শনিবার, জুন ৩, ২০২৩

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় দন্ডপ্রাপ্ত ৬ আসামির জামিন

সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় নিম্ন আদালতের রায়ে দণ্ডিত ছয় আসামিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

জামিন পাওয়া আসামিরা হলেন- গোলাম রসুল, জহুরুল ইসলাম, তাওফিকুর রহমান সঞ্জু, সাহাবুদ্দিন, আব্দুর রাকিব মোল্লা ও মনিরুল ইসলাম।

আসামিদের পক্ষে শুনানি করেন গাজী মো. মোহসীন ও শাহানারা পারভীন বকুল।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে দেখতে ২০০২ সালের ৩০ আগস্ট সাতক্ষীরা সদর হাসপাতালে যান তৎকালীন বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। সড়ক পথে ঢাকায় ফেরার সময় কলারোয়া উপজেলা বিএনপি অফিসের সামনে তার গাড়ি বহরে হামলার শিকার হয়।

শেখ হাসিনার সফরসঙ্গী কেন্দ্রীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাসহ স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকরা সেদিন আহত হন।

ওই ঘটনায় দায়ের হওয়া একটি মামলার রায় হয় গত ৪ ফেব্রুয়ারি। সাতক্ষীরার মুখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবীর ৫০ আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

এর মধ্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের তৎকালীন সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এবং বিএনপিকর্মী আরিফুর রহমান রঞ্জু, আরিফুর রহমান রিপনকে সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আবদুল কাদের বাচ্চুকে নয় বছরের কারাদণ্ড এবং বাকি ৪৬ জনকে চার থেকে ছয় বছরের সাজা দিয়েছেন আদালত।

একই মামলার অন্য একটি পার্টে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অপর আসামিদের সাত বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অপরদিকে এই মামলায় কারাগারে থাকা অবস্থায় দণ্ডপ্রাপ্ত ২ আসামি মৃত্যুবরণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গভীর রাতে ইউপি সদস্যর বাড়ীতে আগুন।। ঘর জ্বালিয়ে দেয়ার অভিযোগ

কলারোয়ায় এক ইউপি সদস্যর বাড়ীতে দূর্বত্তরা ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। ঘটনাটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আগুনে দগ্ধ মৃত আব্দুল কাদেরের জানাজা অনুষ্ঠিত

সম্প্রতি কলারোয়ার চন্দনপুরে বোন জামাইয়ের ছোড়া পেট্রোলের আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায়বিস্তারিত পড়ুন

৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে হেরে গেলেন কলারোয়ায় ভগ্নিপতির দেয়া আগুনে দগ্ধ শ্যালক

৩ দিন মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন সাতক্ষীরার কলারোয়ায় বোনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দিনব্যাপী বুনিয়াদী শিক্ষক-সুপারভাইজারগনের প্রশিক্ষণ কর্মশালা
  • কলারোয়ার সোনাবাড়ীয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
  • কলারোয়ায় পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত
  • জাতীয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনুর্ধ-১৭) ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • গ্রামীণ ব্যাংক বাগআঁচড়া শাখায় সংগ্রামী সদস্যদের মাঝে ঋণ ও গাছের চাড়া বিতরণ
  • কলারোয়ায় তৃনমূল স্তরের কর্মীদের আয়োজিত কর্মী সভায় স্বপনের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশা
  • কলারোয়ার প্রবাসি শ্রমিক জুলফিকার আলীর দাফন সম্পন্ন।। এলাকায় শোকের ছায়া
  • কলারোয়ায় এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান মঞ্জুরি প্রদান ও ক্রীড়া সামগ্রী বিতরণ
  • কলারোয়ায় পুলিশি অভিযানে নাশকতা মামলা সহ ৭ আসামী গ্রেফতার
  • কলারোয়ায় ভগ্নিপতির ছোড়া পেট্রোল-আগুনে ঘুমন্ত শ্যালকসহ অগ্নিদগ্ধ-৩, আটক-১
  • বঙ্গবন্ধুর জুলিওকুরি পদক প্রাপ্তির ৫০বছর পুর্তিতে কলারোয়ায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
  • কলারোয়ায় ৪৮ জন অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থী পেলো বাইসাইকেল
  • error: Content is protected !!