শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা

সাতক্ষীরায় সাংবাদিক পরিবারের উপর হামলা, পাল্টাপাল্টি মামলা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম ও তার পরিবারের উপর দফায় দফায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় শহিদুল সহ তার বড়ভাই, ভাবি, ভাইপো ও ভাইঝি গুরুত্বর আহত হয়েছেন। শহিদুল ইসলাম দৈনিক জন্মভূমি পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য। এছাড়াও তিনি জেলা কৃষক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদরের দহাকুলা, কুখরালী কাঁঠালতলা ও সাতক্ষীরা সদর হাসপাতালের গেটে তিন দফায় হামলা চালায় স্বশস্ত্র সন্ত্রাসীরা। হামলার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। আহতরা হলেন, শহিদুল ইসলাম (৪৮), তার বড় ভাই নজরুল ইসলাম (৫৮), ভাইপো ফাহাদ ইসলাম আনান (৩২), ভাইঝি মেহেজাবিন ইসলাম তাহরিন (২১), ভাবি মুর্শিদা ইসলাম (৪৪)। এ ঘটনায় সাংবাদিক শহিদুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৯, তারিখ- ১৩/৪/২৪।

এজাহার সূত্র ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সাতক্ষীরা সদরের দহাকুলায় তাদের একটি ভাটা (ফ্যাশন ব্রিকস) ও প্রজেক্ট (ফ্যাশন পোল্ট্রি ফার্ম) রয়েছে। ঘটনার সময় একাধিক নাশকতা মামলার আসামী ও পুলিশের উপর হামলাকারী শহরের পার কুখরালী গ্রামের মৃত ইনসাফ আলী সরদারের ছেলে শাহিনুর রহমান (৫২), তার ভাই চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী তুহিনুর রহমান (তুহিন) (৪০), একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মুজিবর রহমানসহ (৫০) অজ্ঞাত ২০/২৫ জন সশস্ত্র সন্ত্রাসীরা বাশ, লোহার রড, হাতুড়ি, শাবল, দা নিয়ে অবৈধ ভাবে প্রজেক্টে প্রবেশ করে কর্মচারীদের খুন জখমের ভয় দেখিয়ে প্রজেক্ট থেকে বের করে দেয়। সংবাদ পেয়ে সাংবাদিক শহিদুল ইসলামসহ পরিবারের সদস্যরা সেখানে গিয়ে প্রতিবাদ করলে তারা পূর্ব পরিকল্পনা মোতাবেক এলোপাতারী ভাবে হামলা করে ভুক্তভোগীদের আহত করে ও নারীদের পরনের কাপড়টেনে হেচড়ে শ্লীলতাহানী ঘটিয়ে ১এক লক্ষ টাকা দামের এক ভরি ওজনের সোনার চেইন, ৬০ হাজার টাকা মূল্যের আংটি ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত হয়ে ভুক্তভোগীরা হাসপাতালে যাওয়ার সময় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরত্বে কুখরালী কাঠালতলা মোড়ে তাদের ব্যবহারিত প্রাইভেট কার ((ঢাকা মেট্রো-ড-২৩-৯৪৯৩) পৌছালে অভিযুক্তরা আবারো সন্ত্রাসী হামলা করে প্রাইভেট কারটি ভেঙে চুরমার করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। ভুক্তভোগীরা আরো জানান, হাসপাতাল যাওয়ার আগে আমরা থানায় গিয়ে নিরাপত্তা চাইলে পুলিশ আমাদের আগে চিকিৎসা নিয়ে পরে অভিযোগ দিতে বলে। আমরা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বের হতেই তারা আবার হামলা করে, পরে স্থানীয়রা বাধা দিলে ও পুলিশকে অবহিত করলে তারা চলে যায়।

এই ঘটনায় সাতক্ষীরা কৃষক লীগসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, উভয়পক্ষের দুটি মামলা দায়ের হয়ে়ছে। এবং জিডির বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে, হামলাকারীদের বিরুদ্ধে মামলা হলেও একই ঘটনায় পরবর্তীতে তাদের পক্ষেও একটি মামলা রুজু হয়েছে সাতক্ষীরা সদর থানায়। মামলা নং- ২০। সাতক্ষীরার নামধারী চোরাকারবারী গোল্ড শহিদুল ওরফে গার্মেন্টস শহিদুল দিনভর তদবির করে থানায় মামলা করতে সহযোগিতা করেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবার। প্রথম মামলায় কোন আসামি আটক না হলেও কাউটার মামলার আসামিদের খোঁজে পুলিশ তৎপর। গভীর রাতে সাংবাদিক শহিদুলের বাড়িতে যায় পুলিশ সদস্যরা।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

বেতন ১৫-২০ হাজার টাকা, তবু পুরো আয় দিয়ে গরীব ও অভাবীদের খাওয়ান!

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দুপুর বেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যানচালক নিহ*ত, আহ*ত-১

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফেনসিডিলসহ যুবক গ্রে*প্তার

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০বিস্তারিত পড়ুন

  • চারুকলা ও সঙ্গীত শিল্পী আছাদুজ্জামান আছাদের মায়ের ই*ন্তেকাল
  • ট্রাফিক জরিমানার টাকা আত্মসাৎ: অমিত ঘোষ বাপ্পার বিরুদ্ধে নতুন অভিযোগে উত্তাল পাকাপোল এলাকা
  • সাতক্ষীরার ভোমরায় জামায়াতের হুইল চেয়ার বিতরণ
  • নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
  • দীর্ঘদিন কাজ করেও সরকারি স্বীকৃতি মেলেনি বিআরটিএ’র সীল মেকানিকদের
  • সাতক্ষীরায় স্ত্রীর দেয়া বাইকে প্রেমিকা নিয়ে ঘুরছেন স্বামী! বিচারের আশায় আদালতের বারান্দায় অন্তঃসত্ত্বা অসহায় স্ত্রী
  • রাস্তায় রাস্তায় মাকে খুঁজছে অবুঝ ২ শিশু, ৩ মাসেও দেখা মিলল না মায়ের
  • সাতক্ষীরা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন, গ্রে*প্তার-১
  • সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়ক যেনো মরণ ফাঁদ!
  • সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণসভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন