শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শনিবার, এপ্রিল ৯, ২০২২

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

কলারোয়ায় রাস্তার জায়গা দখল করে দ্বিতল ভবন!

সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করার দাপ্তরিক নির্দেশনা থাকলেও সকল নির্দেশনা উপেক্ষা করে সাতক্ষীরার কলারোয়ায় প্রশাসনের নাকের ডগায় সড়ক ও জনপদের জায়গা দখলে নিয়ে অদৃশ্য ক্ষমতায় নির্মিত হচ্ছে ঝুকিপূর্ণ দ্বিতল ভবন। শনিবার (৯ এপ্রিল) সকালে উপজেলা সদরের পশু হাসপাতালে সামনে সরেজমিনে মহাসড়কের জায়গায় অবৈধ ভাবে ভবন নির্মানের এমন দৃশ্য দেখা যায়। অভিনব কৌশল অবলম্বন করে সরকারি জায়গা দখলে নিয়ে ভবন নির্মানের এমন কারসাজিকে প্রশ্নবিদ্ধ করছে সুশীল সমাজের নাগরিক। অন্যদিকে উপজেলা পশুবিস্তারিত পড়ুন

কেশবপুরে মেডিকেলে চান্স পাওয়া ইমার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে কাউন্সিলর কবির

রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া হত দরিদ্র পরিবারের সন্তান ইমামা ইসলাম ইমার বাড়িতে শনিবার সন্ধ্যায় ফুল আর মিষ্টি নিয়ে হাজির হলেন কেশবপুর পৌর সভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জি এম কবির হোসেন। এসময় ওয়ার্ড কাউন্সিলর জি এম কবির হোসেন ইমামা ইসলাম ইমাকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি খাওয়ান। এসময় তিনি মেডিকেলে চান্স পাওয়া হত দরিদ্র পরিবারের সন্তান ইমার উজ্জ্বল ভবিষ্যাত কামনা করেন। উল্লেখ্য, ইমামা ইসলাম ইমা যশোরের কেশবপুর পৌরসভার বায়সা গ্রামের দোকানবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মুক্ত স্কাউটস গ্রুপের জাতীয় স্কাউটস দিবস পালন

বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপ এর উদ্যেগে আজ ৮ই এপ্রিল ২০২২ বৃক্ষরোপন, মাস্ক বিতরণ,আলোচনা সভা সহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জুবায়ের হোসেন চৌধুরী, সভাপতি বাংলাদেশ স্কাউটস কলারোয়া উপজেলা ও উপজেলা নির্বাহী অফিসার। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধান অতিথি বেঙ্গল টাইগার মুক্ত স্কাউটস গ্রুপের সম্পাদক ও সদস্যদের সাথে মতবিনিময় করেন, সকলকে বাংলাদেশ স্কাউটস দিবসের শুভেচ্ছা জানান এবং উপস্থিত স্কাউটস সদস্যদের সাথে নিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অনুমোদনহীন নুডুলস কারখানায় আগুনে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন

কলারোয়ায় অনুমোদনহীন নুডুলস কারখানায় আগুন লেগে ২ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা জানা যায়নি। ঘটনাটি ঘটেছে, কলারোয়া পৌর সদরের কলাগাছি মোড়ের একটি ভাড়া বসতবাড়িতে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৮ টার দিকে আগুনের সূত্রপাত হলে তাৎক্ষনিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে ঘন্টাখানিক পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়। এর মধ্যে অনুমোদনহীন নুডুলস কারাখানায় গ্যাসের চুলা থেকে ছড়িয়ে পড়া আগুনে নুডুলস তৈরির উপকরণসহ ২ লক্ষাধিক টাকার মালামালের ক্ষতিবিস্তারিত পড়ুন

মণিরামপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মণিরামপুর বাজারের ৪ ব্যবসায়ীকে বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ এপ্রিল-২০২২) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে ব্যবসায়ীদের এ দণ্ড দেন। জানাগেছে- পিস হিসেবে তরমুজ কিনে চড়া দামে কেজি দরে বিক্রি করার অভিযোগে মণিরামপুর বাজারের বিক্রেতা ষষ্ঠী কুণ্ডুকে ১০ হাজার টাকা, মূল্য তালিকায় চালের দর উল্লেখ না থাকায় চাল বাজারের তন্নী রাইচ স্টোরের মালিক মনি সংকর কুণ্ডুকে ৫বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

কলারোয়ায় ৫৫ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক সাহেব আলী মোড়ল (৪৫) উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের মৃত মান্দার মোড়লের ছেলে। শুক্রবার (৮ এপ্রিল) রাতে সে তার নিজ বাড়ি থেকে আটক হয়। বিষয়টি নিশ্চিত করে থানা সূত্র জানিয়েছে, এ ব্যাপারে থানায় মাদক মামলা হয়েছে। মামলা নং-১২ তারিখ-০৮/০৪/২০২২ ইং। আটক আসামিকে শনিবার সাতক্ষীরার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গত দুই মাসে চালের দাম এক টাকাও বাড়েনি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক দাবি করেছেন, গত দুই মাসে চালের দাম এক টাকাও বাড়েনি। দ্রব্যমূল্যও নিয়ন্ত্রণে আছে বলে উল্লেখ করেন তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় এসব কথা বলেন মন্ত্রী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে শ্রীলঙ্কার অর্থনীতিকে তুলনা করা উদ্দেশ্যপ্রণোদিত। এটা ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানেবিস্তারিত পড়ুন

ঈদের কেনাকাটা হলো না বাবা-ছেলের, পথে ঝরল প্রাণ

চট্টগ্রামে লরিচাপায় রিকশা আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আবু ছালেহ (২৭) ও তার ছেলের মোমিন (৯)। তারা বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা। আবু ছালেহ নগরীর পতেঙ্গার আকমল আলী রোডে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। চট্টগ্রাম ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ এ তথ্য নিশ্চিত করে জানান, আবু ছালেহ তার ছেলে মোমিনকে নিয়ে রিকশায় করে বন্দরটিলা মার্কেটে ঈদের কেনাকাটাবিস্তারিত পড়ুন

নড়াইলে ধানের চেয়ে খড়ের কদর বেড়েছে খড় বেচেই উঠছে খরচ

নড়াইলে ধানের চেয়ে খড়ের কদর বেড়েছে খড় বেচেই উঠছে খরচl খড় বিক্রেতা মো. নুর মিয়া দাঁড়িয়ে আছেন তাঁর খড়ের দোকানে। নড়াইলের লোহাগড়া উপজেলায় এ বছর খড়ের দাম ভালো। খড়ের এক আঁটি ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এক বিঘা জমির খড় বিক্রি করে তাঁরা আয় করছেন ৮-৯ হাজার টাকা। যা থেকেই উঠে আসছে ধান চাষের খরচ। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন কৃষকেরা। উপজেলার মরিচ পাশা গ্রামের কৃষক মহব্বত হোসেন বলেন, একবিস্তারিত পড়ুন

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না : সেতুমন্ত্রী

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বলছেন বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবে তারা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করছেন। শনিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের অর্ন্তগত ইউনিটগুলোর নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, যারা বাংলাদেশ শ্রীলঙ্কা হবে বলছেন তারা হয় না জেনেবিস্তারিত পড়ুন