শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলায় দু’দিনে করোনা উপসর্গে ৪ ও আক্রান্তে ১ ব্যক্তির মৃত্যু

সাতক্ষীরা জেলায় গত দু’দিনে করোনা উপসর্গে ৪ ব্যক্তির মৃত্যু হয়েছে।
এর মধ্যে কলারোয়ার ২ ব্যক্তি ও সাতক্ষীরা সদর উপজেলার ১জন ও অপর ব্যক্তি কালিগঞ্জের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেবহাটার এক ব্যক্তি।

জানা গেছে, বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে চিকিৎসাধীন অবস্থায় মীর তৌহিদুর রহমান (৫০) এর মৃত্যু হয়। তিনি কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি গ্রামের মীর মতিউর রহমানের পুত্র। তৌহিদুর রহমান গত ১০ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মীর তৌহিদ কলারোয়া পৌরসভার প্রধান অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

এর আগে কলারোয়ার রহমত আলী (৫০) নামে আরেক ব্যক্তি গত ৬ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১০ আগস্ট সোমবার বিকাল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের ফ্লু কর্নারে তিনি মারা যান। তিনি মৃত বদিরউদ্দিন মোল্ল্যার পুত্র।

এদিকে, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে মিজানুর রহমান (৫০) নামে কালিগঞ্জের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খেতরা রহিমপুরের মধু ঢালীর পুত্র। মিজানুর রহমান গত ২২ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট বুধবার সন্ধ্যা ৭টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

করোনা উপসর্গে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ফ্লু কর্নারে সদর উপজেলার শংকর কুমার ঘোষ (৬৩) নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শংকর কুমার ঘোষ সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি এলাকার মৃত লাল বিহারের পুত্র। জানা গেছে, শংকর কুমার ঘোষ গত ১১ আগস্ট জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১২ আগস্ট বুধবার বেলা ১২টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ইতোমধ্যে মৃত ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ নিয়ে হাসপাতালে করোনা সন্দেহে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।

অপরদিকে, করোনা আক্রান্ত হয়ে দেবহাটা উপজেলার ভাবশালার জাহাপুর গ্রামের আবুল কাশেমের পুত্র বদরুজ্জামান (৪১) মারা গেছেন। তিনি উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুজ্জামান মারা যান। বুধবার তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গত ২৫ জুলাই তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ নিয়ে সাতক্ষীরায় নিশ্চিত করোনা আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ জনে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপি নেতা রইছ উদ্দিনের সুস্থতা কামনা প্রেসক্লাব নেতৃবৃন্দের

কলারোয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ০৯ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযানবিস্তারিত পড়ুন

পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে কলারোয়ায় বিসিএস ডাক্তারদের মানববন্ধন

কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবিতে সাতক্ষীরার কলারোয়ায় মানববন্ধন করেছেন বিসিএস স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকরা।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সীমান্ত সম্প্রীতি সংঘের মাহফিলে আসছেন সাদিকুর রহমান আজহারী
  • কলারোয়া বিএনপির মুখপাত্র রইছ উদ্দিন অসুস্থ, হাসপাতালে ছুটে গেলেন সাবেক এমপি হাবিব
  • কলারোয়ার জয়নগরে তথ্য বুথ ক্যাম্প
  • কলারোয়ার রঘুনাথপুরে খ্রিষ্টান মিশনে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে যুবদল নেতৃবৃন্দ
  • কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত
  • কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে মতবিনিময় করলেন বিএনপি নেতা আশরাফ হোসেন
  • কলারোয়ার সাবেক পৌর প্রশাসক আজিজুল হক চৌধুরী ১০ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
  • কলারোয়ায় বড়দিনের প্রস্তুতি, রাত পোহালেই শুভ ক্ষণ
  • ‘বাংলাদেশকে বৈষম্যমুক্ত দেখতে চাই’ : সাবেক এমপি হাবিব
  • কলারোয়ায় বিএনপি’র অফিসে আ.লীগের হামলার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা
  • কলারোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি গঠন
  • কলারোয়ায় উলামা পরিষদের মানববন্ধন