সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনগাজীর দ্বিতীয় চাটার্ড ফ্লাইটে ১৬০ জন

যুদ্ধবিধ্বস্ত লিবিয়া থেকে দফায় দফায় ফিরছেন প্রবাসীরা

আফ্রিকা মহাদেশ যুদ্ধবিধস্ত লিবিয়া থেকে অসুস্থসহ নানা সংকটে পড়ে দফায় দফায় দেশে ফিরছে অসহায় প্রবাসী কর্মীরা।যার অন্যতম দীর্ঘ করোনা মহামারির কারণে কাজের পরিসর হ্রাস ও অর্থনৈতিক বাজার মন্দা এবং বেকার প্রবাসী কর্মীরা দেশে ফিরতে বাধ্য হচ্ছে।

জানা গেছে,২৭ শে অক্টোবর মঙ্গলবার দুপুর দুইটার দিকে লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজি বেনিনা এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশ্যে ১৬০ জন যাত্রী নিয়ে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)।

এর আগে স্বাস্থ্য পরীক্ষাসহ সকল কার্যক্রম শেষে সোমবার ২৬ শে অক্টোবর সকাল ৬ঃ০০ ঘটিকার সময় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) এর মাধ্যমে দেশে ফিরতি সকল যাত্রীদেরকে বেনগাজীস্থ লিবিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির অফিস(তোয়ারগা ক্যাম্প)এ উপস্থিত হওয়ার পর বুকিং লাগেজ ও হ্যান্ড লাগেজ জমা দেওয়ার কথা বলা হয় এবং তা পরবর্তীতে সংগ্রহ করেন যাত্রীরা।এছাড়া,করোনা সতর্কতায় মাস্ক,হ্যান্ড গ্লাভস এবং কিছু সুকনা খাবার নিয়ে উপস্থিত থাকার জন্যেও কতৃপক্ষ থেকে বিশেষ ভাবে বলা হয় ফিরতি প্রবাসীদের।

জানা যায়, এর আগেও লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে অসহায় প্রবাসীদের দেশে ফিরতে বিশেষ ফ্লাইট পরিচালনা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)।

এছাড়াও,অসুস্থসহ বিপুল সংখ্যক অসহায় প্রবাসী দেশে ফেরার অপেক্ষায় রয়েছে বলেও জানা গেছে।আর এসব অসহায় প্রবাসীদের পাশে সিনিয়র প্রবাসী ইন্জিঃ মোঃ শাহাদাত হোসেনসহ লিবিয়ার পূর্বাঞ্চল বেনগাজীস্থ বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোক্তা ও উপদেষ্টা মোহাম্মদ জাহের এবং অন্যান্য সদস্যগন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) র প্রতিনিধিত্বে এ প্রবাস সেবামূলক কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানান সোসাইটির উদ্যোক্তা ও উপদেষ্টা(সিনিয়র প্রবাসী সেবক)মোহাম্মদ জাহের আলম।

দীর্ঘদিন ধরে সোসাইটির উদ্যোক্তা ও উপদেষ্টা মোহাম্মদ জাহের আলম ও ইন্জিঃ মোহাম্মদ শাহাদাত হোসেন ও অন্যান্য সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা( IOM ) এর বিশেষ সহযোগিতায় ওই দ্বিতীয় চাটার্ড ফ্লাইটসহ পরবর্তী কালে আরো অসহায় প্রবাসীদের দেশে ফিরতে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

এদিকে, ফিরতি প্রবাসী সুত্র বলছে,নানা সংকটে এসব প্রবাসী কর্মীদের খালি হাতে দেশে ফিরতে হচ্ছে।পরিবারের মুখে হাসি ফুটাতে চড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে বিদেশ (যুদ্ধবিধস্ত লিবিয়ায়) অভিবাসনের ব্যয়ের টাকাও তুলতে পারেনি এদের অনেকেই। অনেকেই দালালদের ধোকায় বাধ্য হয়ে লিবিয়ায় প্রবাস জীবনে পড়েন এবং চাকরি হারানোসহ নানা সংকটে থেকে দেশে ফিরতি এসব কর্মীর অভিভাবকদের কেউ কেউ ঋণের টাকা পরিশোধ করতে না পেরে বাড়ি ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে বলেও জানান অনেকেই।ভাগ্যের নির্মম পরিহাসে কেউ কেউ অসুস্থতার কারণে দেশে চলে যাচ্ছেন আর এসব অসহায় কর্মীরা নিজ কর্মসংস্থান খুলতে যেনো কোনো প্রকার হয়রানি ছাড়াই দ্রুত ঋণ পেতে পারে সে জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন ফিরতি বিপুল সংখ্যক প্রবাসীরা।

একই রকম সংবাদ সমূহ

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয়বিস্তারিত পড়ুন

১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

বাংলাদেশে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদানবিস্তারিত পড়ুন

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রধানবিস্তারিত পড়ুন

  • সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ
  • পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার: অ্যাটর্নি জেনারেল
  • উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা
  • মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশিদের জন্য চীনের ভিসা আবেদনের নতুন নির্দেশনা
  • জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
  • ফরিদপুরে অবরোধ না তুললে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাকসুর ২৫টি পদের ২০টিই শিবিরের দখলে, অন্য দলের বিজয়ী হলেন যারা
  • জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল
  • জাকসু কেন্দ্রীয় সংসদে বিজয়ী হলেন যারা
  • জাকসুর হল সংসদে ভিপি-জিএস হলেন যারা
  • রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ