শনিবার, জুলাই ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আমের বিপুল সমাহারে জমজমাট কলারোয়ার বেলতলা পাইকারি আমবাজার

শেখ জিল্লু, কলারোয়া: সাতক্ষীরা ও যশোর জেলার প্রবেশদ্বারে মহাসড়কের উভয় পাশে গড়ে উঠেছে এ জনপদের সর্ববৃহৎ আমের বাজার বেলতলা আমবাজার।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর ও যশোর জেলার শার্শা উপজেলার বাগুড়ি (বেলাতলা) এলাকাজুড়ে এ আমবাজারের অবস্থান। ভিন্ন জেলা ও উপজেলার আম ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মিলেমিশে চালিয়ে যাচ্ছেন এ আমবাজারটি। প্রায় একশর মতো আমের আড়ত রয়েছে এ বাজারে। বছরের এই মৌসুমে এ এলাকা পাইকার ও বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত থাকে।

সরেজমিন এ জমজমাট আমবাজার ঘুরে দেখা যায়, সব ধরনের মানসম্মত আমের বিপুল সমাহার। বাজারে আসা আমের সিংগভাগই হলো গোবিন্দভোগ। এছাড়া রয়েছে রোম্বাই, গোপালভোগ, গোপালখাস, সরিখাস, বৈশাখী, লতা জাতের আম। বেশিরভাগ আমই বেশ পুষ্ট ও পরিপক্ব। সময় হয়নি তবুও দেখা গেল অল্প পরিমাণ হিমসাগর আম বাজারে আসতে শুরু করেছে। সামনে খারাপ আবহওয়ার পূর্বাভাস থাকায় আগাম বাজারে আসতে শুরু করেছে হিমসাগর -এমনটি দাবি এখানকার ব্যবসায়ীদের।

যশোর-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশে অবস্থিত আমের আড়তগুলো যেন দৃষ্টিনন্দন আমের এক রাজ্য! বাজারের পাশের গ্রামীণ পাকা সড়কজুড়ে দাঁড়িয়ে রয়েছে ছোট-বড় ট্রাকের সারি। মৌসুমের শুরুতে প্রতিদিনই ৫০ মেট্রিক টনের বেশি আম এই ট্রাকযোগে চলে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

বেলতলা পাইকারি আম ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান হোসেন বলেন, প্রতিদিন সকাল নয় টা থেকে বাজার শুরু হয়ে শেষ হয় বিকেল চার টার মধ্যে।
আগামী ২২ মে হিমসাগর গাছ থেকে নামানোর কথা থাকলেও এখন তা বাজারে নিয়ে আসার বিষয়ে তিনি বলেন, অধিকাংশ হিমসাগর আগাম পরিপক্ব হয়ে যাওয়ায় তা বাজারে তোলা হচ্ছে। আমের গুণগত মানকে এ বাজারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়ে থাকে।

আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এ বছর আম কম উৎপন্ন হওয়ায় দামও বেশি। ফলে আম চাষীরা ভালো দাম পেয়ে যথেষ্ট খুশি।
তিনি বলেন, গোবিন্দভোগ মণপ্রতি ১৮শ টাকা থেকে মানভেদে দুই হাজার টাকা, গোপালভোগ-বোম্বাই জাতের দাম ১২শ থেকে ১৬শ টাকায় বেচাবিক্রি হচ্ছে।
তিনি আরো বলেন, বাজারে রাসায়নিকে পাকানো বা অপরিপক্ব আম তোলা যাবে বলে সকল জানিয়ে দেওয়া হয়। এই বাজারে মানসম্মত আমই কেবলমাত্র তোলা যায়।

বাজার ঘুরে কথা হয়, আল্লার দান ফল ভান্ডারের স্বত্বাধিকারী মোক্তারুজ্জামানের সাথে।
তিনি জানান, ছোট-বড় মিলিয়ে বাজারে একশর মতো আমের আড়ত থেকে মৌসুমের শুরুতে প্রতিদিন ৫০ মে. টনের বেশি আম ঢাকা, চট্টগ্রাম, বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে যায়।
পরে এই পরিমাণ দ্বিগুণের বেশি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বেলাতলা আমবাজারের ব্যবসায়ীরা জানান, আর দশ/বার দিন পর বাজারে উঠবে সুস্বাদু ন্যাংড়া আম। তারপরে সবশেষে উঠবে আম্রপালি আম। তবে ন্যাংড়া আম বাজারে আসার পর আরও বেশি জমজমাট হবে এই বেলতলা পাইকারি আমবাজার।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র আশুরা উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটির কারণে আজবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরে ১৮ কোটি টাকা মূল্যের ক্যামিকেল চালান জব্দ

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) সদস্যদের তথ্যেরবিস্তারিত পড়ুন

যশোর জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বেনাপোল পোর্ট থানার সুমন ভক্ত

যশোর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানারবিস্তারিত পড়ুন

  • যাত্রী হয়রানি বন্ধে দালালমুক্ত করা হলো বেনাপোল চেকপোস্ট কাস্টমস-ইমিগ্রেশন!
  • শার্শায় যুবককে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
  • বেনাপোল সীমান্তে ৯পিচ স্বর্ণের বারসহ পাচারকারী আটক
  • যশোরের বাগুড়ী বেলতলা মুড়ির মিল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ পশু চিকিৎসক নিহত
  • বেনাপোল স্বলন্দরে চাঁদাবাজি বন্ধে ১১ প্রতিষ্ঠানকে চিঠি
  • শার্শায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
  • শার্শা হাসপাতাল চিকিৎসক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত
  • সাপের কামড়ে যশোরের শার্শায় মাদরাসা ছাত্রের মৃত্যু
  • শার্শায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত
  • ঈদের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ঈদের ছুটিতে ভারত ভ্রমণে বেনাপোলে যাত্রীচাপ, ইমিগ্রেশনে চরম ভোগান্তি
  • শার্শার বাগআঁচড়ায় মার্সেল শোরুম উদ্বোধন করলেন চিত্র নায়ক আমিন খান