বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত

কলারোয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব -১৭) এর দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দিনভর কলারোয়া উপজেলা প্রশাসনের আয়োজনে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় মুখোমুখি হয় কয়লা বনাম যুগীখালী ইউনিয়ন পরিষদ। নির্ধারিত সময়ে খেলাটি অমীমাংসিত থাকলে ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে কয়লা ৪-১ গোলে যুগীখালী ইউনিয়ন পরিষদকে পরাজিত করে।
২য় ম্যাচে মুখোমুখি হয় কুশোডাঙ্গা ইউনিয়ন বনাম কলারোয়া পৌরসভা। খেলার প্রথমার্থে কলারোয়া পৌরসভা ১ গোলে এগিয়ে যায়। প্রথমার্ধের শেষ মিনিটে কুশোডাঙ্গা গোল পরিশোধ করলে টানটান উত্তেজনায় দ্বিতীয়ার্ধে কলারোয়া পৌরসভা ফের আরেকটি গোল করে এগিয়ে যায়। শেষ পর্যন্ত কলারোয়া পৌরসভা ২-১ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দিনের তৃতীয় খেলায় মুখোমুখি হয় কেরালকাতা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমীমাংসিত থাকার কারণে ট্রাইবেকারে সোনাবাড়িয়া ৩-২ গোলে কেরালকাতা ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
চতুর্থ খেলার মুখোমুখি হয় দেয়াড়া বনাম চন্দনপুর ইউনিয়ন পরিষদ। প্রথমার্ধের শেষ মিনিটে দেয়াড়া গোল করে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করার ফলে ২-০ গোলে দেয়াড়া ইউনিয়ন পরিষদ জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

খেলাগুলো পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন, ফারুক হোসেন স্বপন, কামরুজ্জামান, রুহুল আমিন, সাঈদুর রহমান, সাজেদুল করিম তপু।
ধারাভাষ্যে ছিলেন সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও সাংবাদিক জাহাঙ্গীর হোসেন।

খেলাগুলো উপভোগ করেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল ইমরান, চেয়ারম্যান সম মোরশেদ আলী, রবিউল হাসান, বেনাজির হোসেন হেলাল, ডালিম হোসেন, শেখ সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আরডিও এসএম সোহেল হোসেন, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, কলারোয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, সাবেক ফুটবলার দীলিপ ঘোষ, মফিজুল ইসলাম, কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক রেজাউল করিম লাভলু, ইউএনও অফিস সহায়ক বেনজীর হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, সোহাগ হোসেন, মো. রাব্বি, মেডিকেল অফিসার ডা. তানভীর জাহান, মেডিক্যাল এ্যাসিসট্যান্ট পিয়াস কুমার দাসসহ কলারোয়া ফায়ার সার্ভিসের টিম, কলারোয়া পুলিশ সদস্যরাসহ দর্শকরা।

শুক্রবার কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে বিকাল ৩টায় ১ম সেমিফাইনালে মুখোমুখি হবে কয়লা বনাম সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদ ও বিকাল ৫টায় কলারোয়া পৌরসভা বনাম দেয়াড়া ইউনিয়ন ইউনিয়ন পরিষদ।

একই রকম সংবাদ সমূহ

‘সমাজের আলো’র প্রতিবেদনের নিন্দা-প্রতিবাদ কলারোয়ার বিএনপি নেতা শেখ আব্দুল কাদের বাচ্চুর

কামরুল হাসান।। কলারোয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আগাম ইরি ধান চাষে বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

মোস্তফা হোসেন বাবলু, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া পাকুড়িয়া মাঠে আগামবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার আলোচিত সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেপ্তার

ঝাউডাঙ্গা প্রতিনিধি : হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখবিস্তারিত পড়ুন

  • সেজো ভাইকে ছু*রিকাঘাতের পর কাদায় চুবি*য়ে মৃ*ত্যু নিশ্চিত করেন তারা!
  • কলারোয়ায় দাখিল পরীক্ষার কক্ষ পরিদর্শকদের প্রস্তুতি মূলক সভা
  • কলারোয়ার চন্দনপুরে তাফসীরুল কুরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের পাপড়ী প্রদান
  • কলারোয়ায় এসএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নকরণে কর্মশালা
  • কলারোয়া গদখালী ঈদ প্রীতি ক্রিকেট খেলায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়
  • কলারোয়ায় সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম এর দলের জয়
  • কলারোয়ায় মাছ ধরা কেন্দ্র করে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন, আটক আপন ২ ভাই
  • কলারোয়ায় মাছ ধরাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খু*ন, অপর ২ ভাই আটক
  • কলারোয়ায় ঈদের দীর্ঘ ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্যসেবা অব্যাহত
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডেপুটি রেজিষ্টারের সাথে মত বিনিময়
  • কলারোয়ায় শরবত বিক্রি করে চলে আলামিনের জীবন সংগ্রাম
  • কলরোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে হীরক জয়ন্তী অনুষ্ঠিত