মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলেন হিংসা ভুলে নতুন বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাই: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব, ঢাকা কলেজের সাবেক ছাত্র ও শিক্ষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৫ বছরের ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অনেক রক্তপাত হয়েছে। আমরা আবার একটা নতুন বাংলাদেশ পেয়েছি। চলেন সবাই একসঙ্গে মিলে সব হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে নতুন বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।

তিনি বলেন, তরুণ প্রজন্ম এখন অনেক এগিয়ে, তারা অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। অনেক বেশি তারা জানে আর এই জানাটার কোনো শেষ নেই। তরুণকে এখন সবচেয়ে বেশি লেখাপড়ার ওপর গুরুত্ব দেওয়া দরকার।

শুক্রবার মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢালী আম্বার রিসোর্টে ঢাকা কলেজের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা কলেজ একটা সময় সবচেয়ে উঁচু একটা প্রতিষ্ঠান ছিল। আমরা ওই গৌরবটা যেন না হারাই। স্বাধীনতার পর আমার ঢাকা কলেজে পড়াশোনা করার সুযোগ হয়েছিল। সেই সময়ের এক্সপেরিয়েন্ট আমার জীবনে একটা প্রাচীর হয়ে রয়েছে। এখানে এসে আমি অনেক আগে যারা কলেজ থেকে বেরিয়ে গেছে তাদের পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। এখন অনেক চিন্তা ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশন বিরাট একটা পার্থক্য আছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমি গর্বিত মনে করি যে, আমি ঢাকা কলেজের ছাত্র। আমি এই কলেজে যা শিখেছি, দেখেছি এবং ছাত্র রাজনীতির একটা এক্সপেরিয়েন্স সব মিলিয়ে ঢাকা কলেজের জীবনটা আমার জন্য আনন্দময় ছিল। সেখান থেকেই আমার জীবনের চমৎকার সময়টা শুরু হয়েছিল।

তিনি আরও বলেন, আমরা অনেক দূর এগিয়েছি; আমাদের আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। এজন্য আমার বিশ্বাস ঢাকা কলেজের ছাত্ররা মেধার ভিত্তিতে এখন আরও বেশি সময় দেবে- সেই সময়টা এখন চলে আসছে।

ঢাকা কলেজের গ্র্যান্ড রিইউনিয়ন আয়োজক কমিটির আহবায়ক, ঢাকা কলেজের সাবেক ভিপি, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিএনপি নেতা ফজলুল হক মিলন, সাবেক এমপি ও ভিপি বরকত উল্লাহ, ঢাকা কলেজের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী ছাড়াও কলেজটির সাবেক শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

ঢাকা কলেজ গ্র্যান্ড রিইউনিয়ন-২০২৫ কেন্দ্র করে রিসোর্টটি মিলন মেলায় রূপ নেয়। দিনব্যাপী খাওয়া-দাওয়া আনন্দ ছাড়াও কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী ন্যান্সি।

একই রকম সংবাদ সমূহ

আসুন সবাই মিলে একটা ভালোবাসার দেশ গড়ি : মির্জা ফখরুল

মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর (হিউম্যান পেসেজ) দেয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রদান বন্ধ করতে পারবেন না বলে জানান মোদি

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সামাজিকবিস্তারিত পড়ুন

দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া

সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই (এপ্রিল) লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসনবিস্তারিত পড়ুন

  • নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত
  • শেরে বাংলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে: তারেক রহমান
  • চীন সব সময় শক্তিশালী বাংলাদেশ দেখতে চায় : মির্জা ফখরুল
  • এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়, একমত জামায়াত
  • আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা গ্রেফতার
  • সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইলেন জামায়াতের আমির
  • ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির যদি…
  • সচিবলায় বসে সুবিধা নিচ্ছে ফ্যাসিবাদের দোসররা: মির্জা আব্বাস
  • আদালতে শাজাহান খানের দম্ভোক্তি
  • আ. লীগকে নিয়ে কী করা হবে তা সরকারকেই ঠিক করতে হবে: রিজভী
  • ৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন
  • যে কোনো মূল্যে আমাদের ঐক্য ধরে রাখতে হবে: তারেক রহমান