শুক্রবার, আগস্ট ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার কোটায় সরকারি রাস্তা সংস্কারে চরম বিরোধিতা।।

কলারোয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিক লাঞ্চিত, থানায় জিডি

সাতক্ষীরার কলারোয়ায় প্রধানমন্ত্রীর গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় রাস্তা সংস্কার কাজে চরম বিরোধিতার সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে ধরে লাঞ্চিত করা হয়েছে।

এঘটনায় ওই সাংবাদিক কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

ঘটনাটি ঘটেছে-শুক্রবার বিকেলে উপজেলার কেরালকাতা ইউনিয়নের কোটা গ্রামে।

লাঞ্চিত ওই সাংবাদিক সরদার  জিল্লুর রহমান জানান-কিছু মানুষ সরকারি রাস্তা নিয়ে চরম বিরোধিতা করছেন এবং রাস্তা অবরোধ করে হট্টোগোল শুরু করে। তিনি এমন সময় ওই সংবাদ সংগ্রহ করতে এবং এলাকায় গিয়ে ছবি তুলতে গেলে রফিক নামের একব্যক্তি তেড়ে  এসে সাংবাদিক সরদার জিল্লুর রহমানকে ধরে হেনস্তা করে লাঞ্চিত করে। এঘটনায় কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। যারনং-১৬১।

এবিষয়ে কেরালকাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সম মোরশেদ আলী (ভিপিমোরশেদ) বলেন-কোটা মোড়ের রফিক মাস্টারের ছেলে সেলিম রেজা তার ফেসবুকে ৮নং কেরালকাতা ইউনিয়নের পূর্ব কোটা গ্রামের সাধারণ মানুষের দাবিকে উপেক্ষা করে সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় করার উদ্দেশ্যে পিচের রাস্তা ভেঙ্গে ইটের রাস্তা নির্মান করার পায়তারা করছে স্থানীয় ইউপি চেয়ারম্যান। ঘৃনাভরে এই সিদ্ধান্ত প্রত্যাখান করছি এবং এর তীব্র নিন্দা করছি এবং এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।  প্রয়োজনে গ্রামের মানুষ জীবন দিবে তবুও এই রাস্তা হতে দেওয়া হবে না এমনভাবে পোস্ট দিয়েছে।

এবিষয়ে কলারোয়া থানায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদি হয়ে সেলিম রেজার নামে একটি সাধারণ ডায়েরি (যারনং-১৬২) করেছেন। তিনি আরো জানান-ওই এলাকার রফিক নামে এক ব্যক্তি দীর্ঘ দিন যাবত প্রধানমন্ত্রীর রুপকল্প গ্রামীণ উন্নয়ন অবকাঠামোর আওতায় ইউনিকব্লক দিয়ে টেকসই রাস্তা মেরামত প্রকল্পের কাজে বাঁধা সৃষ্টি করিয়া আসছেন। রাস্তায় নির্মান সামগ্রী পৌছালেও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করার কারনে সেখানে সরকারি রাস্তা সংস্কার কাজ শুরু হয়নি কয়েক মাসেও।

তলে তলে স্থানীয় কোটা গ্রামের বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওই আব্দুর রফিক।

গত ৩মার্চ বিকেলে ৫টার দিকে আব্দুর রফিক এর নেতৃত্বে ইউনিব্লক দিয়ে রাস্তা সংস্কার করতে না দেয়ার প্রতিবাদে একটি মানববন্ধন করছে এমন একটি খবরে সংবাদ সংগ্রহ করতে যান সাতক্ষীরার দৈনিক কালের চিত্র পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব কলারোয়া উপজেলা শাখার সভাপতি সরদার জিল্লুর রহমান। সেখানে পৌছে মানববন্ধনের আয়োজক আব্দুর রফিক মাস্টারের বক্তব্য শেষে সাংবাদিক সরদার জিল্লুর রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে সরকারি আদেশ নির্দেশ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা ইঞ্জিনিয়ার এর করা মন্তব্য  বলার চেষ্টা করলে আব্দুর রফিক মাস্টার সাংবাদিককে কথা বলতে না দিয়ে ধাক্কা মারিতে থাকেন। এসময় আব্দুর রফিক মাস্টারের হুকুমে ও তার নির্দেশে কয়েকজন মিলে সাংবাদিককে বিভিন্ন প্রকার গালি গালাজ ও হুমকি ধামকি ও শারীরিক ভাবে নির্যাতন করে এবং সংবাদ সংগ্রহকাজে ব্যবহৃত মোবাইল টি ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে বের করে দিয়ে লাঞ্চিত করেন।

এর আগে গত (১মার্চ) দুপুর  ২টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস, উপজেলা ইঞ্জিনিয়ার সুদীপ্ত কর, স্থানীয় ইউপি চেয়ারম্যান ভিপি মোরশেদ রাস্তার কাজে বিরোধিতাকারীদের সাথে একটি আলোচনার বসেন। সেখানে কর্মকর্তাদের দেওয়া  আশ্বাসে রাস্তা সংস্কার কাজে বাঁধা দিবে না বলে জানায় তারা।

তারপরও রফিক মাস্টার স্থানীয় গ্রামের নারী-পুরুষকে ডেকে নিয়ে মানববন্ধনের আয়োজন করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান-কেরালকাতার কোটা মোড়ের সরকারি রাস্তা নিয়ে পৃথক ভাবে দুটি জিডি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে রাস্তার কালভার্ট ভেঙ্গে মরন ফাঁদ!

অহিদুজ্জামান খোকা: কলারোয়ার কেঁড়াগাছি‌ বাজার থেকে গাড়াখালি রাস্তার বিলাত‌‌ আলী‌ গাজীর বাড়িরবিস্তারিত পড়ুন

সততা-নিষ্ঠা দিয়ে মানুষের মন জয় করতে হবে: জামায়াত নেতা ইজ্জত উল্লাহ

আসাদুজ্জামান ফারুকী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও তালা-কলারোয়ার জামায়াত সমর্থিতবিস্তারিত পড়ুন

বৃষ্টির মাঝেও থেমে নেই কলারোয়া বাজারের পানি নিস্কাশন ব্যবস্থার সংস্কার কাজ

জাহাঙ্গীর হোসেন : দিনভর টানা বর্ষণ উপেক্ষা করে কলারোয়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা,বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সিন্ডিকেটের মাধ্যমে খাতা বিক্রয়সহ দুর্নীতির অভিযোগ
  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সভা ও র‌্যালি
  • কলারোয়া বাজারে ১৮ নৈশপ্রহরীকে রেইনকোট প্রদান
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে নানা বিষয়ের প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ায় মৎস্য সপ্তাহ পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছি‌ ফুটবল টুর্নামেন্টে স্বাগতিকরা ফাইনালে
  • কলারোয়ার যুগিখালীতে বিএনপির ওয়ার্ড সম্মেলনে ধানের শীষে ভোট প্রার্থনা
  • কলারোয়ায় সাংবাদিক আব্দুর রহমান মোটরসাইকেল দু/র্ঘ/ট/না/য় আ/হ/ত
  • কলারোয়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় শিবিরের দায়িত্বশীল কর্মশালা
  • কলারোয়ায় গভীর রাতে শেখ মুজিবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য, অতঃপর..
  • বিএনপি দু’শোর অধিক সিট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে : সাবেক এমপি হাবিব