বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে চলছে করোনার ইনজেকশন বাণিজ্য!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কতিপয় ডাক্তার করোনা আক্রান্ত রোগির চিকিৎসা নিয়ে রিতিমতো বানিজ্য শুরু করেছে বলে অভিযোগ উঠেছে। করোনা আক্রান্ত রোগি পেলেই কতিপয় অসাধু ওই চিকিৎসক Advixa-40 নামের ইনজেকশন দেয়ার পরামর্শ দিচ্ছেন, যার প্রতিটার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। ভুক্তভোগীরাই এসব অভিযোগ তুলেছেন।

এটি শুধু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, খোঁজনিয়ে জানাগেছে সাতক্ষীরার অন্যান্য সরকারি ও বেসরকারি হাসপাতালের পতিপয় অসাধু চিকিৎসক প্রয়োজন ছাড়াই উচ্চমূল্যের এসব ওষুধ করোনা রোগির জন্য পরামর্শ দিচ্ছেন। আর রোগি ও তার স্বজনেরা উচ্চমূল্যের এসব ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন।

মেডিসিন বিশেষজ্ঞরা বলছেন, Advixa-40 নামের ইনজেকশন জটিল বাতের রোগিদেরকে সাধারনত দেয়া হয়ে থাকে। এটি করোনা রোগির জন্য কার্যকর কোন ওষুধ নয়। কিছু কিছু ওষুধ কোম্পানি সুযোগবুঝে কতিপয় ডাক্তারকে নানা সুযোগ-সুবিধা, প্রোলোভন দেখিয়ে তাদের মাধ্যমে উচ্চমূল্যের এধরনের ওষুধ করোনা রোগির শরীরে পুশ করছে। যা ওই রোগির জন্য আদৌ প্রয়োজন নয়।

সাতক্ষীরার একাধিক ডাক্তারের ( মেডিসিন বিশেষজ্ঞ ) সাথে কথা বলে জানা গেছে, করোনা প্রতিষেধক কোন ওষুধ এখনো আবিস্কার হয়নি। সাধারণত করোনা বা করোনা উপসর্গ জ্বর, সর্দি, কাশি দেখা দিলে নাপা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে। সাথে কিছু এন্টিবায়োটিক । এতেই ৯০ ভাগ করোনা রোগি সুস্থ্য হয়ে যাচ্ছেন। বাকী ১০ ভাগ করোনা আক্রান্ত রোগি জটিলআকার ধারন করলেও মৃত্যুর হার ১ থেকে ২ ভাগের বেশি নয়। তারা আরও বলেন, জটিল করোনা রোগির ক্ষেত্রে Advixa-40 ইনজেকশন বা এ জাতীয় অন্য কোন কোম্পানির দামি ওষুধ দেয়ার পরামর্শ দেয়া যেতে পারে। তবে করোনা পজেটিভ রোগি হলেই তাকে নামি-দামি ওষুধ দেয়ার পরামর্শ দেয়া বাণিজ্য ছাড়া আর কিছুই নয়। তবে সবাই নয়, সাতক্ষীরার কতিপয় চিকিৎসক এ ধরনের পরামর্শ দিচ্ছেন বলে আমরাও শুনেছি। বিনিময়ে তারা ওষুধ কোম্পানির কাছ থেকে সুবিধা নিচ্ছেন। এটি খুবই অমানবিক।

এ ব্যাপারে কথা বলার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা: কুদরত-ই-খোদার সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি মোবাইল রিসিভ করেননি।

সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে জেলায় এ পর্যন্ত ২ হাজার ৩৭৬ জন করোনা পজেটিভ রোগি সনাক্ত হয়েছে। এই মুহুর্তে করোনা পজেটিভ রোগি রয়েছে ৬৯৬ জন। এদেরমধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন। বাকীরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। পরিসংখ্যান বলছে ইতোমধ্যে ১ হাজার ৬৮০ জন রোগি সুস্থ্য হয়েছেন। এদের অধিকাংশই ঘরোয়া চিকিৎসা বা টোটকা চিকিৎসায় সেরে উঠেছেন। সঙ্গত কারনেই প্রশ্ন উঠেছে, তাহলে কেনো প্রয়োজন ছাড়াই ১৫ হাজার টাকা মূল্যের ইনজেকশন পুশ করতে হবে? সৌজন্যে : ভয়েস অব সাতক্ষীরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

নিজস্বপ্রতিনিধি : ” জ্ঞান-বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়” এই শ্লোগানকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব

নিজস্ব প্রতিনিধি : শীত মানেই যেন নতুন ধানের চাল গুঁড়ার দাদি- নানিরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!

মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা। অর্থনৈতিক অসচ্ছলতা ও দারিদ্রতার কারণে মেয়েরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা
  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে
  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা
  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ