সোমবার, এপ্রিল ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলিয়্যান্স ইন মুন্ডা আদিবাসী (ইন্ডিজিনাস) কমিউনিটি প্রকল্পের অবহিতকরণ সভা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে কমিউনিটি চেষ্ট কোরিয়ার অর্থায়নে অক্সফাম বাংলাদেশ’র সহায়তায় “ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলিয়্যান্স ইন মুন্ডা আদিবাসী (ইন্ডিজিনাস) কমিউনিটি” প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে (১২ অক্টোবর) সকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন।

সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন।

প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন, অক্সফাম বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার মো. মোস্তফা আলী। স্বাগত বক্তব্য রাখেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসুচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রকল্পটি শ্যামনগর উপজেলার রমজাননগর ও কৈখালী ইউনিয়নের মুন্ডা সম্প্রদায়ের ১৬৪ টি পরিবার নিয়ে ১০টি আত্মনির্ভরশীল দল গঠনের মাধ্যমে কাজ করবে। জলবায়ু সহনশীল জীবনযাত্রা, কৃষি, নারী নেতৃত্বের উন্নয়ন, আয় বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করবে।

সভায় অংশগ্রহণকারীগণ মুন্ডা সম্প্রদায়ের জনগোষ্ঠী জীবন ও জীবিকার উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

প্রকল্প অবহিতকরণ সভায় অংশগ্রহণকারী মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, তাদের জীবন মান উন্নয়নে প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বিশেষ করে নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে এই প্রকল্প কার্যক্রম অত্যন্ত সহায়তা করবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, প্রকল্প কার্যক্রমের সাথে ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা জরুরী, উপজেলা সমাজসেবা অফিসার বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে মুন্ডা সম্প্রদায় একটি। তাদের সরকারি সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে আমার অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মুন্ডা সম্প্রদায়ের সাথে আমার ইউনিয়নের ঋষি সম্প্রদায়ের মানুষকেও সম্পৃক্ত করতে হবে। রমজান নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই ইউনিয়নের মুন্ডা সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে নতুন একটি প্রকল্প যেটা কিনা নারীদের বিভিন্ন আয় বৃদ্ধিমূলক কাজে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের পরিষদের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

সভায় প্রধান অতিথি বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শ্যামনগর উপজেলার সরকারি ও বে-সরকারি পর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে মুন্ডা সম্প্রদায়ের মানুষের উন্নয়নে সহযোগিতা করবে। বিশেষ করে সেল্ফ হেল্প গ্রুপ এই উদ্যোগ তাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করবে।

সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন বলেন, মুন্ডা সম্প্রদায়ের এই প্রকল্পের মাধ্যমে একটি সুন্দর ডাটাবেজ তৈরি হবে যেটি শুধু প্রকল্প বাস্তবায়ন নয় আমাদের সরকারি বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অধিকার বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপজেলা প্রশাসন মাল্টিপারপাস সেন্টার তৈরির ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী যদি জমি দেয়ার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রের সব ধরনের সহযোগিতা করবে। শ্যামনগরের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এই প্রকল্পটি অত্যন্ত যুগ উপযোগী হয়েছে বলে আমি মনে করি। এই ধরনের আরো নতুন নতুন প্রকল্প অক্সফামের সহযোগিতায় বেকিং দ্য সাইলেন্স শ্যামনগর অঞ্চলে গ্রহণ করবে এটা আমরা প্রত্যাশা করি।

এসময় আরো উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্সের BID4JC প্রকল্পের ম্যানেজার মিরাজ উদ্দিন তালুকদার, প্রজেক্ট কো-অডিনেটর মো. সুরজ আলী সরকার, অক্সফাম এর প্রোগ্রাম অফিসার মো. শরিফুল ইসলাম, প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মো. মোশারফ, অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অফিসার রহিমা খাতুন, অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মবিলাইজার অরপোনা মুন্ডা, প্রিয়াঙ্কা রানী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ভোমরায় বিজিবি’র ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান

গাজী হাবিব, সাতক্ষীরা: সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে সাতক্ষীরা সদরের ভোমরায় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিড়ি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত। ICT কোচিংবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে স্কুলের জমি জবর দখলে বাঁধা দেওয়ায় ইজারা গ্রহিতাকে মারপিট: আটক ১
  • আশাশুনিতে গণমাধ্যম কর্মীদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
  • উত্তর দেবনগর এলাকায় রবিউলের মৎস্য ঘের দখল করে বিষ দেওয়ার অভিযোগ
  • বাল্যবিবাহ প্রতিরোধে আখড়াখোলায় আনসার দলনেত্রীর উদ্যেগে উঠান বৈঠক
  • সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় ১১ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
  • স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কলারোয়ায় চার দলীয় দিবারাত্রির ফুটবল টুর্নামেন্টের শিরোপা খুলনা ভেটেরান্সের
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা প্রেসক্লাবের কমিটি গঠন
  • সাতক্ষীরায় প্রায় ১৩ কেজি রৌপ্যসহ ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • সাংবাদিক আরিফুলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে মহাত্মা হ্যানিম্যানের জন্মবার্ষিকী পালিত
  • কলারোয়ায় ই ল্যাব ডায়াগনস্টিকের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প