আশাশুনির লাঙ্গলদাড়ীয়ায় অসহায় নারীর সম্পত্তি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আশাশুনির লাঙ্গলদাড়ীয়া গ্রামের এক অসহায় নারীর ভোগদখলীয় সম্পত্তি জবর দখল চেষ্টার প্রতিবাদে ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, উপজেলার লাঙ্গলদাড়ীয়া গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী মোছাঃ রওশন আরা।
তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমার স্বত্ব দখলীয় আশাশুনির লাঙ্গদাড়ীয়া মৌজায়, জে. এল নং ১১৭ ও এস.এ খতিয়ান নং-১, সাবেক ১১৩৪ ও ১০১৫ দাগে খাল ও ১১৩৩ দাগে পুকুরসহ মোট জমি ২.২৭ একর। আমি ইতিপূর্বে ১১৩৪ ও ১০১৫ সাবেক দাগের ২.০০ একর জমি সরকার বাহাদুরের নিকট হইতে বন্দোবস্তু নেয়ার জন্য আবেদন করিয়াছিলাম।
উক্ত দরখাস্তে আমাকে উল্লেখিত জমি বন্দোবস্তু দেয়ার জন্য কাজ চলিতেছে। এই মধ্যে আমাদের এলাকার মৃত ছাদেক মল্লিকের পুত্র মোঃ মামুন (২২), নাছির উদ্দীন মল্লিকের পুত্র মোঃ কবির ও লালচাঁদ গাজীর পুত্র মোঃ আনোয়ার আলী উল্লেখিত জমি জবর দখলের চেষ্টা করিলে আমি সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজি: আদালতে একটি মামলা দাখিল করি। যার পিটিশন নং- ৫৪১/২০২১(আশা:)। উক্ত কেসটি বর্তমান চলমান রয়েছে। উপরে উল্লেখিত ব্যক্তিগনসহ মহাসীন, আবুল ও আসিব হোসেন আমার পুকুর ও ঘেরে মাছ মারিলে আমি আমার পুত্র ইয়াইয়া ও জাকারিয়া বাধা দিলে উল্লেখিত বিবাদীরা আমার ও আমার পুত্রদের খুন করার উদ্দেশ্যে আঘাত করিলে মাথা ফেটে যায়। এ ঘটনায় আমি বাদী হইয়া আশাশুনি থানায় একটি মামলা দাখিল করি। যাহার জি.আর নং ৭৩/২০২১ (আশা:)।
যা বর্তমান চলমান থাকা অবস্থায় গত ইং ২৮ জানুয়ারি ২০২২ তারিখে রাত্র অনুমান ৩ ঘটিকার সময় বিবাদী মামুন হোসেন, রাসেল হোসেন, ইয়াছিন আলী, আকবর, আনারুল গাজী, মহাসিন হোসেন, আবুল গাজীসহ আরও অজ্ঞাতনামা ১০/১২ জন মারাত্মক অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া আমারস্বত্ব দখলীয় খাল ও খাল সংলগ্ন পুকুর বা ঘের হইতে ১লাখ টাকার মাছ ধরিয়া নিয়া যায়।
আমরা এতে বাধা দিলে তারা আমাদের নিকট আরো ১ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদার টাকা না দিলে তারা আমার ও আমার পরিবার বর্গের সকলকে জীবনে শেষ করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় তার ঘেরের মাছ বাবদ ১ লাখ টাকা উল্লিখিত ব্যক্তিদের নিকট থেকে ফেরত পায় তার ব্যবস্থাসহ তার আর কোন ক্ষতি সাধন করতে না পারে সেজন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)