বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শেয়ারবাজারে হঠাৎ ‘পচা’ কোম্পানির দাপট

গত সপ্তাজুড়ে দেশের শেয়ারবাজারে পতন প্রবণতা থাকলেও শেয়ারের দাম বাড়ার ক্ষেত্রে এক প্রকার দাপট দেখিয়েছে পচা বা ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান।

গত সপ্তাহজুড়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া ২১০টি বা ৫৬ শতাংশ প্রতিষ্ঠানের দরপতন হয়েছে। এমন পতনের বাজারে দাম বাড়ার শীর্ষ ১০টি স্থানের মধ্যে সাতটিই দখল করেছে ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান।

এর মধ্যে গত সপ্তাহজুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের ক্ষেত্রে চাহিদার শীর্ষে ছিল ‘জেড’ গ্রুপের প্রতিষ্ঠান পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং। দীর্ঘদিন ওটিসিতে থাকার পর গত ১৩ জুন কোম্পানিটিকে মূল বাজারে ফিরিয়ে আনে ডিএসই।

মূল বাজারে ফিরে কোম্পানিটির শেয়ার চমক দেখিয়েছে। গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের প্রতি কার্যদিবসেই প্রতিষ্ঠানটির শেয়ার দাম বেড়েছে। এতে এক সপ্তাহেই কোম্পানিটির শেয়ার দাম ১১৩ দশমিক ৩৩ শতাংশ বেড়ে গেছে।

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের পরই, গেল সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে ওটিসি থেকে মূল বাজারে ফেরা আর এক প্রতিষ্ঠান তমিজউদ্দিন টেক্সটাইল। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৬৩ দশমিক ২৫ শতাংশ।

পরের স্থানটিও দখল করেছে ওটিসি থেকে মূল বাজারে ফেরা আর এক প্রতিষ্ঠান- বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং। গেল সপ্তাহে এই কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৫৮ দশমিক ৮৯ শতাংশ।

‘জেড’ গ্রুপের এই তিন প্রতিষ্ঠানের পরই গত সপ্তাহে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে সাফকো স্পিনিং। এ কোম্পানিটিরও আর্থিক অবস্থা খুব একটা ভালো না। ‘বি’ গ্রুপে থাকা কোম্পানিটির শেয়ার দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৫১ দশমিক ৮৩ শতাংশ।

মূল্যে বড় ধরনের উত্থান হলেও কোম্পানিটি সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০১৭ সালে ৪ শতাংশ এবং ২০১৬ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয় প্রতিষ্ঠানটি।

সাফকো স্পিনিংয়ের পরের চারটি স্থানই রয়েছে জেড গ্রুপের প্রতিষ্ঠানের দখলে। এর মধ্যে ওটিসি থেকে গত সপ্তাহে মূল বাজারে ফেরা মুন্নু ফেব্রিকসের শেয়ার দাম বেড়েছে ৪৮ দশমিক ১৫ শতাংশ।

বাকি তিন প্রতিষ্ঠানের মধ্যে সি অ্যান্ড এ টেক্সটাইলের ৪০ দশমিক ৭৪ শতাংশ, এরামিট সিমেন্টের ৩২ দশমিক ৬০ শতাংশ এবং তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের ২৭ দশমিক ৭৮ শতাংশ দাম বেড়েছে।

গেল সপ্তাহে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় স্থান করে নেয়া ‘এ’ গ্রুপের প্রতিষ্ঠান রয়েছে মাত্র দুটি। এর মধ্যে ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৬ দশমিক ৫৫ শতাংশ। আর রিলায়েন্স ইন্স্যুরেন্সের শেয়ার দাম বেড়েছে ২৬ দশমিক ২৭ শতাংশ।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার দিন পরবিস্তারিত পড়ুন

নেত্রকোনার মদনে বন্ধুর প্রতিশ্রুতি রক্ষায় নিজে বাসর ঘরে’ বন্ধুকে দিয়ে বাসর

নেত্রকোনার মদনে বন্ধুর প্রতিশ্রুতি রক্ষায় নিজে বাসর ঘরে’ বন্ধুকে দিয়ে বাসর বাসরবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) আল হামিদ টেক্সটাইল নামে একটি পোশাক কারখানায়বিস্তারিত পড়ুন

  • স্ত্রীসহ সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞ
  • দিনাজপুর বোর্ডের ৪৩ কলেজের কেউ পাশ করেনি
  • পিআর-টিআর বাদ দেন, নির্বাচনে আসেন: মির্জা ফখরুল
  • হ্যান্ডবল খেলায় কলারোয়ার মেয়েরা ৩ বার সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন
  • ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদের, যানচলাচল বন্ধ
  • ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
  • আমি নিজেই পিআর বুঝি না: মির্জা ফখরুল
  • ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর: আইন উপদেষ্টা
  • স্লোগানে উত্তাল শাহবাগ, দাবি আদায় করে ঘরে ফিরবেন শিক্ষকরা
  • সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক
  • ফিফার ৩০ কোটি টাকার ফান্ড নিয়ে যা বললেন ক্রীড়া উপদেষ্টা
  • যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার