সাতক্ষীরায় তিন মাসে ৬৩২টি অপরাধ, নিহত ৯ জন, ধর্ষণ মামলা ২৪টি


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় গত তিন মাসে (জুন-আগস্ট) ৬৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। এরমধ্যে খুন হয়েছেন ৯ জন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২৪টি এবং অপমৃত্যু হয়েছে ১২৬ জনের। এ সময়ে মাদক সংক্রান্ত ১৮৭টি মামলা, মানব পাচারের ১৭টি এবং চোরাচালানের ১১টি মামলা রুজু হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরায় একটি এডভোকেসি ডায়ালগ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভাটি আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায়। তথ্যগুলো তুলে ধরা হয় সাতক্ষীরা জিআরও অফিসের বরাতে।
সভায় আরও জানানো হয়, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ২৭৭৭টি, শিশু নির্যাতনের ৬৭৭টি, মানব পাচারের ঘটনায় ১৪৯টি এবং ১০২৬টি পিটিশন মামলাসহ মোট ৪৬২৯টি মামলা বিচারাধীন রয়েছে।
গণমাধ্যম বিশ্লেষণে উঠে আসে, আলোচ্য তিন মাসে জেলার বিভিন্ন স্থানে হত্যাসহ অন্তত ৪০টি অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে।
সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনাকে তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, অপরাধ প্রবণতা কমাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা প্রয়োজন।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট মুনিরউদ্দিন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফ-এর জেলা সমন্বয়ক টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক নেতা অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ ড. দিলারা বেগম, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, প্রবীণ রাজনীতিবিদ সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ আশেক-ই এলাহি, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলী নূর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির আহবায়ক সাবিকুর রহমান বাবলা, জেলা সাইবার ক্রাইম এল্যাট টিমের মাহবুবুল হক প্রমুখ।
বক্তারা সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ছাত্রশিবিরের লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম
হাফিজুল ইসলাম : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন দায়িত্বশীলদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে শিক্ষক প্রশিক্ষণ
কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পূজা উদযাপন কমিটির সাথে জামায়াতের মতবিনিময় সভা
সাতক্ষীরা সংবাদদাতা: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখারবিস্তারিত পড়ুন