ঝড়, বজ্রধ্বনি ও দুর্যোগ থেকে পরিত্রাণের মাসনুন দুআ
ঝড়, বজ্রধ্বনি ও দুর্যোগ থেকে পরিত্রাণের মাসনুন দুআ
“পবিত্র কুরআনে বলা হয়েছে: ‘বায়ুরাশির গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে সত্যি সত্যিই জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। সূরা আল-বাকারা আয়াত: ১৬৪।
“হযরত আবদুল্লাহ ইবনে ওমর (রা.)বলেন: রাসূল (সা.) ঝড়, মেঘের গর্জন শুনলে বা বিদ্যুৎ চমকাতে দেখলে সঙ্গে সঙ্গে এই দোয়া পড়তেন: আল্লাহুম্মা লা-তাক্বতুলনা বি’গদাবিকা ও য়া লা-তুহলিকনা বি’আযা-বিকা ওয়া আ-ফিনা ক্বাবলা যা-লিকা।
অর্থ: হে আমাদের প্রভূ, আমাদেরকে তোমার ক্রোধের কারণে মেরে ফেলো না, আর তোমার আজাব দিয়ে আমাদের ধ্বংস করো না। বরং এর আগেই আমাদের ক্ষমা ও নিরাপত্তার চাদরে আবৃত করে নাও। সূত্র: (তিরমিজি)।”
আয়েশা (রা.) বলেন, ঝড় উঠলে রাসুল (সা.) এ কথা বলতেন।
“আল্লা-হুম্মা ইন্নি আসআলুকা খাইরাহা ওয়া খায়রা মা-ফিহা,ওয়া খায়রা মা- উরসিলাত বিহী |ওয়া আ’ঊযু বিকা মিন শাররিহা, ওয়া শাররি মা-ফীহা,ওয়া শাররি মা-উরসিলাত বিহী।
“” অর্থঃ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি এর (এ বাতাসের) কল্যাণ, এর মধ্যে বিদ্যমান কল্যাণ ও এ যা বহন করে এনেছে সে কল্যাণ। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি এর অনিষ্ট এর মধ্যে বিদ্যমান অনিষ্ট এবং যে অনিষ্ট বহন করে এনেছে তা থেকে।
সূত্র: মুসলিম (৯- সালাতুল ইসতিসকা, ৩- তাআওউজ ইনদা রুইয়াতির রীহ) ২/৬১৬।
“বজ্রধ্বনি শ্রবণের দুআ:-সুব‘হা-নাল্লাযী ইউসাব্বি‘হুর রা’অদু বি’হামদিহী ওয়াল মালা-য়িকাতু মিন খিফাতিহী।
অর্থ: পবিত্রতা তার বজ্রধ্বনি তার সপ্রশংসা মহিমা ও পবিত্রতা ঘোষণা করে,ফেরেশতাগণ ও তা-ই করে তার ভয়ে।
“আব্দুল্লাহ ইবনে যুবাইর (রা.) বজ্রধ্বনি শুনলে এ দুআ বলতেন। সূএ: মালিক, আল- মুয়াত্তা-১/২/৯৯২: বোখারী, আল-আদাবুল মুফরাদ ১/২৫২।
“বৃষ্টিপাতের দুআ: আল্লা-হুম্মা,স্বাইয়িবান না-ফি’আন।
অর্থ: হে আল্লাহ কল্যাণময় প্রবল বৃষ্টিপাত প্রদান করুন।
আয়েশা (রা.) বলেন, রাসূল (সা.) বৃষ্টি দেখলে এ কথা বলতেন। সূত্র: বোখারী (২১- ইসতিসকা, ২২ ইযা আমতারাত) ইবনে হিব্বান-৩/২৮৬।
“আমরা সবাই এই দুআ পড়ি, আর তাত্তবা করি, মহান আল্লাহর কাছে ক্ষমা চাই। ইয়াসের মত ঘূর্ণিঝড়, বজ্রধ্বনি ও প্রাকৃতিক দুর্যোগ থেকে থেকে মহান আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে হেফাজত করেন, আমীন।
লেখক:
মাওলানা জিয়াউল ইসলাম যুক্তিবাদী
ইসলামী বক্তা, লেখক ও গবেষক
কলারোয়া, সাতক্ষীরা।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)