সাতক্ষীরায় আধুনিকা বিউটি পার্লারে গ্রীল কেটে নগদ টাকাসহ মালামাল চুরি


সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সিটি কলেজ সংলগ্ন সাতক্ষীরা-যশোর মহাসড়কের পাশে অবস্থিত ‘আধুনিকা বিউটি পার্লার অ্যান্ড বুটিকস হাউজে’ গ্রীল কেটে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দিনগত গভীর রাতে অজ্ঞাত চোরের দল এ চুরি সংঘটিত করে।
পার্লারের মালিক কোহিনুর আকতার জানান, বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আমার দোকানটি অবস্থিত। সকালে এসে দেখি প্রধান গেটের তালা ঠিক আছে, কিন্তু পার্লার কক্ষের তালা ভাঙা। পরে লক্ষ্য করি সামনের বারান্দার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করেছে চোরেরা। দোকানের জিনিসপত্র তছনছ অবস্থায় পড়ে আছে।
তিনি আরও জানান, চোরেরা একটি সেলাই মেশিন, হেয়ার স্টেট মেশিন, হেয়ার ক্রিপিং মেশিন, বেশ কয়েকটি দামী থ্রি-পিস, ছিট কাপড়, নগদ ১০ হাজার টাকা ও প্রসাধনী সামগ্রীসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। এখনো থানায় অভিযোগ করিনি, তবে পাশের দোকানদার ও নিচতলার কোচিং সেন্টারের শিক্ষক আনারুল স্যার ও পবিত্র স্যারকে জানিয়েছি। শিগগিরই থানায় লিখিত অভিযোগ দেব, যোগ করেন তিনি।
স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাতের বেলা মাদকাসক্ত যুবকদের আনাগোনা বেড়েছে।
তাদের ভাষায়, রাত গভীর হলে কিছু বখাটে যুবক সিটি কলেজের পাশে ও মহাসড়কের ধারে বসে গাঁজা সেবন করে। এরাই এলাকায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে।
এর আগে একই এলাকার আবুল কাশেমের মাংসের দোকানেও চুরির ঘটনা ঘটেছিল। সে সময় চোরেরা মাংস কাটার অস্ত্র, দাঁড়িপাল্লা ও বাটখারা নিয়ে যায়।
মাংস ব্যবসায়ী আবুল কাশেম বলেন, এই এলাকার চুরিগুলো গাঁজাখোেরদের কাজ।
স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, মহাসড়কসংলগ্ন এই এলাকায় নিয়মিত পুলিশ টহল ও মাদকবিরোধী অভিযান না চালালে বড় ধরনের অপরাধ ঘটার আশঙ্কা রয়েছে।
তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন- মাদকাসক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং রাতের টহল জোরদার করার জন্য।
সচেতন মহলের অভিমত, পরপর ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো বিশ্লেষণ করলে সন্দেহের তীর গাঁজাসেবী যুবকদের দিকেই যায়। তাদের মতে, মাদক বন্ধ না হলে চুরিও বন্ধ হবে না।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ
সাতক্ষীরায় জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে হেলমেট বিতরণ ও সচেতনতা সভা
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে জেলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুই মেয়ের পর তৃতীয় মেয়ের জন্ম, নবজাতককে পানিতে ফেলে হ*ত্যা, মা আটক
পরপর ২ মেয়ের পর আবারো মেয়ে জন্ম গ্রহন করায় ৫দিনের নবজাতক মেয়েশিশুকেবিস্তারিত পড়ুন