বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ২৭ জুলাই বিকাল ৪টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে দ্বিতীয় বঙ্গবন্ধু আবৃত্তি উৎসব অনুষ্ঠিত হয়। আবৃত্তি উৎসবে বিকাল ৪টায় প্রথমপর্বে আলোচনা সভা এবং সন্ধা ৭টায় দ্বিতীয় পর্বে আবৃত্তি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. মনিরুজ্জামান মন্ময় মনির’র সভাপতিত্বে ও সহ সভাপতি কাজী গুলশান আরা এবং সাধারণ সম্পাদক নব কুমার ঢালী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৩ সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি। বঙ্গবন্ধু আবৃত্তি উৎসবে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং বাংলা একাডেমি গ্রন্থাগার বিভাগের পরিচালক আবৃত্তিজন ড. শাহাদাৎ হোসেন নিপু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবৃত্তিজন ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠানে কবি, ফোকলোর গবেষক ও উপস্থাপক ড. শিহাব শাহরিয়ার এবং কবি ইমরোজ সোহেল কে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। আলোচনা করেন অধ্যাপক আব্দুল হামিদ, কবি কিশোরী মোহন সরকার, কবি স ম তুহিন। আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু, মন্ময় মনির, এ্যাড. সোহরাব হোসেন, মুহাম্মদ মহাথির রাহমান, ফাহরিয়া ইসলাম, তাসলিমা তুস্টি প্রমুখ। গান পরিবেশন করেন সাইমান শিহাব কাব্য, আহমেদ ইমতিয়াজ আবীর, ভোলানাথ মন্ডল। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, কোঠা আনন্দোলনের নামে দেশ এখন নৈরাজ্যের পথে এগিয়ে গিয়েছে। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। একটি কুচক্রী মহল নতুন করে সড়যন্ত্র করছে। আমাদের সন্তানদের ভুল ম্যাসেজ দিয়ে, ভুল পথে নিয়ে যাওয়া হচ্ছে। এখন সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়াবার। ভুল পথ থেকে আমাদের সন্তানদের ঘুরে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন শেখ হাসিনা পালাইনা। শেখ হাসিনা এগুলে, বাংলাদেশ এগিয়ে যায়। শেখ হাসিনা আমাদের নিরাপদ আশ্রয়স্থল, আমাদের বাঁতিঘর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, যারা কবিতা, সাহিত্য চর্চা করেন তারা অসাধারণ। দেশে যখন যে পরিস্থিতি আসে আপনারা কবিতা ও সাহিত্য লেখনির মাধ্যমে ফুটিয়ে তোলেন। তিনি আরো বলেন যারা এদেশের কল্যান চায়নি তারাই কোঠা আনন্দোলনের নামে আমরা রাজাকার আমরা রাজাকার ¯েøাগান তুলে দেশ ব্যাপী নৈরাজ্য সৃষ্টি করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা কোঠা আনন্দলনের নামে দুসকৃতিকারি জামাত- শিবির ও বিএনপির সন্ত্রাসীরারা ভাংচুর করে রাষ্ট্রের সম্পদ ও উন্নয়নের ক্ষতি করেছে। যারা দেশ ও জাতির সম্পদ নষ্ট করেছে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে। যারা ভুল পথে রয়েছে আপনাদের লেখনির মাধ্যমে এই জাতিকে সচেতন করবেন এই আহবান জানাই।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বেনাপোল (যশোর) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: চার মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলার উদ্বোধন

গাজী হাবিব, সাতক্ষীরা: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”- প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • গুলিবিদ্ধ ১৬৭ জনের অনেকেরই মাথার খুলি ছিল না
  • ১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ
  • জামায়াতকে নিয়ে ‘ঐক্যের পথে’ ইসলামি দলগুলো
  • সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে : প্রধান উপদেষ্টা
  • ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম
  • সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান
  • বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট
  • ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি
  • এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা