শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারত সীমান্তে বিএসএফের গুলিতে কলারোয়ার গয়ড়ার যুবক গুলিবিদ্ধ!

সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাতক্ষীরার কলারোয়ার এক যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সুমন (২৫) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মজিবর রহমানের পুত্র।

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে সুমন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছেন তার আপন খালাতো ভাই ড্রাইভার লাল্টু।

লাল্টু বলেন, ‘কলারোয়ার চান্দুড়িয়ার পার্শ্ববর্তী শার্শার রুদ্রপুর সীমান্তের বিপরীতে ভারতের কালাঞ্চি-তেতুলবাড়িয়া সীমান্তের গড়জালা এলাকায় সুমন গুলিবিদ্ধ হয়েছে বলে মোবাইলে ওপারের লোকজনের কাছ থেকে জেনেছেন।’

তিনি আরো বলেন, ‘গরু আনতে সোমবার সন্ধ্যার পর বর্ডার ক্রস করে সুমন। পরে রাতেই গরু নিয়ে ফেরার পথে গড়জালা এলাকায় ভারতীয় কালাঞ্চির তেতুলবাড়িয়া ক্যাম্পের বিএসএফ জোয়ানদের হাতে গুলিবিদ্ধ হয় সুমন। তাকে বনগাঁ হসপিটালে নেয়া হয়েছে বলে শুনেছি।’

তবে নাম প্রকাশ না করার শর্তে সীমান্তবর্তী এলাকায় চোরাচালানী কর্মকান্ডে সম্পৃক্ত কয়েকজন জানান, ‘১৪ সেপ্টেম্বর সোমবার রাতে গয়ড়া গ্রামের সুমন, শার্শার দাউদখালী গেটপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাহিদ (২২), রুদ্রপুর গ্রামের মৃত আমিন উদ্দীনের ছেলে আব্দুল মাজেদ (৩০) ও জাহাঙ্গীরের ছেলে লিটন (২৪) সীমান্ত অতিক্রম করে ভারতে গরু আনতে যায়। তারা ৩টি গরু নিয়ে ফিরে আসার পথে গড়জালা ঘেরের ভেতর তেতুলবাড়ীয়া ক্যাম্পের বিএসএফ তাদের এট্যাক করে। এসময় বাকী ৩জন ১টি গরু নিয়ে পালিয়ে আসলেও গুলিবিদ্ধ অবস্থায় সুমন দু’টি গরুসহ বিএসএফের হাতে ধরা পড়ে।’

তারা আরো জানান, ‘গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে বিএসএফ ক্যাম্পে ও পরে বনগাঁয় হসপিটলে নিয়ে গেছে বিএসএফ। বাংলাদেশের বিজিবি’র সাথে যোগাযোগের চেষ্টা করছে বিএসএফ।’

রুদ্রপুর বিজিবি’র বিওপি কমান্ডার নায়েব সুবেদার আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এ ব্যাপার বিএসএফের সঙ্গে মঙ্গলবার সকালে একটি পতাকা বৈঠক করা হয়েছে।’
বৈঠকে বাংলাদেশে পক্ষে ছিলেন সুবেদার মশিউর রহমান ও ভারতের পক্ষে ছিলেন এসি সন্তোষ কুমার।

ভারতের কালাঞ্চি, তেতুলবাড়িয়া ও গড়জালা এলাকাটির কিছু অংশ মূলত কলারোয়ার চান্দুড়িয়া এবং শার্শার দাউদখালী ও রুদ্রপুর সীমান্তের ওপারে। সীমান্তটি ইছামতী নদী দ্বারা বিভক্ত। চান্দুড়িয়া ও দাউদখালী সীমান্তটি একেবারেই পাশাপাশি লাগোয়া হলেও এ দুটি দুই জেলার, দুই উপজেলার ভিন্ন ব্যটালিয়নের ভিন্ন বিওপি’র। দাউদখালী সীমান্ত এলাকা বিজিবি’র রুদ্রপুর বিওপি’র অধীনে।

আর গুলিবিদ্ধের ঘটনাটি ভারতের ৬৪ বিএসএফ’র তেতুলবাড়িয়া ক্যাম্পের সদস্যদের হাতে গড়জালা এলাকায় হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেটি রুদ্রপুর বিওপি’র এলাকার ওপারে ভারত সীমান্তের অভ্যন্তরে। তবে গুলিবিদ্ধ যুবক সুমন কলারোয়ার গয়ড়া গ্রামের বাসিন্দা বলে সূত্রটি নিশ্চিত করেছে।

কলারোয়ার চান্দুড়িয়া ও এর পার্শ্ববর্তী শার্শার দাউদখালী সীমান্তে টহলরত একাধিক বিজিবি সদস্য ঘটনাটি শুনেছেন বলে অনানুষ্ঠানিকভাবে জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছিতে মহিলা সমাবেশ

কলারোয়ার কেঁড়াগাছি‌তে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।বুধবার বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিসিডিবি’র আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিনিধি: ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”- এই স্লোগানকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা

কলারোয়ায় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুলকে ফুলেল শুভেচছা
  • কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে প্রাথমিক সহকারী শিক্ষকদের আলোচনা
  • ‘বস্তুনিষ্ঠ সংবাদে আপোষহীন’ কলারোয়া প্রতিদিন এর অফিস উদ্বোধন
  • কলারোয়ায় ‘উন্নয়ন পরিষদের’ উদ্যোগে স্বেচ্ছাসেবী সম্মেলন
  • কলারোয়ায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কলারোয়ায় ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  • কলারোয়ায় বেড়েছে কুলের চাষ
  • কলারোয়ায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা
  • কলারোয়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • দৈনিক ইনকিলাবের কলারোয়া সংবাদদাতা হলেন আসাদুজ্জামান ফারুকী
  • কলারোয়ায় কৃষি ব্যাংকের আয়োজনে তারুণ্যের উৎসব উপলক্ষে বাইসাইকেলে বিতরণ
  • কলারোয়ার বোয়ালিয়ায় ফুটবল টুর্নামেন্টে হঠাৎগঞ্জ চ্যাম্পিয়ন