সোমবার, আগস্ট ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাদ্রিদ ডার্বি জিতল রিয়াল, প্রথম হার অ্যাটলেটিকোর

মুখোমুখি লড়াইয়ের আগে মাদ্রিদের দুই দলের অবস্থা ছিল দুই রকম। কোনো ম্যাচ না হেরে একদল ছিল অপ্রতিরোধ্য যাত্রায়, অন্যদিকে মৌসুমের বাজে শুরুর পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল দ্বিতীয় দল। তবে দুই দলের মুখোমুখি লড়াইয়ে শেষ হাসি দ্বিতীয় দল অর্থাৎ রিয়াল মাদ্রিদের, হেরে গেছে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ।

শনিবার রাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। যেখানে অ্যাটলেটিকোকে মৌসুমে প্রথম হারের স্বাদ দিয়ে মাদ্রিদ ডার্বি জিতে নিয়েছে রিয়াল। তবে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বীরা, রিয়াল উঠে গেছে তিন নম্বরে।

স্প্যানিশ লা লিগায় সবশেষ গত মৌসুমে রিয়ালের কাছে ০-১ গোলে হেরেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর চলতি মৌসুমের দশ ম্যাচসহ টানা ২৬ ম্যাচ আর হারের মুখ দেখতে হয়নি ডিয়েগো সিমিওনের শিষ্যদের। এবার ফের রিয়ালের সঙ্গে দেখা হতেই থেমে গেল তাদের অপরাজিত যাত্রা।

নিজেদের ঘরের মাঠে ম্যাচটিতে অ্যাটলেটিকোকে খুব একটা সুযোগই দেয়নি রিয়াল। পুরো ম্যাচে একটি মাত্র লক্ষ্য বরাবর শট নিতে পেরেছে অতিথিরা। সেটিও হয়নি গোল। রিয়াল কাজে লাগিয়েছে নিজেদের সুযোগ। প্রথমে মিডফিল্ডার ক্যাসেমিরো ও পরে অ্যাটলেটিকো গোলরক্ষক ইয়ান অবলাকের আত্মঘাতী গোলে ম্যাচ জিতে নিয়েছে স্বাগতিকরা।

ম্যাচের ১৫ মিনিটের সময় টনি ক্রুসের কর্নার থেকে হেডে বল জালে জড়ান ক্যাসেমিরো। চলতি লিগে সেট পিস থেকে অ্যাটলেটিকোর জালে এটিই প্রথম গোল। জুনের পর লিগে এই প্রথম কোনো ম্যাচে প্রথমে গোল হজম করল তারা। গত ৩০ জুন বার্সেলোনার মাঠে ডিয়েগো কস্তার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েছিল তারা।

শুরুতেই গোল হজম করে সমতা ফেরাতে মরিয়া ভাব থাকলেও, রিয়ালের গোছালো ফুটবলের বিপরীতে সুবিধা করতে পারছিল না অ্যাটলেটিকো। উল্টো একের পর এক আক্রমণে তাদের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখেন রিয়াল ফরোয়ার্ডরা। সুযোগ এসেছিল দুই দলের সামনেই, কাজে লাগাতে পারেনি কেউই।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটের মাথায় টনি ক্রুসের ফ্রি কিক ক্লিয়ার হয় ডি-বক্সে কিন্তু পেয়ে যান কারভাহাল। তার জোরালো শট বাঁধা পায় পোস্টে কিন্তু ফেরার পথে অবলাকের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ফলে আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয় রিয়ালের। এরপর আরও চেষ্টা করেও ব্যবধান কমাতে পারেনি অ্যাটলেটিকো।

এ জয়ের পর ১২ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে উঠে এসেছে রিয়াল। অন্যদিকে মাদ্রিদ ডার্বি হারলেও ১১ ম্যাচ থেকে ৮ জয় ও ২ ড্র’তে পাওয়া ২৬ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান নিজেদের করে রেখেছে অ্যাটলেটিকো।

একই রকম সংবাদ সমূহ

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতিবিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা
  • শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়
  • কলারোয়ার‌ কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলোয় স্বাগতিকদের জয়
  • ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস
  • বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ
  • তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট
  • ‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’
  • মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল