শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কলারোয়ায় মুক্তিযুদ্ধকালিন রনাঙ্গনের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের রাস্ট্রীয় মর্যাদায় দাফন কার্য সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে পৌর সদরের তুলশিডাঙ্গাস্থ নিজ বাড়িতে বার্ধক্য জনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল (ইন্না..রাজেউন) করেন।

রবিবার বাদ আছর সরকারি হাইস্কুল মাঠে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় পুলিশের গার্ড অব অনার ও পুপমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পমাল্য অর্পন করে মরহুম বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, উপজেলা প্রশাসন, শ্রামনগর উপজেলা আ’লীগ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগ, কলারোয়া পৌর সভা, জাসদ, ওয়ার্কস পার্টি, কলারোয়া প্রেসক্লাব, মহিলা আ’লীগ, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট, উপজেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমীক লীগ, কাজীরহাট কলেজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পুষ্প মাল্য অর্পণ শেষে প্রথম জানাযা পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য বি,এম নজরুল ইসলাম, সাতক্ষীরার অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট বদিউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আলম সামস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারাফ হোসেন মশু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার আব্দুল গফ্ফার, তালা উপজেলা আ’লীগ সভাপতি নুরুল ইসলাম, কলারোয়া উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুমের জামাতা ফিরোজ আহম্মেদ স্বপন। আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি ও সাংবাদিক প্রভাষক সাইফুল ইসলাম।

প্রথম জানাযা নামাজটি পরিচালনা করেন মরহুমের পরিবারের সদস্য মাহাফুজুর রহমান। জানাযা নামাজে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, দৈনিক পত্রদূত এর সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, কালের চিত্র এর অধ্যক্ষ আবু আহমেদ, কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আরাফাত হোসেন, ফিরোজ কামাল শুভ্র, এসএম শওকত হোসেন, আব্দুর রশিদ, শাহাজাহান আলি, আক্তার হোসেন, কাজী মারুফ, মোস্তাক আলি, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মশিউর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, আব্দুর রহমান, রিপোর্টার্স আজাদুর রহমান খান চৌধুরী, জুলফিকারুজ্জামান জিল্লু, প্রভাষক আরিফ মাহমুদ, এমএ সাজেদ, সাংবাদিক এম. সুজাউল হক, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, তরিকুল ইসলাম, শামসুর রহমান লাল্টু, কলারোয়া পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা,সাবেক কপাই কর্মকর্তা মনোরঞ্জন সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, শিক্ষক নেতা প্রধান শিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান, শিক্ষক রফিকুল ইসলাম, বদরুজ্জামান বদরু, মোস্তফা বাকী বিল্লাহ শাহী, সহিদুল ইসলামসহ বীরমুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি- বেসরকারি কর্মকর্তা- কর্মচারি, সাংবাদিক, সামাজিক সংগঠন, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ।

মাগরিব বাদ তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা নামাজ শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ৮ নং সেক্টরের যুদ্ধকালিন কমান্ডার ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহর হামলা মামলার বাদি কলারোয়া আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম উদ্দীন মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কণ্যা, জামাতা, নাতি- নাতনি, ভাইপো, ভাইজি,আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন। প্রয়াতের স্ত্রী রোকেয়া মোসলেম উদ্দীন সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য, পুত্র বদরুজ্জামান বিপ্লব কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলে প্রধান শিক্ষক, কণ্যা সুরাইয়া ইয়াসমিন রতœা কাজীর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক, জামাতা ফিরোজ আহম্মেদ স্বপন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভ্রাতুষ্পুত্র কলারোয়া পৌরসভার নির্বাচিত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল উপজেলাবাসিসহ সকলের কাছে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেছেন। বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীনের মৃত্যুতে জেলা-উপজেলা ব্যাপি শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা

কলারোয়ায় নবঘোষিত বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা স্বেচ্ছাসেবকবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

কামরুল হাসান : “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই স্লোগানকে সামনেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবদল নেতা কেএম পলাশ

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া যুগিখালি ইউনিয়নের গোছমারা, পাঁচনল, বামনখালিসহ বিভিন্ন এলাকায় এবং কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
  • শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব
  • কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!
  • কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা
  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা
  • কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে