সোমবার, মে ৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোমবার অথবা মঙ্গলবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সোমবার অথবা পরের দিন মঙ্গলবার একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর ঘূর্ণিঝড় ‘মোচা’ ও এর গতিপথ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তরের আগের তথ্য অনুযায়ী, রবিবার লঘুচাপটি সৃষ্টি হওয়ার কথা ছিল। কিন্তু সেই অবস্থান থেকে সরে এসেছে অধিদপ্তর। এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই আমরা নতুন কোনো তথ্য দিচ্ছি না। এতে মানুষ বিভ্রান্ত হতে পারে। এর আগে আমরা বলেছিলাম, রবিবার (আজ) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। কিন্তু এখন দেখা যাচ্ছে, এটি বিলম্বিত হচ্ছে। লঘুচাপটি সৃষ্টি হওয়ার পর ঘূর্ণিঝড়ের বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।’

পুরো বিষয়টি এখনো ‘দোদুল্যমান’ অবস্থায় আছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘আগে লঘুচাপটি সৃষ্টি হতে হবে। এটি সুস্পষ্ট লঘুচাপ ও নিম্নচাপে রূপ নেওয়ার পর ঘূর্ণিঝড় ও এর গতিপথ সম্পর্কে মোটামুটি ধারণা মিলবে।’

কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ গত শুক্রবার ফেসবুকে জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোচা’ কোন জায়গার ওপর দিয়ে উপকূল অতিক্রম করবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। ঘূর্ণিঝড় মোচা মিয়ানমার উপকূল থেকে শুরু করে ভারতের ওড়িশা উপকূলের যেকোনো জায়গা দিয়ে স্থলভাগে আঘাত করতে পারে। মোটামুটি নিশ্চিত হওয়ার জন্য অন্তত আজ রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগসহ ঢাকা, মাদারীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, দিনাজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাঁদপুর, ফেনী ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস।

একই রকম সংবাদ সমূহ

ইয়াবা সেবন করে শিশু-বৃদ্ধদের পেটাতেন মিল্টন: হারুন

‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ইয়াবা সেবন করেবিস্তারিত পড়ুন

প্রাথমিকে মঙ্গলবার থেকে স্বাভাবিক রুটিনে ক্লাস

তীব্র তাপপ্রবাহের কারণে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গত কয়েকদিন সারাদেশের প্রাথমিক বিদ্যালয়েবিস্তারিত পড়ুন

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুর পর শূন্য হওয়া আসনে আগামীবিস্তারিত পড়ুন

  • দেশব্যপী বাংলালিংক-এর বিনামূল্যে পানি ও স্যালাইন বিতরণ
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগ কোনো সংঘাতে নেই: ওবায়দুল কাদের
  • ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন
  • ‘এটি শুধু আমি বলছি না, সাংবাদিক বন্ধুরাও বলেন’
  • প্রভাবশালীরা উপজেলা নির্বাচনে প্রভাব খাটালে ব্যবস্থা নেওয়া হবে: ইসি রাশেদা
  • এমপি হিসেবে পাওয়া সরকারি বরাদ্দ কেন ফেসবুকে শেয়ার করেন, জানালেন ব্যারিস্টার সুমন
  • ফের বাংলাদেশে প্রবেশ করলো ৩৬ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ
  • মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডিবিতে ডাকা হয়েছে: হারুন
  • রাজউকের প্লট-ফ্ল্যাট বরাদ্দ নিয়ে নতুন বিধিমালা
  • বৃষ্টিপাতের সম্ভাবনা, কাল থেকে কমতে পারে তাপমাত্রা
  • এসএসসি পরীক্ষার ফল ১২ মে
  • বিএনপি নেতারা বেগম জিয়ার আইনি পথে ব্যর্থ, রাজপথে আন্দোলনেও ব্যর্থ : ওবায়দুল কাদের