বুধবার, মে ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলায় দু’দিনে করোনা উপসর্গে ৪ ও আক্রান্তে ১ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা জেলায় গত দু’দিনে করোনা উপসর্গে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে।
এর মধ্যে কলারোয়ার ২ ব্যক্তি ও সাতক্ষীরা সদর উপজেলার ১জন ও অপর ব্যক্তি কালিগঞ্জের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেবহাটার এক ব্যক্তি।

জানা গেছে, বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় মীর তৌহিদুর রহমান (৫০) এর মৃত্যু হয়। তিনি কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মীর মতিউর রহমানের পুত্র। তৌহিদুর রহমান গত ১০ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মীর তৌহিদ কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে কলারোয়ার রহমত আলী (৫০) নামে আরেক ব্যক্তি গত ৬ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১০ আগস্ট সোমবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। তিনি মৃত বদিরউদ্দিন মোল্ল্যার পুত্র।

এদিকে, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে মিজানুর রহমান (৫০) নামে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খেতরা রহিমপুরের মধু ঢালীর পুত্র। মিজানুর রহমান গত ২২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে সদর উপজেলার শংকর কুমার ঘোষ (৬৩) নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শংকর কুমার ঘোষ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার মৃত লাল বিহারের পুত্র। জানা গেছে, শংকর কুমার ঘোষ গত ১১ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইতোমধ্যে মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।

অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলার ভাবশালার জাহাপুর গ্রামের আবুল কাশেমের পুত্র বদরুজ্জামান (৪১) মারা গেছেন। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুজ্জামান মারা যান। বুধবার তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে সাতক্ষীরায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

একই রকম সংবাদ সমূহ

অনলাইন পাঠক জরিপে জনপ্রিয়তায় এগিয়ে আমিনুল ইসলাম লাল্টু

আগামী ২৯ মে ২০২৪ অনুষ্ঠিত হবে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচন। এ লক্ষ্যেবিস্তারিত পড়ুন

ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কলারোয়ার ঐতিহাসিক মঠবাড়ি মন্দির

মঠবাড়ি মন্দির। মধ্যযুগীয় পুরাকীর্তির নিদর্শন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় আজো দাঁড়িয়ে আছেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৩দিন ব্যাপী জাতীয় কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন

কলারোয়ায় কন্দাল জাতীয় ফসলের ৩ দিন ব্যাপি কৃষি মেলার-২৪’র উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ছলিমপুর স্কুলের শিক্ষক আহসানুল্লাহ’র বদলির দাবিতে মানববন্ধন
  • কলারোয়ায় চান্দুড়িয়ায় লাল্টু-খুকু-ইমরান প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
  • কলারোয়ায় আ.লীগ নেতার নির্বাচনী সভায় ভোট চাইলেন বিএনপি নেতা!
  • মানবিক কলারোয়া গড়ার প্রত্যয়ে লাল্টু-খুকু-ইমরান পরিষদের নির্বাচনী সভা
  • কলারোয়ার চান্দুড়িয়ায় লাল্টু-ইমরান-খুকুর পক্ষে নির্বাচনী সভা
  • সাতক্ষীরার উন্নয়নে পাঁচ এমপিকে এক টেবিলে বসার আহবান নাগরিক কমিটির
  • কলারোয়ায় প্রচন্ড গরমে খামারে খামারে মুরগীর মৃত্যু, আতংকিত পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ার অপরূপ পুরাকীর্তি শ্যামসুন্দর মঠ-মন্দির, সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ
  • কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’
  • কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
  • হিট ষ্ট্রোকে আতঙ্কে আছেন কলারোয়ার পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষিতে পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা