রবিবার, নভেম্বর ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্কুলে রাতের জুয়ার বোর্ড ও দেহ ব্যবসা: তদন্তে প্রমাণিত, দপ্তরী চাকরিতে বহাল

নিজস্ব প্রতিনিধি: যশোরের শার্শার বাগুড়ী কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতের অনৈতিক কার্যক্রম, দেহ ব্যবসা, জুয়ার বোর্ড ও আনুষঙ্গিক ব্যবসা চালানোর ঘটনায় দপ্তরী (নৈশপ্রহরী) কামরুজ্জামানের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসী বহুবার লিখিত অভিযোগ করেছেন। বিদ্যালয় কতৃপক্ষ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর সম্পন্ন করা ওই অভিযোগে ৪৮ জন অভিভাবক ও সচেতন নাগরিক স্বাক্ষর করেছেন।

স্থানীয়রা জানায়, অভিযোগের বিষয়ে গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির কাছে কামরুজ্জামান সমস্ত কৃতকার্য স্বীকার করেছেন। কমিটির তদন্ত প্রতিবেদন অনুযায়ী দায় কিছু মাত্রায় প্রমাণিত হওয়ায় তাকে চাকরিতে বহাল রাখার প্রস্তাব করা হয়; কিন্তু গ্রামবাসীর কিছু পক্ষ দাবি করেন—স্থানীয় মাতব্বরদের তথা প্ররোচনায় এবং মোটা অংকের টাকার বিনিময়ে তাকে ক্ষমা করে স্বপদে রাখা হয়েছে। তদন্ত প্রতিবেদন ও কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মাত্র ২০ হাজার টাকা জরিমানা করা হলেও চাকরিতে বহাল রাখা হয়েছে বলে জানা যায়।

বিদ্যালয় প্রধান শিক্ষক ফরিদা আক্তার জানান, তদন্ত কমিটির কাছে অভিযুক্ত তার অপরাধ স্বীকার করে এবং এলাকাবাসীর অনুরোধে তাকে ঊল্লেখিতভাবে ক্ষমা করা হয়েছে। তিনি বলেন, তদন্তে সব কিছু প্রমাণিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিক্ষার্থীদের নিরাপত্তা ও বিদ্যালয়ের সুনাম বজায় রাখা।

শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু বলেন, তদন্ত প্রতিবেদনে অভিযোগ আংশিক প্রমাণিত হয়েছে এবং কমিটি তাকে সাধারণ ক্ষমার সুপারিশ করে জানিয়েছে। তিনি বলেন, নতুন করে অভিযোগ ও তথ্য এলে আমি পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক দাবি করেছেন, একটা প্রাথমিক বিদ্যালয়ে রাতের অনৈতিক কার্যক্রম, দেহ ব্যবসা, জুয়ার বোর্ড, ও আনুষঙ্গিক ব্যবসা ঘটনার সঙ্গে জড়িতদের রাজনৈতিক প্রভাব ও ম্যানেজমেন্টের কারণেই শাস্তি নিতে ব্যর্থতা দেখা দিয়েছে; তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই; তবে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি আরও বলেছেন, যদি অভিযোগ প্রমাণিত হয়, কঠোর ব্যবস্থা নেওয়ার আর কোনো সুযোগ থাকা উচিত নয়।

স্থানীয়দের অসন্তোষ এবং অভিযোগ নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত বিষয়টি এলাকায় সক্রিয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছে। বর্তমানে অভিযুক্ত কামরুজ্জামান তার অপরাধ স্বীকার করে মাফী চেয়েছেন এবং এলাকাবাসী ও কিছু শিক্ষা কর্মকর্তা তাকে ক্ষমা করেছেন, তবে গ্রামের অনেকে ও অভিভাবকরা দৃষ্টান্তমূলক বিচার না হলে সন্তুষ্ট নন এবং পুনরায় সুস্পষ্ট ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণ ভোটারদের দোয়া চাইলেন মফিকুল হাসান তৃপ্তি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যশোরের শার্শাবিস্তারিত পড়ুন

শার্শায় মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

শাহারুল ইসলাম রাজ : যশোরের শার্শায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেকবিস্তারিত পড়ুন

তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিবেন’ তাকেই বিজয় করতে হবে : খায়রুজ্জামান মধু

যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোবিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির কর্মি সমাবেশ
  • যশোরের শার্শায় ট্রেনে কাটা পড়ে একজন নিহ*ত
  • শার্শায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশে জনতার ঢল
  • শার্শায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
  • বেনাপোলে ডোবা থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগ*লিত লা*শ উ*দ্ধার
  • রাষ্ট্র কাঠামো লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়নে শার্শার গোগায় উঠান বৈঠকে : তৃপ্তি
  • শার্শায় মহিলা দলের উঠান বৈঠকে হাজারো নেতা-কর্মীর ঢল
  • শার্শায় ওয়ারেন্ট ভুক্ত চিহ্নিত মাদক সম্রাট জাহান গ্রেফতার
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগর
  • শার্শার কায়বায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩
  • শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মর*দেহ উ*দ্ধা*র