শনিবার, মে ৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাজগঞ্জে বাড়তি দামে বিক্রি হচ্ছে সিলিন্ডার গ্যাস

 যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে বাড়তি দামে। নির্ধারিত দামের চেয়ে প্রায় ২০০ টাকা পর্যন্ত বাড়তি দরে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। অনেক ক্রেতা সিলিন্ডার গ্যাসের দাম শুনে হতাশ হচ্ছেন। কোনো দোকান থেকে সরকার কর্তৃক নির্ধারণ করা দামে ক্রেতারা সিলিন্ডার গ্যাস কিনতে পারছে না।
সরেজমিনে দেখা গেছে- রাজগঞ্জ বাজারের বিভিন্ন দোকানে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে বাড়তি দামে।
প্রাপ্ত তথ্যমতে- সরকারি ঘোষণা অনুযায়ী রান্নার গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪৯৮ টাকা। কিন্তু সরকারের এই ঘোষণা রাজগঞ্জ বাজারের গ্যাস সিলিন্ডারের দোকানদাররা কিছুতেই মানছে না। যার কারণে অতিরিক্ত দাম দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে যেয়ে হতাশ হচ্ছেন ক্রেতারা।
রাজগঞ্জ বাজারের বিভিন্ন সিলিন্ডার গ্যাস বিক্রির দোকানে গিয়ে দেখা যায়- প্রতি সিলিন্ডার ১৬০০-১৬৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা সরকার নির্ধারিত দরের চেয়ে প্রায় ২০০ টাকা বেশী।
নাম প্রকাশ না করার শর্তে একজন গ্যাসের দোকানদার জানিয়েছেন- সরকার সিলিন্ডার গ্যাসের খুচরা দাম নির্ধারণ করলেও, এজেন্টরা বেশি নিচ্ছে। তাই আমাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সরকার কতো টাকা নির্ধারণ করেছে তা আমাদের জানা আছে। এই বিক্রেতা আরও বলেন- সরকার নির্ধারিত দরে কোথাও গ্যাস পাবেন না। আমরা যেভাবে পাইকারী দরে এনেছি, ঠিক সেভাবেই বিক্রি করছি।
এদিকে সরকার নির্ধারিত দরে গ্যাস না পাওয়ায় অনেক ক্রেতাই হতাশা প্রকাশ করেছেন।
রাজগঞ্জ হাইস্কুলের শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন- গ্যাস কিনতে যেয়ে অবাক হয়েছি। সরকার নির্ধারিত দামের চেয়ে অন্তত ২০০ টাকা বেশী নিচ্ছে দোকানদাররা। যা আমাদের জন্য হতাশার বিষয়। এটি মেনে নেওয়া যায় না। বিষয়টি প্রশাসনের নজরদারিতে আনা প্রয়োজন।
সেলিম হোসেন নামের একজন বলেন- এদেশে কোনো জিনিসপত্রের দাম ঠিক নেই।  সরকার বলে এক রকম, দোকানদার বলে আরেক রকম। এটা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন- জিনিসের দাম কমলে, সেটা দোকানে আসে না কিন্তু যে জিনিসের দাম বাড়ে, সেটা দোকানে চলে আসে দ্রুত। যে কারণে ভোক্তারা প্রতিনিয়ত ঠকছে।
এদিকে সচেতন নাগরিক সমাজ বলছেন- সরকার নির্ধারণ করা দামে জিসিনপত্র বিক্রি না করা, এটা রীতিমতো দেশ বিরোধী আচরন। সরকারের ভাবমুর্তি নষ্ট করার পায়তারা। এটার বিরুদ্ধে প্রশাসনের প্রয়োজনী ব্যবস্থা নেওয়া উচিত।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে ধান ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।বিস্তারিত পড়ুন

প্রচন্ড গরমে যশোরের রাজগঞ্জে বৃদ্ধের মৃত্যু!

প্রচন্ড গরমে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আব্দুর রহমান (৬৫) নামের একবিস্তারিত পড়ুন

প্রচন্ড গরমে রাজগঞ্জে এক বৃদ্ধার মৃত্যু

হেলাল উদ্দিন, মণিরামপুর : প্রচন্ড গরমে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকায় আব্দুরবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ নিহত
  • মণিরামপুরের রাজগঞ্জে কুকুরের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী
  • রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত জনপ্রতিনিধির দাফন সম্পন্ন
  • খরতাপে পুড়ছে মনিরামপুর
  • মনিরামপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
  • মনিরামপুরে ঈদের দিন পানিতে ডুবে ও সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২
  • মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • মনিরামপুরে পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু
  • যশোরের রাজগঞ্জে বিদ্যুৎস্পর্শ্বে বৃদ্ধর মৃত্যু
  • মনিরামপুরের রাজগঞ্জে রমজানের মধ্যে বিদ্যুতের লোডশেডিং চরমে
  • মনিরামপুরে কলেজ শিক্ষার্থী সাবিনার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন