রবিবার, জুলাই ৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবীতে জেলা বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি: “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবীতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইটাগাছা হাটের মোড়, সুলতানপুর বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মো. নুরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, জেলা যুব দলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভূট্টো, আহবায়ক গোলাম সরোয়ার, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, মনিরুজ্জামান প্রিন্স, জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, সাবেক কৃষক দলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আকবার আলী।

জেলা ছাত্রদলের নেতা মীর্জা অর্ঘ্য, মানিক, শ্রাবণ প্রমুখ। লিফলেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অব্যাহত মূল্য বৃদ্ধিতে যখন জনগণের জীবন দূর্বিসহ হয়ে পড়েছে। একটু কম দামে চাল, ডাল, তেল, লবন পাওয়ার জন্য যখন টিসিবির ট্রাকের পিছনে দরিদ্র মানুষের সাথে নিন্ম মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত মানুষের লাইন দীর্ঘায়িত হচ্ছে তখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের নির্মম রসিকতা জনগণকে ক্ষুব্ধ ও ক্রুব্ধ করেছে।

রমজানের আগে কিছু পণ্যের দাম কমানোর কথা শোনা গেলেও কোন পণ্যের দাম কমেনি। বরং গত কয়েক দিনে ডাল, তেল, চিনি, খেজুর, ডিম ও পেয়াজের দাম বেড়েছে। ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখা, মরিচ শুকিয়ে গুড়া করে রাখা, পেয়াজ ভেজে বৈায়ামে রাখা কিংবা ইফতারে খেজুর না খাওয়ার পরামর্শ দিয়ে সরকার দায়িত্ব এড়াতে পারেনা।

প্রতিবছর কিংবা বছরে একাধিকবার তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়িয়ে সরকার নিজেই জনগণের উপর জুলুম করছে। এর ফলে শিক্ষা, যাতায়াত, বাড়িভাড়া এমনকি ওষুধপত্রের দামও বেড়েছে কয়েকগুণ। একদিকে দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। অন্যদিকে বাড়ছে বেকার, অর্থবেকার, ভূমিহীন ও আশ্রয়হীন মানুষের সংখ্যা।

ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে শাস্তি ভোগ করছে নিরাপরাধ জনগণ। ভাত ও ভোটের দাবী করলেই তাদের গুম, খুন গায়েবী মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্বাধীন দেশের জনগণ আজ জীবন, জীবিকা ও মানবাধিকারহীন।

তারা এই দূর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করেছেন। এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

‘ওড়না কেড়ে নিয়ে হাত বেঁধে ঝুলিয়ে রাখতো, আর বলতো এখন পর্দা ছুটে গেছে’

একের পর এক ভয়াল অভিজ্ঞতা, শরীরে চিহ্ন, আর মানসিক যন্ত্রণা নিয়ে ফিরেবিস্তারিত পড়ুন

গণহত্যার বিচার ও সংস্কারের পরেই নির্বাচন: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা গণহত্যা করেছে, আমরাবিস্তারিত পড়ুন

‘সাদাকে সাদা আর কালোকে কালো বলুন’: সাংবাদিকদের প্রতি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আগামি নির্বাচনেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডু*বে শি*শুর মৃ*ত্যু
  • যশোরের শার্শায় গৃহবধূকে গনধর্ষণের অভিযোগ
  • ‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’
  • মিত্রদের কয়টি আসনে ছাড় দেবে বিএনপি?
  • আসন বণ্টন নিয়ে তারেক রহমানে আস্থা বিএনপির মিত্রদের
  • বাংলাদেশিদের কিডনি পাচার হচ্ছে ভারতে!
  • বর্তমান সময়ে সুষ্ঠু নির্বাচনের কথা কল্পনাও করা যায় না: ডা. শফিকুর
  • জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি : নাহিদ ইসলাম
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • বাংলাদেশে ‘এক কিডনির গ্রাম’, দালাল চক্রের ফাঁদে নিঃস্ব দরিদ্র মানুষ
  • যশোরের শার্শা উপজেলায় আপ বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
  • জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গড়া: নাহিদ ইসলাম