বুধবার, মে ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করবে সরকার

রাখাইনে করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব

গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের রাখাইনে ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে ‘একটি হিউম্যানিটারিয়ান প্যাসেজ বা মানবিক করিডোরের’ বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে বাংলাদেশ। সরকারের এমন সিদ্ধান্ত নিয়ে পক্ষে বিপক্ষে হচ্ছে নানা আলোচনা। অনেকেই এমন সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। যা নিয়ে এবার সরকারের অবস্থান পরিষ্কার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাখাইন রাজ্যে ‘মানবিক করিডোর’ নিয়ে উঠা প্রশ্নের উত্তর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়েছেন শফিকুল আলম।
যেখানে রাখাইনে মানবিক করিডোরের মাধ্যমে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি। সেই সঙ্গে জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে সরকার পরামর্শ করবে।

মানবিক করিডোর নিয়ে প্রেস সচিবের কাছে আসা প্রশ্ন নিয়ে তিনি লিখেছেন- কক্সবাজার হয়ে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের ‘মানবিক করিডোর’ নিয়ে প্রতিবেদন প্রচারিত হচ্ছে। উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে এটি একটি প্রধান বিশ্বশক্তির ভূ-রাজনৈতিক পরিকল্পনার অংশ এবং এটি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলবে।

নতুন করে আসা লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ জাতিসংঘের

এমনকি একটি প্রধান রাজনৈতিক দলও মন্তব্য করেছে যে দেশের প্রধান অংশীদারদের সঙ্গে পরামর্শ ছাড়া করিডোরের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল না। আপনি কি দয়া করে আমাদের বলতে পারেন আসলে কী ঘটছে?

মানবিক করিডোর নিয়ে পাওয়া প্রশ্নের জবাবে প্রেস সচিব সরকারের অবস্থান তুলে ধরে লিখেছেন- আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সরকার জাতিসংঘ বা অন্য কোনও সংস্থার সঙ্গে তথাকথিত ‘মানবিক করিডোর’ নিয়ে আলোচনা করেনি। আমাদের অবস্থান হল- রাখাইন রাজ্যে যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা থাকে, তাহলে বাংলাদেশ সরবরাহ সহায়তা প্রদান করতে ইচ্ছুক হবে।

প্রেস সচিব রাখাইনের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে লেখেন, ইউএনডিপির মতে, রাখাইন রাজ্য একটি তীব্র মানবিক পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পের পর মিয়ানমারে আমাদের সহায়তার মাধ্যমে দুর্দশার সময়ে দেশগুলোকে সাহায্য করার ক্ষেত্রে বাংলাদেশের একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে।

তাছাড়া, আমরা উদ্বিগ্ন যে, দুর্ভোগ অব্যাহত থাকার ফলে রাখাইন থেকে বাংলাদেশে আরও মানুষের আগমন ঘটতে পারে, যা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়।

তিনি আরও লিখেন, আমরা আরও বিশ্বাস করি যে জাতিসংঘ-সমর্থিত মানবিক সহায়তা রাখাইনকে স্থিতিশীল করতে এবং শরণার্থীদের মিয়ানমারে ফিরে যাওয়ার জন্য পরিস্থিতি তৈরি করতে সহায়তা করবে। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, রাখাইনে সাহায্য পৌঁছানোর একমাত্র কার্যকর পথ হল বাংলাদেশের মধ্য দিয়ে যাওয়া। বাংলাদেশ নীতিগতভাবে এই পথ দিয়ে সাহায্য পরিবহনে রসদ সহায়তা প্রদানে সম্মত।

করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি জানিয়ে প্রেস সচিব লেখেন, রাখাইনে সাহায্য সরবরাহের বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ করছি। যথাসময়ে, আমরা বাংলাদেশের প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করব।

একটি বৃহৎ শক্তির জড়িত থাকার প্রতিবেদনের ক্ষেত্রে, এই ধরণের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাগান্ডা। সাম্প্রতিক মাসগুলিতে আমরা বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর তথ্যের ঝড় দেখতে পেয়েছি, যা এখনও অব্যাহত রয়েছে। এই ধরণের প্রোপাগান্ডাও এর থেকে আলাদা নয়।

একই রকম সংবাদ সমূহ

সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করেছেন অন্তর্বর্তী সরকারেরবিস্তারিত পড়ুন

সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পেছানোর পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপিবিস্তারিত পড়ুন

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে: নাহিদ

নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

  • অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
  • খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর সাক্ষাত
  • ভারতকে বলবো আপনারাও ক্ষতিগ্রস্ত হবেন, আসুন সুরাহার পথ বের করি : বাণিজ্য সচিব
  • শাহবাগ অবরোধ ছাত্রদলের, যান চলাচল বন্ধ
  • ইডেন কলেজছাত্রীকে বাসায় আটকে ৭ মাস ধরে ধ*র্ষণ করেন নোবেল!
  • ‘বিতর্কিত উপদেষ্টাদের’ পদত্যাগে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইশরাকের
  • মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে : অর্থ উপদেষ্টা
  • স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী
  • স্টারলিংকের প্যাকেজ কত টাকায় পাবেন
  • সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী
  • ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন, জরুরি অবতরণ
  • গায়ক মাইনুল আহসান নোবেল গ্রেফতার