কারও ভেংচি দেখে আওয়ামী লীগ ভয় পায় না : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, তোমরা বলছো (অনুষ্ঠানে মিছিল দেওয়া কর্মীরা), লোটাস কামাল ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এ মিছিল আর কখনো দিবে না। আওয়ামী লীগ কি ভয় পাওয়া লোক? কারও ভেংচি দেখে আওয়ামী লীগ ভয় পায় না। আ হ ম মুস্তফা কামাল ভয় পাওয়া লোক না।
শনিবার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এক সময় বাংলাদেশ দারুণ ব্যর্থ ছিল। আজ বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র। বিএনপির নেতৃত্বে একটা দল কথার ফুলঝুরি ছোটাচ্ছে। মির্জা ফখরুল নাকি শিক্ষক ছিলেন। একজন শিক্ষক কীভাবে নির্লজ্জ মিথ্যাবাদী হতে পারে? রিজার্ভ নাকি শেষ, দেশে কিছু নাই। মাথার ওপর বাতি জ্বলছে, তারা হাতে হারিকেন নিয়ে বলে বিদ্যুৎ চাই! আপনারা (বিএনপি) বহুকষ্টে ৩০ শতাংশ লোককে বিদ্যুৎ দিয়েছেন। তাও ২০ ঘণ্টা লোডশেডিং থাকতো। সবাই বিদ্যুৎ আসলে বলতো, খালেদা জিয়া আসলো! আমরা শতভাগ মানুষকে বিদ্যুৎ দিয়েছি। সারা দুনিয়ার বিপর্যস্ত অবস্থা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাদেশে মন্দা।
তিনি আরও বলেন, সারা বিশ্বে জ্বালানি ক্রাইসিসের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, সাময়িক অসুবিধা হচ্ছে -এতে আমাদের দায় নেই। ভাঙা রেকর্ডের মতো সকাল-বিকাল মির্জা ফখরুলরা বলে যাচ্ছেন দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, সব শেষ হয়ে গেছে। তারা আমাদের অর্জন চোখে দেখে না। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অসংখ্য উন্নয়ন হচ্ছে। এটা মির্জা ফখরুলদের পছন্দ হয় না। ওরা বলে, টেক ব্যাক বাংলাদেশ। ওদের বাবা ছিল রাজাকার।
হানিফ বলেন, আপনারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান? বোমা মেরে মানুষ মেরেছেন। মির্জা ফখরুল, কোথায় ছিল আপনাদের মানবতা? পার্লামেন্টে নিন্দা প্রকাশ করতে দিলেন না। এতো সহজে আপনাদের চোখের পানি শেষ হবে না। দুই একটা সমাবেশ করে আপনারা মনে করছেন, খেলা মনে হয় জমে গেছে। বাংলার মানুষ দুর্নীতিবাজ খালেদা জিয়া ও তারেক রহমানকে ক্ষমতায় আনবে না।
আপনারা পাকিস্তানকে লালন করেন, আপনারা পাকিস্তানে ফিরে যান। লন্ডনে থেকে অনেক বড় বড় বুলি ছড়ান, বাংলাদেশ কোন পথে যাবে? সে ফায়সালা ১৯৭১-এ হয়ে গেছে। এই সন্ত্রাসীরা আবার বেরিয়ে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, তাদের গ্রেফতার করুন। মাননীয় প্রধানমন্ত্রী যতদিন জীবিত থাকবেন, ততদিন রাষ্ট্র ক্ষমতা আওয়ামী লীগের হাতে থাকবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সাবেক রেলমন্ত্রী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি। অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
মুস্তফা কামাল বলেন, সারা বিশ্বের অনেক রাষ্ট্রের চেয়ে আমরা অনেক ভালো আছি। আমরা সাময়িক বিপদে আছি। ইনশাআল্লাহ, সে বিপদ কেটে যাবে। আমাদের ফরেন রিজার্ভ সাত বিলিয়ন ছিল। এখন রিজার্ভ ৩৬ বিলিয়ন। জাতীয় রাজস্ব ছয়গুণ বৃদ্ধি করেছি। আমরা কখনো পিছু ফিরে যাবো না।
বিশষে অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু প্রমুখ।
সম্মেলনে গোলাম সারোয়ারকে সভাপতি ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করেন সংসদ সদস্য মুজিবুল হক।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)