মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১৩ আগস্টের কর্মসূচি সফল করতে কলারোয়ায় শিক্ষকদের প্রস্তুতিমূলক সভা

কামরুল হাসান।। কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের কর্মসূচি সফল করতে প্রতিষ্ঠান প্রধানদের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় সমিতি’র নিজস্ব ভবনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমানুল্যাহ আমান।

সভায় আগামী ১৩ আগস্ট বুধবার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট আয়োজিত জাতীয় প্রেসক্লাবের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এ সভায় প্রত্যেক বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক ও একজন শিক্ষক প্রতিনিধিসহ দু’জন করে শিক্ষক ঢাকার সমাবেশে যোগদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষকদের সমাবেশে যোগদানের জন্য প্রয়োজনীয় পরিবহনের ব্যবস্থা শিক্ষক সমিতির পক্ষ থেকে বহন করার সিদ্ধান্তটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় শিক্ষকগণ তাঁদের বক্তব্যে বেসরকারি শিক্ষকদের বঞ্চনা, অপ্রাপ্তি, বৈসাম্যের কথা তুলে ধরেন এবং এবারের আন্দোলন তাদের অস্তিত্বের আন্দোলন, রুটি রুজির আন্দোলন সেকারণ এবারের আন্দোলনকে সফল করার জন্য যা কিছু দরকার তার জন্য শিক্ষক সমাজ প্রস্তুত আছে বলে মত প্রকাশ করেন।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আ. সালাম, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক বদরুর রহমান, প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক বিমল কুমার ঘোষ, প্রধান শিক্ষক আহসান হাবীব, প্রধান শিক্ষক হজরত আলি, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ, প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আ. করিম, আ.আলিম, আব্দুল মাজেদ, সহকারী শিক্ষক আসাদুজ্জামান, সত্যব্রত সাহা প্রমুখ।

সভা শেষে শিক্ষকদের চলমান আন্দোলনে সার্বিক সহযোগিতার জন্য ৭সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির কর্মকর্তারা হলেন- আহবায়ক-প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, সদস্য সচিব সহকারী শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সদস্য-প্রধান শিক্ষক মো. রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক শামসুল হক, প্রধান শিক্ষক আ.সালাম, সহকারী প্রধান শিক্ষক আ.করিম, সহকারী প্রধান শিক্ষক আ. আলিম।

কমিটির পক্ষ থেকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষকদের যৌক্তিক এ আন্দোলনের ব্যাপারে সার্বিক সহযোগিতার আহবান জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত

অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ প্রতিপাদ্যে সামনে নিয়ে শার্শায়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে

কেঁড়াগাছি‌ (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে সপ্তগ্রাম কে ২-১গোলে হারিয়ে স্বাগতিকরাবিস্তারিত পড়ুন

কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা

কলারোয়ার যুগিখালী ইউনিয়নে বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন উপলক্ষে ‘ওয়ার্ড সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..
  • বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় বালু উত্তোলন করায় ৭০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়া বাজারের কাঠের ব্রীজ পুন:নির্মাণ
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়
  • কলারোয়ায় বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষকে বিজয়ী করার শপথ
  • কলারোয়ার‌ কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলোয় স্বাগতিকদের জয়
  • কলারোয়ায় নেতৃত্ব উন্নয়ন ও বিকাশে নৈতিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা