বঙ্গবন্ধুর সমাধিসৌধে যবিপ্রবি শিক্ষক সংগঠন নীল দলের শ্রদ্ধা


শোকাবহ আগস্ট-২০২১ ও নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দদের সংগঠন নীল দল।
মঙ্গলবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী শিক্ষকদের নিয়ে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ জাতির পিতার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সকাল সাড়ে ৮টায় যবিপ্রবি নীল দলের সদস্যরা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। দুপুর সাড়ে ১২টার দিকে সৌমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছানোর পর নীল দলের নেতারা বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে শহিদ সকল সদস্যের রূহের মাগফিরাত এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে অতিমারী করোনা থেকে মুক্তিসহ বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধিসৌধ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সামিউল আলম নওয়াব। পরে যবিপ্রবির নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ সমাধিসৌধের শোক বইয়ে স্বাক্ষর করেন। যবিপ্রবির নীল দলের নেতারা সমাধিসৌধের কিউরেটরসহ সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে সমাধিসৌধ গ্রন্থাগার এবং জাদুঘরও পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি নীল দলের সদস্য সচিব ডা. মো. ফিরোজ কবির, নীল দলের যুগ্ম আহ্বায়ক ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, ড. শিরিন নিগার ও ড. তানভীর ইসলাম, নীল দলের সদস্য ড. শিমুল সাহা, ড. মো. কোরবান আলী, মো. হাবিবুর রহমান, সরোজিৎ কুমার বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, শোভন লাল সরকার, মো. জিল্লুর রহমান, মো. ওহিদুজ্জামান, মো. শাহীন সরকার, ডা. মো. জাহিদ হোসেন, সিফাত রাহী, অভিজিৎ দাস, ফি ফয়সাল আহমেদ, সাব্বির আহমেদ, তুহিনুর রহমান জয়, বোরহানুল হক আসপিয়া, আরমান গাজী, মো. আরিফ চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
