রবিবার, মে ৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় একই মাদ্রাসার দুই ছাত্রসহ তিনজন নিখোঁজ!

সাতক্ষীরা জেলায় দু’দিনে তিনজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার। এরমধ্যে একই মাদ্রাসার দুজন ছাত্র রয়েছে।

সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৯ অগাস্ট বেলা ১১টার দিকে শহরের বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসা থেকে একই সাথে দুই ছাত্র বের হয়ে তারা আর ফেরেনি।

নিখোঁজ হওয়া ছাত্ররা হলো সাতক্ষীরা শহরের খড়িবিলা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রাহাতুল ইসলাম (শাওন) ও কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের আইয়ুব হোসেনের পুত্র ইমামুল হোসেন। তাদের বয়স ১৩/১৪ বছর।

এঘটনায় ছেলে শাওনের সন্ধান না পেয়ে তার পিতা জাহাঙ্গীর হোসেন ১০ আগস্ট সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নং-৪৪০ এবং ১১ আগস্ট ইমামুলের চাচা আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেন। যার নং-৪৭৩।

জিডি সূত্র জানায়, মো. রাহাতুল ইসলাম শাওন ও ইমামুল হোসেন বাঁকাল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদ্রাসায় হেফজো বিভাগে পড়াশোনা করে। গত ৯ আগস্ট ২০২০ তারিখ বেলা ১১টার সময় তারা উক্ত মাদ্রাসা বের হয়ে আর মাদ্রাসায় ফিরে যায়নি। বাড়িতেও যায়নি তারা। বিভিন্ন স্থানে, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েছে তাদের পরিবার কিন্তু তাদের কোন সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। নিখোঁজ শাওনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-গোলাকার, উচ্চতা-অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি। পরনে সাদা রঙের পাঞ্জাবি পরা ছিল। এছাড়া ইমামুল হোসেনের গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, উচ্চতা- অনুমান ৪ ফুট ৩ ইঞ্চি।

এদিকে, সাতক্ষীরা সদরের তালতলা গ্রাম থেকে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়া ওই বৃদ্ধের নাম নুরুল হক (৮৫)। তিনি তালতলা গ্রামের মৃত ধোনাই দালালের ছেলে। গত ১০ আগস্ট সোমবার সকাল থেকে বৃদ্ধ নুরুল হক নিখোঁজ রয়েছেন। এ ব্যাপারে নিখোঁজ থাকা বৃদ্ধ নুরুল হকের স্ত্রী রাশিদা বেগম সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন (ডায়েরী নং-৪৬১, তাং- ১১-১০-২০২০)। ডায়েরী সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ৯টার দিকে বৃদ্ধ নুরুল হক চা পানের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে নুরুল হক বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোজা-খুঁজির পর তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে স্ত্রী রাশিদা বেগম সদর থানঅয় সাধারণ ডায়েরী করেছেন। নিখোঁজ হওয়া নুরুল হকের গায়ের রং-ফর্সা, স্বাস্থ্য হালকা পাতলা, উচ্চতা পাঁচ ফুট ৩ ইঞ্চি, মাথার চুল হালকা-পাতলা পাকা, মুখে হালকা পাকা দাী আছে। গায়ে লুঙ্গী ও পাঞ্জাবী পরা রয়েছে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

মানবিক কলারোয়া গড়ার প্রত্যয়ে লাল্টু-খুকু-ইমরান পরিষদের নির্বাচনী সভা

আগামিতে মানবিক ও সুস্থ ধারার কলারোয়া উপজেলা গড়ার প্রত্যয়ে নির্বাচনী কর্মী সমাবেশবিস্তারিত পড়ুন

কলারোয়ার চান্দুড়িয়ায় লাল্টু-ইমরান-খুকুর পক্ষে নির্বাচনী সভা

কলারোয়ার সীমান্তবর্তী চন্দনপুর ইউনিয়নের চান্দুড়িয়া বাজারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লাল্টুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার উন্নয়নে পাঁচ এমপিকে এক টেবিলে বসার আহবান নাগরিক কমিটির

সাতক্ষীরার উন্নয়ন ইস্যুতে জেলার পাঁচজন মাননীয় সংসদ সদস্যকে আগামী বাজেট অধিবেশনের পূর্বেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রচন্ড গরমে খামারে খামারে মুরগীর মৃত্যু, আতংকিত পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ার অপরূপ পুরাকীর্তি শ্যামসুন্দর মঠ-মন্দির, সংরক্ষণে নেই কার্যকরী উদ্যোগ
  • কলারোয়ায় তৃষ্ণার্তদের মাঝে শরবত ও পানি বিতরণ করলো ‘মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন’
  • কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে ৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা
  • হিট ষ্ট্রোকে আতঙ্কে আছেন কলারোয়ার পোল্ট্রি খামারীরা
  • কলারোয়ায় ক্লাইমেট- স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষিতে পরিকল্পনা প্রনয়ণ ও মূল্যায়ন কর্মশালা
  • ৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণ কাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার
  • একই দিনে কলারোয়ার দেয়াড়া হাইস্কুলে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের যোগদান
  • কলারোয়ায় কৃষির জলবায়ু পরিবর্তন প্রকল্পের কর্মশালা
  • কলারোয়ায় আস্থা প্রকল্পের যুব ফোরামের ত্রৈমাসিক সভা
  • ‘কলারোয়ায় শুদ্ধাচার ও ভদ্র রাজনীতির সূচনা করতে চাই’: স্বপন এমপি
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ান ও ভ্যান শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন