শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাণীসম্পদ দুই কর্মকর্তার বিরুদ্ধে ৩ কোটি টাকা লোপাটের অভিযোগ

সাতক্ষীরায় সরকারি দুই কর্মকর্তার বিরুদ্ধে বরাদ্দের প্রায় তিন কোটি টাকা নয়ছয় করার অভিযোগ উঠেছে। জানা গেছে, সাতক্ষীরা জেলা ব্যাপী বিভিন্ন উপজেলা পর্যায়ে প্রাণীসম্পদ অফিসের মাধ্যমে খামারিদের গরু, ছাগল, হাস, মুরগীর ঘর তৈরির নিমিত্তে বরাদ্দকৃত টাকা দিয়ে নিন্মমানের ঘর তৈরি এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামে গরু বিতরণের নামে টাকা আত্নসাত সহ বিস্তর অভিযোগ এনে মনিরুল ইসলাম নামে এক ভুক্তভোগী খামারি সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত কর্মকর্তারা হলেন, সাতক্ষীরা জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম.মাহাবুবুর রহমান ও জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা.বিপ্লবজিৎ কর্মকার।
অভিযোগ সুত্রে জানা যায়, এক বছরের বেশি জেলা প্রাণিসম্পদ অফিসার ও তার দুই বছর আগে উপপরিচালক, কৃত্রিম প্রজনন হিসাবে সাতক্ষীরায় যোগদান করেন ডাঃ মাহাবুবুর রহমান। যোগদানের পর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হওয়া স্বত্ত্বেও আশাশুনি, দেবহাটা ও শ্যামনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার দায়িত্ব গ্রহণ করেন। গত ২০২৩-২৪ অর্থবছরে অতিরিক্ত একটি উপজেলার দায়িত্বে থাকার সুযোগে বিভিন্ন প্রকল্পের ও রাজস্বের আনুমানিক ৩ কোটি টাকা বরাদ্দ আসলেও বেশিরভাগ অর্থ সংশ্লিষ্ট কাজে ব্যয় না করে সিংহভাগ টাকার নয়ছয় করেন। ডা.মাহাবুবুর রহমান ও ডাঃ বিপ্লবজিৎ কর্মকার সরকারি বরাদ্দের টাকা নয়ছয় করে নিজেরাই পকেটস্থ করেছেন। এছাড়া ২০২২-২৩ ও ২৩-২৪ অর্থবছরে বিভিন্ন প্রকল্পের পশুপাখির ঘর নির্মানের ৩৫ লক্ষ টাকা বরাদ্ধ আসে। বরাদ্দকৃত টাকা থেকে অতি নিম্নমানের গরু, মুরগি, ছাগল ও হাঁসের ঘর তৈরি করে বাকি ২৫ লক্ষ টাকা আত্মসাৎ করেন। চলতি বছরে বিভিন্ন উপজেলা পর্যায় ছাগল ঘরের টাকা চেকের মাধ্যমে প্রদান করার কথা থাকলেও খামারিদের কাছ থেকে নিজস্ব একটি সিন্ডিকেটের মাধ্যমে গ্রাহক প্রতি ৫-৭ হাজার টাকা হাতিয়ে নেয়। সরকারি বরাদ্দের ৩ কোটি টাকার নয়ছয় করে সেই টাকা দিয়ে রাজধানীর ঢাকার অভিজাত এলাকায় আলিশান ফ্লাট নির্মান, নামে বেনামে অঢেল সম্পদ, ব্যাংক ব্যালেন্স থাকার গুঞ্জন রয়েছে ডাঃ মাহাবুবুর রহমান এর বিরুদ্ধে। এছাড়া ডাঃ বিপ্লবজিৎ কর্মকার খুলনা শহরে ৩ তলা বিলাসবহুল কোটি টাকার বাড়ি নির্মান শেষ করেছেন বলে একাধিক সুত্র দাবি করেছে।
এদিকে, সাতক্ষীরার সন্তান উপপরিচালক কৃত্রিম প্রজনন, বাগেরহাট অফিসে দায়িত্বরত ডাঃ জয়দেব কুমার সিংহ নামে এক কর্মকর্তা জানান, মাহাবুব স্যার যোগাদান করার পর বিভিন্ন উপজেলার নির্দিষ্ট মাঠকর্মীর মাধ্যমে খামারির কাছ থেকে টাকা কালেকশন করে ভাগ বাটোয়ারা করতেন ডাঃ বিপ্লবজিৎ ও জেলা প্রাণিসম্পদ অফিসার। এসব দূর্নীতি এবং অপকর্মে সরাসরি সহযোগিতা করে থাকেন দেবহাটা উপজেলার শরিফুল, আশাশুনি উপজেলার নিতাই ও অন্যান্য উপজেলার অফিস সহকারী ও মাঠকর্মীরা। এসব বিষয় কেউ কোন প্রতিবাদ করলে ডাঃ মাহাবুব ও ডাঃ বিপ্লবজিৎ এর নেতৃত্বে কর্মচারীদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন সহ শান্তি স্বরূপ অন্যাত্রে বদলি করানোর অভিযোগ রয়েছে। এসব কুকর্মের মাস্টারমাইন্ড হিসাবে পরামর্শদাতা ও বাস্তবায়নদাতার কাজ করতো ডাঃ বিপ্লবজিৎ। তার হুকুম ছাড়া কোন কাজই ডাঃ মাহাবুবুর রহমান করতে পারতো না বলে সবাই জানতো। তিনি অফিসে সার্বক্ষনিক না থেকে অফিস চলাকালিন সময় খামারিদের বাসায় গিয়ে চিকিৎসার নামে জোর জুলুম করে খামারি প্রতি ৪ থেকে ৫ হাজার টাকা আদায় করতো। টানা ১৫/১৮ বছর সাতক্ষীরা জেলায় চাকুরির সুবাদে ডাঃ বিপ্লবজিৎ হয়ে উঠেন বড় মাপের দূর্নীতিবাজ এবং স্বৈরাচারী। ধরাকে তিনি সরা জ্ঞান করতেও দ্বিধা বোধ করেনা। অভিযোগ আছে, ডাঃ বিপ্লবজিৎ এর শেল্টারে ডাঃ মাহাবুব দূর্নীতিতে সক্রিয় হয়ে ওঠে। সরকারি দুই কর্মকর্তার বেপরোয়া দূর্নীতিতে সচেতন মহল সহ সুশীল সমাজের ব্যক্তিদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামে ৮০ টি গরু দেওয়ার কথা হয়। এ সকল গরু প্রদানের জন্য প্রতিটি খামারিদের নিকট থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা দূর্নীতিবাজ দুই কর্মকর্তার মিডিয়া হয়ে নিতাই নামে এক মাঠকর্মীর মাধ্যমে হাতিয়ে নেয়। তাদের এসব অপকর্মে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন কর্মচারীদের বিরুদ্ধে শোকজ না হলেও রীতিমতো বদলী করে জোরপূর্বক কর্মস্থল ছাড়তে বাধ্য করেন দূর্নীতি গ্রস্ত দুই কর্মকর্তা।

এ বিষয় সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস, এম, মাহাবুবুর রহমান মুঠোফোনে আলাপকালে বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা।

এ বিষয় সাতক্ষীরা জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডাঃ বিপ্লবজিৎ এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টা কালে আলাপ কলটি গ্রহণ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ঘটনায় ভুক্তভোগী খামারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনার পাশাপাশি দূর্নীতিবাজ দুই কর্মকর্তার শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

উদারতার উদ্যোগে ভাঙনকবলিত এলাকায় রান্না করা খাবার বিতরণ

বে‌ড়িবাঁধ ভাঙ‌নে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের নায়াখালী ও বল্লভপুর এলাকারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিষ্টারের সাথে মত বিনিময়

নিজস্ব প্রতিবেদব: কলারোয়া আলিয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিষ্টারের সাথে মতবিস্তারিত পড়ুন

গণতন্ত্র ও উন্নয়নের বার্তা নিয়ে শ্যামনগরে ঈদ পরবর্তী কুশল বিনিময়ে যুবদল নেতা আমিন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগরে ঈদ পরবর্তী কুশল বিনিময় করেছেন কেন্দ্রীয় ছাত্রদলেরবিস্তারিত পড়ুন

  • তালার খলিলনগরে বন্ধু আলাপণ-এসএসসি ব্যাচ ১১ পুনর্মিলনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ
  • কলারোয়ায় শরবত বিক্রি করে চলে আলামিনের জীবন সংগ্রাম
  • সাতক্ষীরার ধুলিহরে ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র একজনকে কুপিয়ে হত্যা, আটক দুই
  • তালায় অসুস্থ বিএনপি নেতাকে দেখতে গেলেন সাবেক এমপি হাবিব
  • কলরোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাধনডাঙা গ্রামে গ্রামীণ খেলা দেখলো নতুন প্রজন্ম
  • পাটকেলঘাটা আল আমিন ফাজিল মাদ্রাসা’ ৪০বর্ষ পূর্তিতে মিলনমেলা
  • সাতক্ষীরার পরিবহণ কাউন্টার গুলিতে সেনাবাহিনীর আকস্মিক অভিযান
  • সাতক্ষীরার ডিবি ইউনাইটেড হাই স্কুলে ৯৭ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শ্যামনগরে পরিবহন কাউন্টার পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় মদপানে তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮