মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় এইচ,এস,সি’র প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষার সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার( ১৭ আগষ্ট) সকাল ১০ টা থেকে বাংলা ১ম পত্রের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১ টায়। প্রথম দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করেনি।

কলারোয়া উপজেলার ১০ টি কলেজের জেনারেল সাবজেক্টের ছাত্র- ছাত্রীরা ৩ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়। কেন্দ্রগুলি হলো- কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ ও বঙ্গবন্ধু মহিলা কলেজ। কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষায় ৪চি কলেজ থেকে ২৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করার অনুমতি লাভ করে।

এর মধ্যে ছাত্র-১২০ জন ও ছাত্রী- ১৫১ জন। অনুপস্থিত ১ জন ছাত্রী। সরকারি কলেজ কেন্দ্রের কলেজগুলি হলো বঙ্গবন্ধু মহিলা কলেজ, বেগম খালেদা জিয়া কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ ও ইন্জিনিয়ার মুজিবুর রহমান কলেজ। পরীক্ষা পরিচালনা কমিটির কর্মকর্তা হিসাবে রয়েছেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান, কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ আতিয়ার রহমান, ট্যাগ অফিসার হিসাবে রয়েছেন সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ।

এ দিকে, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে উপজেলার হাজী নাসিরউদ্দীন কলেজ, কাজীরহাট ডিগ্রী কলেজ, সোনার বাংলা কলেজ ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করে। কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা- ৩৪৮ জন। এর মধ্যে ছাত্র- ১৬৩ জন ও ছাত্রী- ১৮৫ জন। কোন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো না। কেন্দ্র সচিব ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন।

ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাশ। এ ছাড়া বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে কলারোয়া সরকারি কলেজের ৪৯৫ জন পরীক্ষার্থী ও শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজের ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ মাহবুবর রহমান।

পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সকল পরীক্ষা কেন্দ্রে সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রের একাধিক পরীক্ষা কক্ষে বৈদ্যুতিক পাখা না থাকা, অপরিস্কার-অপরিচ্ছন্নতা ও অবস্থাপনার জন্য কয়েকজন পরীক্ষার্থী অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা

কামরুল হাসান : কলারোয়ায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ

কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনকে সুসংগঠিত ও আগামিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মোল্লা আর নেই। তিনিবিস্তারিত পড়ুন

  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে
  • কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা
  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • কলারোয়া সরকারি কলেজে নবাগত ও বিদায়ী প্রভাষকদের সম্মাননা
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন
  • কলারোয়ার সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই।। দাফন সম্পন্ন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আলাউদ্দীনের ইন্তেকাল।। দাফন সম্পন্ন