শুক্রবার, মে ৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আসাদুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন

কলারোয়ার বোয়ালিয়ায় এড.কিনুলাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বোয়ালিয়ার আসাদুল এন্টারপ্রাইজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শুক্রবার বিকেলে স্থানীয় মাদ্রাসা ফুটবল মাঠে আসাদুল এন্টারপ্রাইজ ও কলারোয়ার ধানঘোরা ফুটবল একাদশ এর মধ্যে জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলার প্রথম অধ্যায় গোলশূন্য নিয়ে উভয় দল বিরতিতে যায়।

দ্বিতীয় অধ্যায়ের খেলা শুরুর ৮ মিনিটে ধানঘোরা ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়াড় সিদ্দিক একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ২০মিনিটে আসাদুল ইন্টারপ্রাইজ ফুটবল একাদশের ৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় ফিরোজ একটি গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনেন। নির্দিষ্ট সময়ের ভিতরে আর কোনো গোল না হওয়ায় খেলাটি সরাসরি টাইব্রেকারে গড়ায়।
ট্রাইব্রেকারে ৪- ২ গোলে ধানঘোরা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বোয়ালিয়ার আসাদুল এন্টারপ্রাইজ।

খেলায় রেফারি দায়িত্ব পালন করেন মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন মাসুদ পারভেজ মিলন ও ফারুক হোসেন স্বপন।

ধারাভাষ্য প্রদান করেন সীমান্ত প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান খোকা, তহিদুজ্জামান ও আবুল বাশার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খেলাটি উপভোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক দুলাল চন্দ্র গাইন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব মীর খায়রুল কবির, চেয়ারম্যান স ম মোরশেদ আলী, এস এম আফজাল হোসেন হাবিল, রূপালী ব্যাংক লিমিটেডের খুলনা ডিজিএম মতিলাল গাইন, সদর থানা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবদুর রশিদ, সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীমুর রহমান, বোয়ালিয়া মুক্তিযুদ্ধা ডিগ্রী কলেজে অধ্যক্ষ ফারুক হোসেন, অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ,এডভোকেট আবুল বাশার, এয়া সাগর সব্যসাচী গাইন, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম অ্যাড. কিনুলাল গাইনের সহধর্মিনীর স্বর্ণ গাইন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান ভূট্রো লাল গাইন।

খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ধানঘোরার সিদ্দিক, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হযন আসাদুল এন্টারপ্রাইজের গোলকিপার ওয়াইস কুরুনি।

রানার্সআপ দলকে একটি ট্রফি ও ২০ হাজার টাকা প্রদান করা হয়।
চাম্পিয়ান দলকে একটি ট্রফি ও ৩০ হাজার টাকা প্রদান করা হয়।

বিপুল সংখ্যক দর্শক এই ফাইনাল খেলাটি উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

দীপক শেঠ, কলারোয়া : কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমাবিস্তারিত পড়ুন

হিট ষ্ট্রোকে আতঙ্কে আছেন কলারোয়ার পোল্ট্রি খামারীরা

নিজস্ব প্রতিনিধি : প্রচন্ড তাপদাহে সাতক্ষীরার কলারোয়া উপজেলার পোল্ট্রি খামারীরা পড়েছেন মহাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষিতে পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ুবিস্তারিত পড়ুন

  • ৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণ কাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার
  • একই দিনে কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যোগদান
  • কলারোয়ায় কৃষির জলবায়ু পরিবর্তন প্রকল্পের কর্মশালা
  • কলারোয়ায় আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা
  • ‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন
  • কলারোয়ায় তৃষ্ণার্ত পথচারীদের পানি ও স্যালাইন দিলেন স্বপন এমপি
  • কলারোয়ার পালপাড়া গণহত্যা দিবসে গভীর শ্রদ্ধায় শহীদদের স্মরণ
  • কলারোয়ায় ঔষধ ব্যববসায়ীদেরকে নিয়ে জনসচেতনামূলক সভা
  • ২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড
  • কলারোয়ায় তথ্য অধিকার বাস্তবায়নসহ একাধিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রঙ্গিন টিভি উপহার দিলেন সাইফুল্যাহ আজাদ