মঠবাড়িয়ায় সাপলেজা ইউনিয়নে ভোটার ২৪ হাজার ৫’শ ২৩ জন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়ন পরিষদের মোট ভোটার ও ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়েছে। এবার ১০টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৪৫২৩ জন।এর মধ্যে ভাইজোড়া,কচুবাড়িয়া ও খেতাচিড়ায় (সংরক্ষিত আসন নংÑ০১) ভোটার সংখ্যা ৮০৭৩ জন। সাপলেজা, চড়কগাছিয়া ও তাফালবাড়িয়ায় (সংরক্ষিত আসন নং-০২) ভোটার সংখ্যা ৮৭২৮ জন। নলী ,বুখইতলা ও বাদুরতলী এলাকায় (সংরক্ষিত আসন নংÑ০৩) ভোটার সংখ্যা ৭৭২০ জন।
১০ টি কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ রয়েছে ১৩০ নং দক্ষিন পূর্ব বাদুরতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি। বিদ্যালয়টির উন্নয়নের টাকা ইতোমধ্যে প্রধান শিক্ষক ও সভাপতি আত্মসাত করেন ।অবহেলিত এ বিদ্যালয়টি দেখলে সহযেই অনুমেয় যে এখানে সরকারের কোন আইন চলে না ,চলে প্রধান শিক্ষক ও সভাপতির নিজস্ব আইন। অদৃশ্য শক্তির ইশারায় কেন্দ্র সংস্কারের টাকাও আত্মসাত করার সাহস করেন তারা।
ভোট কেন্দ্রগুলোর মধ্যে ভাইজোড়া সরকারী প্রা: বি: কেন্দ্রে পুরুষ ভোটার ১২৯৬ জন ও মহিলা ভোটার ১৩১৭ জন।কচুবাড়িয়ায় পুরুষ ভোটার ১৪৮০ জন ও মহিলা ভোটার ১৪৮১ জন। খেতাচিড়ায় পুরুষ ভোটার ১২৮৪ জন ও মহিলা ভোটার ১২১৫ জন।সাপলেজা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পুরুষ ভোটার ৭৪৫ জন ও মহিলা ভোটার ৮১৬ জন।ঝাটিবুনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে পুরুষ ৮২৩ ও মহিলা ৮১২। নলী চড়কগাছিয়া তমিজিয়া মা: বি: চড়কগাছিয়া কেন্দ্রে পুরুষ ভোটার ১৩৯১ জন ও মহিলা ভোটার ১৪০৩ জন।তাফালবাড়িয়ায় পুরুষ ভোটার ১৩৮৭ জন ও মহিলা ভোটার ১৩৫৩ জন।বাদুরতলী পুরুষ ভোটার ১২০৮ জন ও মহিলা ভোটার ১২০৫ জন।উত্তর নলী সরকারী প্রা: বি: বুখইতলা কেন্দ্রে পুরুষ ১২৭৩ ও মহিলা ১২৮০। নলী চান্দখালী কেন্দ্রে পুরুষ ভোটার ১৩৯৭ জন ও মহিলা ভোটার ১৩৫৭ জন।
উল্লেখ্য,আগামী ১১ এপ্রিল মঠবাড়িয়া উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।এরমধ্যে রয়েছে তুষখালী,মিরুখালী,বেতমোর রাজপাড়া,গুলিশাখালী,সাপলেজা ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ। এই ৬টির মধ্যে সবচেয়ে বেশী ভ্ােট্রা রয়েছে সাপলেজা ইউনিয়নে।দ্বিতীয় অবস্থানে রয়েছে মিরুখালী ইউনিয়ন। এখানে মোট ভোটার সংখ্যা ১৯০৯৩ জন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)