খান চৌধুরী, মাস্টার আজিজুর রহমান, আশরাফুজ্জামান মন্টু, নাছির উদ্দীন, ডা. সিরাজুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মাস্টার আব্দুল মাজেদ, নুর ইসলাম, ডা. আব্দুল মজিদ, বাকিবিল্লাহ শাহী, রুহুল আমিন, সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর রাজু, শওকত হোসেন, উপজেলা যুবদল আহবায়ক আব্দুল হাকিম সবুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম আশরাফুজ্জামান পলাশ, যুগ্ম আহবায়ক প্রভাষক সালাহ উদ্দীন পারভেজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, উপজেলা কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদল আহবায়ক শাহাজালাল সাজুসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতারা।

এ সময় বক্তাবা সংগঠনের বর্তমান পরিস্থিতি ও আগামিতে করণীয় বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে কথিত শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত কারাগারে মৃত্যুবরণকারী ৪ নেতা, কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপি’র সভাপতি প্রয়াত শফিকুর রহমানের রুহের মাগফিরাত ও শারীরিকভাবে অসুস্থ সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, তাঁর সহধর্মিণী শাহানারা পারভীন বুকুল ও বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেনের জন্য দোয়া করা হয়।

দোয়ানুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জিকেএমকে পাইলট হাইস্কুল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন।

সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্যা।

এর আগে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল কলরােয়া পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে পৌরসভার গেটে আয়োজিত তাৎক্ষনিক পথসভায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব বলেন, ভারতীয় কিছু মিডিয়া মিথ্যা, প্রোপাগান্ডা ও গুজব ছড়িয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র দেখানোর অপচেষ্টা করছে। শেখ হাসিনার স্বেরতন্ত্রী মনোভাবের সাথে একাট্টা হয়ে ভারত কোন পদক্ষেপ নিলে বাংলার জনগণ প্রতিহত করবে। বাংলাদেশে সকল ধর্মের মতের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। কোন অন্যায়ের সাথে বাংলার মানুষ নত হতে রাজি নয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য জোরদারকরণে এডভোকেসি সভা

কলারোয়ায় শিশু ও মায়ের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দৈনিক স্পন্দনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে দৈনিক স্পন্দন এর ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করারবিস্তারিত পড়ুন

সাবেক এমপি হাবিবের সাথে মতবিনিময় করলেন কলারোয়ার চন্দনপুর কলেজের শিক্ষক-কর্মচারীরা

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাতক্ষীরা-১ আসনেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় রাজনৈতিক মামলার তালিকা সংগ্রহে কমিটি গঠন
  • লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধে কলারোয়াতে আরডিএফ’র মানববন্ধন
  • কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
  • শালিস বিচারের নামে কোন দখলবাজি, চাঁদাবাজি করা যাবেনা-কলারোয়ায় সাবেক এমপি হাবিব
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা
  • কলারোয়ায় চায়ের দোকান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা
  • কলারোয়ায় মাজলিসুল মুফাসসিরীনের আলোচনা সভা ও ডায়েরী বিতরণ
  • কলারোয়ায় জমি দখলের পায়তারা ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলারোয়ার ধানদিয়া মিশনে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
  • কলারোয়া প্রেস ক্লাবের আয়োজনে ‘কলারোয়া মুক্ত’ দিবস পালিত
  • গৌরবোজ্জ্বল ‘কলারোয়া মুক্ত’ দিবস উদযাপন