বুধবার, মে ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার জয়নগরে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রি!

সাতক্ষীরার কলারোয়ার জয়নগরে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রিয় করে দিলেন জমির মালিক। তার দাবি-গাছগুলো তাদের লাগানো। তবে স্থানীয় ভূমি অফিস বলছে গাছ কাটতে নিষেধ করা হয়েছিলো।

এসব সরকারি রাস্তার গাছ বিক্রি করে টাকা হজমও হয়ে যাচ্ছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে।

জানা গেছে, ধানদিয়া মিশনের পার্শ্ববর্তী হায়দার মাস্টারের বাড়ির সামনের রাস্তার পাশে ছিলো একটি মেহগনি গাছ যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকার মতো। কৃপারামপুর গ্রামের সাইফুল ইসলাম মাস্টার তার জমির পাশে থাকা সেই গাছটি তিনি ইতিমধ্যে কেটে নিয়েছেন।
শুধু তাই নয়, ধানদিয়া হাইস্কুলে যেতে হান্নান খাঁর পানের বরজের পার্শ্ববর্তী রাস্তার পাশে তার আরো এক ফালি জমি রয়েছে। সেখানকার জমির পাশে থাকা আরো একটি রোড শিশু গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। সেই গাছটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকার মতো।

স্থানীয় অনেকে জানান, গাছ দু’টি সরকারি রাস্তার গাছ। যে দুটি ইতোমধ্যেই বিক্রি করে দেয়া হয়েছে।

জানা গেছে, প্রাথমিক পর্যায়ে গাছ দু’টি কাটার সময় সরকারি ভূমি অফিসের নায়েবকে জানানো হয়েছিলো। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ দু’টি কাটা বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু সপ্তাহ খানেক পরেই গাছ দু’টি বিক্রির করে দিয়েছেন জমির মালিক।

জমির মালিক সাইফুল ইসলাম বলেন, রাস্তার ধারে নিজের জমিতে লাগানো একটা শিশু গাছ কেটে বিক্রি করেছি৷ এটা সরকারি গাছ না। নায়েব বা কেহ কখনও গাছ কাটতে বাঁধা বা নিষেধ করেননি।

জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা বলেন, এ বিষয়ে ইউনিয়ন পরিষদে কোন অভিযোগ পাইনি। তবে সরকারি গাছ কাটা হয়েছে কিনা সরেজমিনে স্থানীয় নায়েব কর্মকর্তাকে পাঠিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে ভূমি অফিসের নায়েব আব্দুল আজিজ জানান, গাছ কাটা বন্ধ করে দেয়া হয়েছিলো। কিন্তু নিষেধ সত্ত্বেও কেন গাছ কাটা হয়েছে সেটা জানেন না।
এ বিষয়ে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিশিষ্ট ব্যবসায়ী যুবদল নেতা মোকলেছুর আর নেই

কলারোয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান (৪২)স্ট্রোকজনিতবিস্তারিত পড়ুন

কলারোয়া পৌরসভায় স্টেকহোল্ডার স্টেয়ারিং কমিটির সভা

জুলফিকার আলী : আন্তর্জাতিক বেসরকারী উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন কর্তৃক কলারোয়া পৌরসভায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

জুলফিকার আলী : কলারোয়ায় ৩দিন ব্যাপি কন্দাল ফসল উন্নয়ন কৃষি মেলার সমাপনীবিস্তারিত পড়ুন

  • অনলাইন পাঠক জরিপে জনপ্রিয়তায় এগিয়ে আমিনুল ইসলাম লাল্টু
  • ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কলারোয়ার ঐতিহাসিক মঠবাড়ি মন্দির
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী জাতীয় কন্দাল ফসল কৃষি মেলার উদ্বোধন
  • কলারোয়ার ছলিমপুর স্কুলের শিক্ষক আহসানুল্লাহ’র বদলির দাবিতে মানববন্ধন
  • কলারোয়ায় চান্দুড়িয়ায় লাল্টু-খুকু-ইমরান প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
  • কলারোয়ায় আ.লীগ নেতার নির্বাচনী সভায় ভোট চাইলেন বিএনপি নেতা!
  • মানবিক কলারোয়া গড়ার প্রত্যয়ে লাল্টু-খুকু-ইমরান পরিষদের নির্বাচনী সভা
  • কলারোয়ার চান্দুড়িয়ায় লাল্টু-ইমরান-খুকুর পক্ষে নির্বাচনী সভা
  • সাতক্ষীরার উন্নয়নে পাঁচ এমপিকে এক টেবিলে বসার আহবান নাগরিক কমিটির
  • কলারোয়ায় প্রচন্ড গরমে খামারে খামারে মুরগীর মৃত্যু, আতংকিত পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ার অপরূপ পুরাকীর্তি শ্যামসুন্দর মঠ-মন্দির, সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ
  • কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’