শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে কোয়ারেন্টাইনের শর্ত ভেঙে এলাকায় ঘুরছে ভারত ফেরত ব্যক্তিরা

ভারত থেকে ফিরে আসা স্থানীয় তিন ব্যক্তি কোরারেন্টাইনের শর্ত না মেনে গোটা এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ঈদের পরের দিন জ¦রাক্রান্ত তাদের অপর এক সহযোগীর আকস্মিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। যার ফলে ভারত থেকে বাড়িতে ফিরে আসা ব্যক্তিদের নিয়ে এলাকাজুড়ে চরম আতংক সৃষ্টি হয়েছে। এমনই অভিযোগ করেছেন শ্যামনগর উপজেলার ভুরলিয়া ইউনিয়নের কাটিবারহল ও পার্শ্ববর্তী খানপুর গ্রামের অসংখ্য মানুষ। অভিযুক্তরা কোয়ারেন্টাইনের শর্ত মেনে চলার দাবি করলেও স্থানীয় জনপ্রতিনিধি জানিয়েছেন বিষয়টি তিনি নিশ্চিত হওয়ার চেষ্টা করেছেন।

জানা গেছে, শ্যামনগর উপজেলার কাটিবারহল গ্রামের কারিগরপাড়ার হাবিবুল্লাহ (৩৩), শাহিন (৩২) ও রিয়াজুল (৩৭) গত ১২ মে অবৈধভাবে (চোরাইপথে) ভারত থেকে দেশে ফিরে আসেন। কালু কারিগর, মুছা কারিগর ও মুনসুর কারিগরের ছেলে এ তিন ব্যক্তি ভারতের বিভিন্ন শহরে ঘুরে সেখানে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করতেন। তাদের অবৈধভাবে ভারতে যাওয়া-আসার বিষয়টি দেখভাল করতেন সহযোগী একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ফজের আলী(৩৭)। যিনি ঈদের একদিন পর জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে নিজ বাড়িতে মারা যায়।

মুজিবর রহমানসহ স্থানীয়রা জানায় করোনার উপস্বর্গ নিয়ে ফজের আলীর মৃত্যুর বিষয়টি লোকমুখে জানতে পেরে প্রশাসন ভারত ফেরত অপর তিনজনের বাড়ি লকডাউন করে দেয়। এসময় তাদেরকে হোম কোয়ারেন্টাইন যথাযথভাবে মানার শর্ত দিয়ে বাড়িতে থাকার সুযোগ করে দেয়।
মাহতাব উদ্দীনসহ কয়েকজনের অভিযোগ হোম কোয়ারেন্টাইনের শর্ত লংঘন করে এ তিন ব্যক্তি গোটা এলাকা ঘুরে বেড়াচ্ছে। এলাকার হাট-বাজারে ও প্রতিবেশীসহ নিকটাত্বীয়দের বাড়িতে পর্যন্ত তারা যাতায়াত করছে। হোম কোয়ারেন্টাইনের ন্যুনতম শর্ত তারা মান্য করছে না। এমতাবস্থায় স্থানীয়রা দারুনভাবে আতংকিত হয়ে পড়েছে।

স্থানীয়রা অভিযোগ করেন ভারত থেকে ফিরে আসা ব্যক্তিরা যথেচ্ছাভাবে যত্রতত্র চলাচলের কারণে তারা মারাত্মকভাবে ভীত হয়ে পড়েছেন।

তবে কোয়ারেন্টাইনে থাকা হাবিবুল্লাহ জানান, অন্তত দশদিন আগে বাড়িতে ফিরলেও ফজের আলীর দাফনের পর হঠাৎ প্রশাসন বাড়ি লকডাউন করে দেয়। কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে যে নির্দেশ দেয়া হয়েছে তা মেনে চলছেন তিনিসহ অন্যরা। স্থানীয় কিছু মানুষ বিষয়টি নিয়ে ভুল প্রচারনা ছড়াচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য শহীদ হোসেন জানান, স্থানীয়রা অভিযোগ তোলায় তিনি গ্রামপুলিশকে তাদের বাড়িতে পাঠিয়ে খাঁজ নিয়ে প্রশাসনকে জানাবেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: নাজমুল হুদা জানান, হোম কোয়ারেন্টাইনের শর্ত লংঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

পেনশন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

চাকরি শেষে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা নিরসন ও নতুন সুবিধাবিস্তারিত পড়ুন

ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ : শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ

জুলাই-আগস্ট আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ দায়ীদের কঠোরবিস্তারিত পড়ুন

নির্বাচনী দায়িত্বে অবহেলা ও অপরাধের সাজা বাড়ছে

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি আরও কঠোর করছে সরকার। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার ক্ষেত্রপাড়া সারকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিল ভেঙ্গে চুরি
  • বিসিবির নির্বাচনে জিতলে ক্রিকেট ছাড়বেন তামিম
  • ভারতজুড়ে গণবিক্ষোভ নিয়ে চাপে মোদি
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর
  • স্কুল-কলেজের সভাপতির পদ নিয়ে নতুন নির্দেশনা
  • প্রধান উপদেষ্টার সঙ্গে ফখরুলসহ ৪ নেতা যুক্তরাষ্ট্রে কেন যাচ্ছেন, জানালেন শফিকুল
  • ডাঃ মাহমুদুল হাসান (পলাশ) ব্যাংককে স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন
  • কলারোয়ার আসাননগর মানব কল্যাণের” উদ্যোগে হতদরিদ্র পরিবারকে ইট প্রদান
  • পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়
  • ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
  • নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
  • শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন- মাহমুদুর রহমানের