রবিবার, জুলাই ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়া: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা এমন একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যেখানে কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতার সম্মিলিত চেতনায় গড়ে উঠবে এক বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও মর্যাদাসম্পন্ন গণতান্ত্রিক রাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থান সেই স্বপ্ন বাস্তবায়নের পথ।’

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁওয়ের আর্টগ্যালারি মডেল মসজিদে নামাজ শেষে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে উপস্থিত জনতার উদ্দেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘বন্ধুগণ, আমরা জানি, জুলাই-আগস্ট মাসেই এ দেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলনে নেমেছিল। সেই সময়ে হাজারো শিক্ষার্থী রাজপথে নেমে শহীদ ও আহত হয়েছেন। আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদী শাসনব্যবস্থা এখনো পুরোপুরি বিলুপ্ত হয়নি। পুরনো সেই দমনমূলক সিস্টেম এখনও টিকে আছে। তাই সেই ব্যবস্থার বিলোপ ঘটিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির যাত্রা। আমাদের কার্যক্রম সারা দেশে বিস্তৃত। জনগণের প্রতি আহ্বান থাকবে—আপনারা বিকল্প ও তরুণ নেতৃত্বকে বেছে নিন, আমাদের শক্তি দিন।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লড়ছি জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়ন, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে। এ ঘোষণাপত্র অবশ্যই জুলাই-আগস্টের মধ্যেই প্রকাশ করতে হবে—এটাই আমাদের দৃঢ় অবস্থান।’

বিএসএফের সীমান্ত হত্যা ও পুশ-ইন প্রসঙ্গে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘এটা আর হাসিনার বাংলাদেশ নয়। এটি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত ছাত্র-জনতার বাংলাদেশ। তাই বাংলাদেশ চলবে কেবল দেশপ্রেমিকদের হাত ধরে। সীমান্তে যেকোনো মূল্যে হত্যা বন্ধ করতে হবে।’

উত্তরবঙ্গের প্রতি সরকারের অবহেলার কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘ঠাকুরগাঁওসহ উত্তরবঙ্গের অবহেলিত জেলাগুলো আর বৈষম্যের শিকার হবে না। উন্নয়ন মানে শুধু ঢাকাকেন্দ্রিক উন্নয়ন নয়—দেশের প্রতিটি অঞ্চলে সমানভাবে উন্নয়ন পৌঁছাতে হবে। তখনই সেই উন্নয়ন হবে গ্রহণযোগ্য।’

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, আবু সাঈদ লিওন এবং ঠাকুরগাঁও জেলার প্রধান সমন্বয়ক গোলাম মুর্তজা সেলিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণহত্যা করেছে, আমরাবিস্তারিত পড়ুন

যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়: সালাহউদ্দিন

নির্বাচনে প্রার্থী হলে যাদের জামানত বাজেয়াপ্ত হবে তারাই সংখ্যানুপাতিক হারে নির্বাচন চায়বিস্তারিত পড়ুন

‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’

স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সদস্য ছিলেন সাকিব আল হাসান। দ্বাদশ জাতীয় নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • মিত্রদের কয়টি আসনে ছাড় দেবে বিএনপি?
  • আসন বণ্টন নিয়ে তারেক রহমানে আস্থা বিএনপির মিত্রদের
  • বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না: ডা. শফিকুর
  • দলের নাম ভাঙিয়ে অসদাচরণ করলেই ব্যবস্থা : রিজভী
  • জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি : নাহিদ ইসলাম
  • দলের কার কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, জানালেন রিজভী
  • আর কোনো স্বৈরাচার যাতে তৈরি না হয়, তার বিরুদ্ধে লড়তে হবে: নাহিদ
  • ‘দেশে আ. লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না’
  • জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনে অংশ নেবে না এনসিপি: নাহিদ
  • সতর্কতার সঙ্গে পথ হাঁটছে বিএনপি: মির্জা ফখরুল
  • ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম