রবিবার, এপ্রিল ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর

কেশবপুরে নিধি স্পেটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহার পিতার মৃত্যু

যশোরের কেশবপুরে নিধি স্পেটিং ক্লাবের চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জয় সাহার পিতা সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী রাম সাহা (৮৪) শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে নিজ বাসভবন শহরের সাহাপাড়ায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ পূত্র ও ১ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। বিকালে কুঠিবাড়ী মহাশশ্মশানে তঁার শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।
এদিকে সমাজসেবক ও বিশিষ্ট ব্যাবসায়ী রাম সাহার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, কেশবপুর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন বিশ্বাস, সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর কবীর মিন্টু, সাবেক যুগ্ম-সম্পাদক নূরুল ইসলাম খান, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক সদস্য আব্দুল গফুর, আনিসুর রহমান, জামশেদ আলী প্রমুখ।

কৃষকের জমি নিয়ে বিরোধ, উত্তেজনা

যশোরের কেশবপুর পল্লীতে এক কৃষদের জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। যার ফলে ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উপজেলার নারায়নপুর গ্রামের নজরুল ইসলামের পূত্র কৃষক আবু হানিফ জানান, ২০১৯ সালের ৫ই মার্চ সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি মৌজায় জে এল নং ১২৯, ৭৩ নং আর এস খতিয়ানের ১০৩ নং আর এস দাগের মধ্য থেকে যথাক্রমে বরিশাল জেলার মুলদী থানার চরলক্ষীপুর গ্রামের মৃত মোতালেব হোসেনের পূত্র সাইফুল ইসলামের নিকট থেকে ৩ শতক এবং বরিশাল জেলার মুলদী থানার চরলক্ষীপুর গ্রামের মৃত সাহেব আলী মোড়লের কন্যা রিজিয়া বেগমের নিকট থেকে ৩ শত জমি, মোট ৬ শতক জমি ২ লাখ ১৭ হাজার টাকা মূল্যে ৯৯৩ নং কোবলা দলিল মূলে ক্রয় করেন। শুক্রবার সকালে উক্ত জমিতে তিনি বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল আমার বাড়ি নির্মাণ কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি শালিশ বৈঠকের মাধ্যমে আমার পাক্ষে রায় দিয়েছেন।
অপরদিকে কলাগাছি গ্রামের মৃত আনার আলী শেখের ছেলে আশরাফ শেখ উক্ত সম্পত্তি তঁার দাবী করে জানান, তিনি ৭/৮ বছর যাবৎ জমিটা আমি ভোগ দখল করে আসছি। শালিশ বৈঠক আমার পক্ষে রায় দিয়েছে। কিন্তু উক্ত রায় উপেক্ষা করে হঠাৎ করে আবু হানিফ তার জমি জবর দখল করে বাড়ি নির্মাণ শুরু করছেন। তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।
অপরদিকে জমি সংক্রান্ত বিরোধের কারণে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পাজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের মৃত্যু

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজাম উদ্দিন (৬৭) শুক্রবার দুপুরে মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ২৬ বিল পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক ছিলেন। এলাকার জলাবদ্ধতা নিষ্কাশনে কৃষকের পক্ষে আন্দোলন সংগ্রাম করায় তিনি কৃষক বন্ধু হিসাবে পরিচিতি পান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পূত্র ও ১ কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে সর্বস্তরের মানুষ তাকে শেষ বারের মতো এক নজর দেখার জন্য তাঁর বাড়িতে ভিড় করেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে ।
এদিকে সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র রফিকুল ইসলাম, পঁাজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণপদ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম সুইট, দপ্তর সম্পাদক জাকির হোসেন সবুজ, সহ-দপ্তর সম্পাদক আবুল বাসার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলোক বসু বাপী, সমাজ কল্যাণ সম্পাদক হাসানুজ্জামান লিন্টু, ক্রীড়া সম্পাদক রেজোয়ান হোসেন লিটন, গ্রন্থাগার সম্পাদক শামসুর রহমান বাবলা, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিহা জামান, নির্বাহী সদস্য কাজী আজাহারুল ইসলাম মানিক, গোলাম ফারুক বাবু, আব্দুল্লাহ আল মাহফুজ ও মোহাচ্ছান আলী শাওন, সদস্য কাওছার হোসেন রুবেল, নূর এ আলম সিদ্দিকী, মীর আজিজ হাসান, মেহেদী হাসান সুমন, কবির হোসেন, জাহিদুল ইসলাম, তুহিন হোসেন, সৈয়দ ফয়সাল হাসান রিফাত, মফিজুর রহমান, ফারুক হোসেন, আলতাফ হোসেন, সাইদুর ইসলাম, মুন্নাফ হোসেন, সোহেল রানা, তানিম আরাফাত, মোরশেদ আলম, আক্তারুজ্জামান, সরদার মোস্তফা কামাল হিরো, শিমুল হাসান, এনামূল হক প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

খুলনা অঞ্চলিক স্কাউটসের নির্বাহী সভা ও উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা

খুলনা অঞ্চলিক স্কাউটস এর নির্বাহী সভা ও উপ-পরিচালকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ঝড়-বৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান কাটায় ব্যস্ত যশোরের রাজগঞ্জের কৃষকেরা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। আকাশেবিস্তারিত পড়ুন

রাজগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আমাদের এ্যাম্বুলেন্সে কর্তৃপক্ষ

রাজগঞ্জ প্রতিনিধি : যশোর জেলার রাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন মনিরামপুরেরবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে শ্রমিক সরদারের ওপর সন্ত্রাসী হামলায় আসামিদের গ্রেপ্তারের দাবি
  • শার্শায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা করতে গিয়ে ফের হামলা
  • কলারোয়ার কাশিয়াডাঙ্গা-ত্রিমোহনী ব্রিজ নির্মাণের আশ্বাস এলজিআরডি’র পিডি’র
  • মনিরামপুরের রাজগঞ্জে স্বর্ণ ব্যবসার আড়ালে চলছে রমরমা সুদের ব্যবসা
  • যশোরে মেয়েদের শয়নকক্ষে সিসি ক‍্যামেরা, কওমী মাদ্রাসা বন্ধ
  • শার্শায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম, লাইফ সাপোর্টে
  • বেনাপোল কাস্টমসের সময় উপযোগী পদক্ষেপ ৯ মাসে রাজস্ব বেড়েছে ৩৬৬ কোটি টাকা
  • শার্শায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে যখম
  • মনিরামপুরে বাপের বাড়ি থেকে স্ত্রীকে আনতে না পেরে যুবকের আত্মহ*ত্যা
  • গাজায় গণহত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদী কবিতা পাঠ ও মানববন্ধন
  • যশোরের শার্শায় পন্যবাহী ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী গৃহবধু নিহত
  • ট্রানজিট সুবিধা বাতিলে বেনাপোল বন্দর থেকে ফেরত এলো ৪ পণ্যবাহী ট্রাক