তালায় ইউপি নির্বাচনে নৌকা-৫, বিএনপি-২, ওয়ার্কার্স পার্টি-১, জামাত-১, বিদ্রোহী-২
তালার ১১টি ইউনিয়নে বৈরী আবহাওয়া, বৃষ্টি উপেক্ষা করে উৎসব মুখর পরিবেশে, বড় ধরনের কোন সমস্যা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়েছে৷
নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থীরা নৌকা প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন ৫জন, বিএনপি দলীয় প্রার্থী ২, ওয়ার্কার্স পার্টি-১, জামাত দলীয়-১ এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী-২জন নির্বাচিত হয়েছেন৷
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিরামহীন ভাবে ভোট গ্রহন চলে৷
১১টি ইউনিয়নের মধ্যে ধানদিয়া ইউনিয়নে বিএনপির মো. জাহাঙ্গীর আলম আনারস প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৫৩৫৬ ভোট৷
মটর সাইকেল নিয়ে ২য় স্থানে আছেন দিদারুল ইসলাম, তিনি পেয়েছেন ৪৭৭২ ভোট ৷
নৌকা প্রতিক নিয়ে ৩য় স্থানে আছেন শহিদুল ইসলাম, তিনি পেয়েছেন ১৬৭৩ ভোট ৷
সরুলিয়া ইউনিয়নে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মাস্টার আব্দুল হাই মটর সাইকেল প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি ৫৬৪৬ টি ভোট পেয়েছেন৷
আনারস প্রতিক নিয়ে ৫২৯৫ ভোট পেয়ে ২য় স্থানে আছেন আব্দুর রব পলাশ৷
নৌকা প্রতিক নিয়ে তৃতীয় স্থানে আছেন মতিয়ার রহমান৷
নগরঘাটায় নৌকা প্রতিক নিয়ে মোঃ কামরুজ্জামান লিপু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ৭৯০৬ ভোট।
নিকটতম প্রতিদন্দি মোঃ জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৩২৭১ ভোট৷
খলিশখালী ইউনিয়নে মোল্লা সাব্বির হোসেন হাতুড়ী প্রতীক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ৬১৮৫ ভোট।
নৌকা প্রতিক নিয়ে মোঃ মোজাফফর রহমান ২য় স্থানে আছেন, তিনি পেয়েছেন ৬১৭৫ ভোট৷
তেতুলিয়া ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে এমএম আবুল কালাম আজাদ বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ১১১৫৬ ভোট৷
চশমা প্রতিক নিয়ে ২য় স্থানে শেখ আফতাব উদ্দিন, তিনি পেয়েছেন ২৩০৯ ভোট৷
তালা সদর ইউপিতে নৌকা প্রতিক নিয়ে সরদার জাকির হোসেন ৭৮৮১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন৷
নিকটতম প্রতিদ্বন্দ্বি লাঙ্গল প্রতিক নিয়ে ২য় স্থানে আছেন এসএম নজরুল ইসলাম, তিনি পেয়েছেন ৭১১৯ ভোট৷
মাগুরা ইউনিয়নে গনেশ দেবনাথ নৌকা প্রতিক নিয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন ৪২৯১৷
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাতুড়ী প্রতিক নিয়ে আছেন ২য় স্থানে, তার মোট ভোট ৩৮৪৯৷
ইসলামকাটি ইউনিয়নে জামাত প্রার্থী চশমা প্রতিক নিয়ে অধ্যাপক গোলাম ফারুক বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি ভোট পেয়েছেন ৪৫৩৯টি৷
নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিক নিয়ে আছেন অধ্যাপক সুভাষ সেন, তিনি পেয়েছেন ৩৮৬৫ ভোট৷
জালালপুর ইউনিয়নে বিএনপি প্রার্থী আনারস প্রতিক নিয়ে এম মফিদুল হক লিটু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি পেয়েছেন মোট ৭৪৮৫ ভোট৷
নৌকা প্রতিক নিয়ে ২য় স্থানে আছেন মোঃ রবিউল ইসলাম মুক্তি, তিনি পেয়েছেন ৬২৫৬ ভোট৷
খেশরা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনারস প্রতিক নিয়ে মোঃ কামরুল ইসলাম লালটু বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন, তিনি ভোট পেয়েছেন ৯১৬৬।
নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিক নিয়ে অধ্যাপক রাজিব হোসেন রাজু পেয়েছেন ৭৮৮৬ ভোট৷
উল্লেখ্য যে, জালালপুর ইউনিয়নে কয়েকটি জায়গায় কিছু ধাওয়া পাল্টা ধাওয়া হলেও প্রশাসনের কঠোর হস্তক্ষেপের কারনে তেমন কোন প্রভাব ফেলতে পারেনী, তবে তেতুলিয়া ইউনিয়নে চশমা প্রতিকের এজেন্টসহ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে না দেয়ার অভিযোগ পাওয়া গেছে৷
এ বিষয়ে তালা উপজেলা নির্বাচন অফিসার রাহুল রায় জানান, বৈরী আবহাওয়া থাকা সর্তেও উৎসব মুখর পরিবেশে তালা উপজেলার ১১টি ইউনিয়নে প্রায় ৭৫% ভোটার ভোট দিয়েছেন৷ ভোট সুষ্ট ও সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে৷
নির্বাচন সম্পর্কে জেলা নির্বাচন অফিসার মোঃ নাজমুল কবির জানান, নির্বাচন সুষ্ট ও সঠিকভাবে সম্পন্ন হয়েছে৷
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)