সাতক্ষীরায় যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষায় সক্ষমতা অর্জন বিষয়ক কর্মশালা
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো রক্ষায় অধিকতর সক্ষমতা অর্জন, বাল্য বিবাহ বন্ধসহ বিষয়ক এক সমাপনি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রকল্পটির মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করছে উত্তরণ, কারীগরি সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং অর্থায়নে- গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা। প্রকল্প সমন্বয়কারী আফরোজা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শোয়াইব আহমাদ।
বিশেষ অতিথি হিসাবে সাইকোল্িজস্ট সুপ্রাভাইজার রুমানা রফিক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরহাদ জামিল, সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার আজিজুল ইসলাম, সদর থানার উপ পুলিশ পরিদর্শক এসে এম শামীম আক্তারসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা মাঠ পর্যায়ে এই প্রকল্প বাস্তায়নের সফলতা তুলে ধরেন। স্বাস্থ্য ব্যবস্থার শক্তিশালীকরণের মাধ্যমে কিশোরী এবং জেন্ডার বান্ধব যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং বাল্য ও জোরপূর্বক বিবাহ সংক্রান্ত তথ্য ও সেবা নিশ্চিত করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। কমিউনিটিতে পিয়ারগ্রুপ ইয়ুথ গ্রুপ, মেনকেয়ার গ্রুপ, ধর্মীয়নেতাদের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করেন। এই প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও বাগেরহাট জেলার ১০ থেকে ২৪ বছর বয়সী কিশোর – কিশোরী এবং যুবক- যুবতীদের যৌন-প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো রক্ষায় অধিকতর সক্ষমতা অর্জন, বাল্য বিবাহ বন্ধ, বিদ্যালয়ে ওয়াশ ব্যবস্থা পুনঃনির্মানসহ উপকরণ প্রদান।
এছাড়াও কমিউনিটি ক্লিনিকের সেবার মান উন্নয়নের জন্য স্বাস্থ্য কর্মীদের বিভিন্নধরণের প্রশিক্ষণপ্রদান, কমিউনিটি ক্লিনিকে এ্যাডলসেন্ট কর্ণার প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধরণের উপকরণ বিতরণ এবং পুনঃনির্মান কাজ ইত্যাদি। কমিউনিটিতে পিয়ারগ্রুপ ইয়ুথ গ্রুপ, মেনকেয়ার গ্রুপ, ধর্মীয়নেতাদের মাধ্যমে সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়নসহ বিভিন্ন বিষয়ে নিয়ে কাজ করেছে। প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী- ২০লাখ ৩ হাজার ৫৫৭ জন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)