শুক্রবার, মার্চ ৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার- ১

সাতক্ষীরা সংবাদদাতা: সাতক্ষীরার কুখ্যাত রঘুনাথ খাঁ চাঁদাবাজি মামলায় কারাগারে গেছেন। বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তনিমা মন্ডল রঘুনাথ খাঁ’কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রঘুনাথ খাঁ (৫৭) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিঞ্চুপুর গ্রামের মদন মোহন খাঁ এর ছেলে। বর্তমানে শহরের কাটিয়া আনন্দপাড়ায় থাকেন। চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

রঘুনাথ খাঁ এর বিরুদ্ধে ২০২৩ সালের ২৪ জানুয়ারি দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং -৯), শিমুলিয়া গ্রামের কাজী গোলাম ওয়ারেশের ছেলে কাজী সুরুজ ওয়ারেশ। এই মামলায় আরো কয়েকজন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা পলাতক রয়েছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, বাদীর খলিসাখালি এলাকায় ছয়শত বিঘার একটি মাছের ঘের রয়েছে। এই ঘের ভুমিহীনদের দিয়ে দখল করে নেওয়ার ভয় দেখিয়ে রঘুনাথ খাঁ তার কাছে বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় অন্যান্য আসামিদের সাথে নিয়ে ২০২৩ সালের ২১ জানুয়ারি সন্ধ্যায় গাজীরহাটস্থ অফিসে যেয়ে আবারো পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলে। একই সাথে অন্য আসামিদের ভুমিহীন নেতা পরিচয় দিয়ে ঘের দখলের হুমকি দেয়।

এই ঘটনার পর পুলিশ রঘুনাথ খাঁ’কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। পরবর্তীতে পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত আদালত তাকে জামিন দেন।

মামলাটির দীর্ঘ তদন্ত শেষে দেবহাটা থানার এসআই লাল চাঁদ ২০২৩ সালের ৯ আগষ্ট আদালতে রঘুনাথ খাঁ সহ পলাতক সকল আসামির বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগ পত্র নং -৮২।

আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ পত্রে ৫০৬ ধারায় ভীতি প্রদর্শন, ৪৪৮ ধারায় অনাধিকার প্রবেশ, ৩৮৫ ধারায় মৃত্যুর ভয় দেখিয়ে চাঁদা চাওয়াসহ বিভিন্ন অভিযোগের সত্যতা পেয়েছেন বলে উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা। এরই প্রেক্ষিতে

মামলার এক নম্বর আসামি রঘুনাথ খাঁ’ এর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের একাধিক সূত্র। আদালত সূত্রে আরো জানা গেছে, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে রঘুনাথ খাঁ এর বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, রঘুনাথ খাঁ সাতক্ষীরার চিহ্নিত চাঁদাবাজ। অন্যের মাছের ঘের, জমি দখল, প্রতারনাসহ বিভিন্ন অভিযোগে ইতোমধ্যে সাতক্ষীরায় কুখ্যাতি অর্জন করেছে। সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন পরিচয়ে পরিচিত রঘুনাথ খাঁ সাতক্ষীরার একটি বহুল আলোচিত নাম। নিজের গর্ভধারিনী মা ঝর্না রানীও ছেলে রঘুনাথ খাঁ এর নামে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন। মামলায় তিনি বলেন, রঘুনাথ খাঁ কুলাঙ্গার। তার হাতে নির্যাতিত হয়ে তার বাবা মদন মোহন খাঁ মৃত্যু বরন করেন। তিনি নিজেও রঘুনাথ খাঁ এর দ্বারা নির্যাতিত, লাঞ্ছিত।

ওয়ান ইলেভেনের সময় সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে চাঁদাবাজি করতে যেয়ে যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয় রঘুনাথ খাঁ। সেসময় দ্রুত বিচার আইনে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাস তাকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সাতক্ষীরার এক সময়ের শীর্ষ চরম পন্থীদের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিলো। এমনকি ভারতের বসিরহাট এলাকায় বেড়ে ওঠা রঘুনাথ খাঁ এর সাথে সেখানকার সন্ত্রাসীদের সাথে সখ্যতা রয়েছে বলে তার মায়ের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার পাকাপুল মোড়ে দেছার আলীর হোটেলে ভাংচুর, থানায় অভিযোগ

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের পাকাপোল মোড় এলাকার মুক্তিযোদ্ধা ক্যান্টিনের মালিক দেছারবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ উপজেলা প্রশাসন বাজার কমিটি ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জবিস্তারিত পড়ুন

দেবহাটায় ইফতার বাবদ নগত অর্থ উপহার প্রদান

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জামায়াতে ইসলামীর আয়োজনে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার বাবদবিস্তারিত পড়ুন

  • দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়
  • দেবহাটার সখিপুর বাজারে ভ্রাম্যমান আদালতে জরিমানা
  • তালার খলিলনগর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সহকারী শিক্ষিকাকে শ্লীলতাহানী, প্রধান শিক্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন
  • মনিরামপুরের খেদাপাড়ায় তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, ব্যবস্থাপক দগ্ধ
  • সাতক্ষীরার নলকুড়া পূর্বপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি গঠন
  • আরো ৭৭২ জন ‘জুলাই যোদ্ধা’র তালিকার গেজেট প্রকাশ
  • বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চলতি বছরে নির্বাচন কঠিন: নাহিদ ইসলাম
  • ৬০০ কোটির নির্বাচন ২৩৮৬ কোটিতে
  • মনিরামপুরে গোয়ালের তালা ভেঙ্গে বিধবা নারীর ৬ গরু চুরি
  • তালার খেশরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিলে সাবেক সাংসদ