বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

হ্যামারের ধাক্কায় দুর্নীতিবাজদের সঠিক পথে আনতে হবে: নজরুল ইসলাম

সাতক্ষীরার ভূমিহীন আন্দোলনসহ নাগরিক অধিকার ভিত্তিক বিভিন্ন আন্দোলনের নেতা, বিশিষ্ঠ রাজনীতিবীদ, ভাষা সৈনিক এড. আব্দুর রহিমের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পুরাতন ভবনে এ উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজাহার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, জাসদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্ঠা কাজী রিয়াজ, জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা বাসদের সংগঠক এড. শেখ আজাদ হোসেন বেলাল, জাতীয় পাটির নেতা আনোয়ার জাহিদ তপন, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সিপিবি’র সভাপতি কমরেড আবুল হোসেন, বাংলাদেশ জাসদের জেলা সাধারণ সম্পাক প্রভাষক ইদ্রিশ আলী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী, জেলা জাসদের সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক কায়সারুজ্জামান হিমেল প্রমুখ।

স্মরণ সভা পরিচালনা করেন জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নুর খান বাবলু এবং স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও যখন সারা বিশ্ব মারাত্মক অর্থনৈতিক সংকটে নিমজ্জিত তখন আমাদের দেশে উন্নয়নের গতি অব্যাহত রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী আন্তরিক হলেও আমরা অনেকে দুর্নীতিগ্রস্ত। আজ রিজেন্টের সাহেদের মত কুলাঙ্গাররা দেশের ভাবমুর্তি নষ্ট করছে। স্বাস্থ্যের গাড়ি চালক শত শত কোটি টাকার মালিক। স্বাস্থ্য বিভাগ ওয়াপদার দুর্নীতির কথা একটা শিশুও বলতে পারে। অনেক জনপ্রতিনিধিরা দুর্র্নীতি করছে। রিলিফের চাল চুরি করে খাচ্ছে।

তিনি হ্যামারের মাধ্যমে ধাক্কা দিয়ে জনপ্রতিনিধি ও আমলাদের সঠিক পথে পরিচালিত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এব্যাপারে প্রয়াত আব্দুর রহিমের জীবন ও কর্ম হতে শিক্ষা নেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, যেখানেই অন্যাই সেখানেই ছিলেন আব্দুর রহিম। সারা জীবন তিনি সাধারণ খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে গেছেন।

স্মরণ সভার অন্যান্য বক্তারা বলেন, আজ জলাবদ্ধতায় সাতক্ষীরা শহরের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। বেড়িবাঁধ ভেঙে বহু এলাকায় জোয়ার-ভাটা প্রবাহিত হচ্ছে। শহরে খাল খননের নামে শত শত ব্যবসায়ীকে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে। দুই একজন জনপ্রতিনিধির লাগামহীন দুর্নীতি সাতক্ষীরার বহু মানুষকে সর্বশান্ত করছে। চর দখলের মত বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দখলে বেপরোয়া হয়ে উঠেছে। টয়লেট-বাথরুম পর্যন্ত নিস্তার পাচ্ছেনা। টাকা ছাড়া কোন শিক্ষক নিয়োগ হচ্ছে না।

সর্বত্রে হাতে গোনা মুষ্টিমেয় ব্যক্তির এই অন্যায় সকলে মুখ বুজে সহ্য করছে উল্লেখ করে বক্তারা বলেন, এড. আব্দুর রহিমের মত মানুষেরা বেঁচে থাকলে এমন অবস্থায় তারা মুখ বুজে ঘরে বসে থাকতেন না।

বক্তারা সাতক্ষীরার সকল অন্যাই অনচারের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

স্মরণসভা থেকে সাতক্ষীরা জেলা উন্নয়নে জেলা নাগরিক কমিটি ঘোষিত ২১ দফা দাবীর স্বপক্ষে জোর আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন

জি এম আল ফারুক, আশাশুনি: “প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এইবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভুয়া ওয়ারেশ কায়েম দিয়ে মিউটেশন করার অভিযোগ

ওমর ফারুক বিপ্লব: সাতক্ষীরায় পৌর ১নং ওয়ার্ডের কাটিয়ার গদাইবিলে ভুয়া ওয়ারেশ কায়েমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা সদরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন মশিউর রহমান বাবু
  • কালিগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন
  • দেবহাটায় ইছামতি নদীরপাড় কেটে পাইপ বসিয়ে মৎস্য পয়েন্ট তৈরি, ঝুঁকিতে বেড়ি বাঁধ
  • দেবহাটায় স্পন্সরশীপ শিশুদের জন্মদিন পালন
  • শ্যামনগরে স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত
  • তালায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরা মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদ্যাপন
  • সাতক্ষীরায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী’র উদ্বোধ
  • পাটকেলঘাটায় ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা আইন শৃংখলা মাসিক মিটিং
  • সাতক্ষীরা জেলা মৎস্যজীবী লীগের সভাপতি’র মৃত্যুতে সাবেক এমপি রবি’র শোক
  • সাতক্ষীরা জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা